পৃথিবীতে ছড়াই দৃষ্টি হোক রোদ বৃষ্টি তুমি নেই আনন্দ আয়োজন বিরহ কষ্টে আছো তুমি সেই অদেখা অণুভব অন্তরে দখল করেছো সব কাজ কর্ম সেবা ধর্ম কিংবা বাকিসব অণু সে-ই কি তুমি বলি অন্তর্যামী?
আনমনে হাত বাড়ায় ছোঁয়া তাড়া’য় তুমি নেই ঘুমুতে চাই বিছানায় যাই চোখ বুজলেই সেই ভাবি আনমনে দখল কেমনে করেছো সব ভাবনা নিদ্রা কিংবা সকল কলবর অণু সে-ই কি তুমি সয়ং অন্তর্যামী?
অবনতশিরে প্রার্থনায় যাই ঈশ্বর ভাবনা চাই ঈশ্বরে চোখ বুজি ঈশ্বরে ডাকি যেন বিশাল ফাঁকি আনমনে তোমাকে খুঁজি মনে মনে ভাবি কখন কেমনে দখল করেছো সব ঈশ্বর প্রার্থনা কিংবা প্রার্থনার স্তব অণু সে-ই কি তুমি যিনি অন্তর্যামী?
ফাগুনের ফুলে উঠছে দোলে সকল নবীণ প্রবীণ শাখা বসন্ত সুখে বিরহ দুঃখে তোমার ছবিই আাঁকা কষ্ট সুখে প্রার্থনা প্রেম সব তোমাতে বন্দি তুমিও ঈশ্বরে করেছো ভীষণ ফন্দি অণু সে-ই কি তুমি অন্তর্যামী?