অণু; আমার মনস্তাত্বিক কাঠামো অস্তিত্ব তোমার আপন স্নেহে নিমজ্জিত আমার স্পষ্ট নষ্ট অস্পষ্ট মত তোমাতেই ভাসমান তুমিই আমার আত্মা ভেদ করা নিখুঁত লেজার রশ্মির বজ্র ঝড় তুমিই বানিয়েছো প্রেমিক যদিও তুমি ছুঁয়ে দ্যাখোনি পরমাত্মায় তোমার বজ্রধ্বনি এবং বাজ তোমার স্নেহের দমকা ঝাপটা এবং যত্মশীল চুম্বনের স্বাদ আমার শ্রেষ্ঠ আনন্দ উপভোগে আবেগের আর্তনাদ করে বদলাতে চায় আমার দেহ পৃথিবী চায় জন্মান্তরে সংস্কার হোক আমাদের প্রত্যাশিত আনন্দলোক; কেননা; তুমিই সেচ্ছাচারীতা পরিস্কার করা পরাক্রমশালী এক মহৎ মানবী তুমিই আমার একাকীত্বে দৃষ্টিসমুদ্রে ঝড়ো বৃষ্টির জলে অন্তরের অতলে ডুবে থাকা একটি নাম তুমিই বৈশাখের প্রথম ঝড় শরতের প্রথম শিশির ফাগুনের প্রথম ফুল প্রভাতের নতুন আলো আর জন্ম জন্মান্তরে আমার প্রথম অণু।।