অণু আমার ভালোবাসার প্রতিনিধিত্ব করো খুলে রেখেছি অন্তরাত্মার দ্বার যদিও ভালোবাসা আত্মার পক্ষে সবসময় নয় কোথা থেকে এসেছো কেউ কখনও জানবে না আমি জানি মানুষ চক্রান্তে লুকিয়ে থাকে সম্মূখে কেবল ধন্যবাদে হাসি ঠাট্টা কারণ সবাই জানেনা কিভাবে ভালোবাসতে হয় কিভাবে হৃদয়ের আলো খুঁজতে হয় জানে শুধু ভালোবাসার নিখুঁত অভিনয় যেন নিজের ব্যাগ থেকে টেনে বেরকরা তৈজস অণু তপ্ত রোদে গাছের নীচে যে ছায়া তা কখনও পুরনো হয় না তোমার জন্য যে ভালোবাসা এনেছি অবিকল গাছের ছায়ার মতো বিনষ্ট মৃত দেহের অবিনশ্বর আত্মার মতো হৃদয় শক্ত করে বুঝে নিও বয়সের পরিধি নগন্য হলে বিশ্বাস দৃঢ় নয় বয়স চাকরের মতো হৃদয়কে সমৃদ্ধ করে আর হৃদয় সংশোধন করে আত্মা প্রাণ অন্তর তুমি জীবনের ভালো জ্ঞাণী বন্ধু প্রায় কিংবদন্তির মতো মনে হয় তুমি আত্মা প্রাণ এবং হৃদয়ের আবরণ ভালোবাসা শেখা জগৎ দেখা চশমার নতুন কাঁচ তোমার আবেগময় স্নেহ গুলোর কাছে আমি পঁচিশ ডিসেম্বর পবিত্র রাতে অবাক দৃষ্টিতে সান্তাক্লজ দেখা শিশু।