অণু মনকে আমি মন্দির বলি; ভালোবাসায় তুমি মসজিদ গির্জা প্যাগোডা যাহাই বলো মনের জমিন অতি পবিত্র জেনেই বলো সে যদি হয় মানুষের হোক সে অচিন অচল মানুষ ভালোবাসা পবিত্র ভুমির পবিত্র ঘর। সে মন্দিরেই বাস আমার আজিবন যেখানে হিংসা নেই বিদ্রুপ নেই প্রতিযোগীতা নেই নেই লাভ লোকসান হিসেবের খাতাপত্তর। আমি তোমার খাতাপত্তরহীণ উচ্চারিত শব্দ ভালোবাসি শব্দটাকেই শুধু ভালোবাসি না অণু আমি ভালোবাসি, ভালোবাসি শব্দের ভিতরের বিশ্বাস ভালোবাসি শব্দের গভীরে থাকা সততা সাম্য ভালোবাসি শব্দের অলংকার মানবতা ভালোবাসি শব্দের দৈর্ঘ্য ধৈর্য্য ভালোবাসি শব্দের উচ্চতা শ্রদ্ধা ভালোবাসি শব্দের গভীরতা স্নেহ ভালোবাসি শব্দের প্রশস্ততা বন্ধুত্ব আমি ভালোবাসি, ভালোবাসি শব্দের ঘনত্ব একাত্বতা। তুমিও ঠিক আমার মতোই ভালোবাসো অণু আমাকে, পৃথিবী, আমাদের প্রজন্ম ও পরিবেশ ভালোবাসো আমাদের চেনা অচেনা স্বজন সুহৃদ। তোমার মাতৃত্বে সেরা মানুষের প্রজন্ম চাই অণু স্বর্গ থেকে ঈশ্বর নেমে আসুক আমাদের নব প্রজন্ম মাঝে। ভালোবাসা সেরা উপহার হোক আগামীর পৃথিবী হোক উপহারময় শান্ত সুশীল ভালোবাসায় খন্ডিত না হোক পরিবার গোষ্ঠী সমাজ রাষ্ট্র। পৃথিবী জুড়ে হোক একটি পরিবার সকল প্রানের সম বিন্যাসে সম অধিকারে প্রাণ প্রাণী তৃণ সবে হোক একাকার আমাদের সাম্য স্নেহ শ্রদ্ধা ভালোবাসার বন্ধনে।