বিশ্বাস ছাড়া পুরোটাই জীবনের দৌড় শুধু নতুন নতুন পথের শুরু বিশ্বাসহীণ জীবনে ভালোবাসা খুঁজতে যে হাতটিই আমরা ধরি অণু সে হাতটিই হাসি থেকে বেড়িয়ে যায় আর জীবন পায় অশ্রুপূর্ণ গর্ত সরে যায় জীবন অবিশ্বাসে উপায় নিরুপায় হলে ব্যর্থতায় পারস্পারিক সহায়তা আর ভালোবাসি শব্দটা শোকে শোকের শব্দ ব্যস্ত পদক্ষেপে হৃদয় সাইরেন বাজায় পর্দার রঙ ফাগুনে সাদাকালো হলে সুর্যের আলোও অন্ধকারে হারায় অবিশ্বাসী মেঘের আড়ালে চিন্তা চেতনা ঘোর অন্ধকারে ঠাঁই নেয় নিশ্চিত ভাবনাগুলো ধাক্কা দেয় আধাঁরে ছিঁড়ে ফেলে হৃদয়ের মাথা মস্তকহীন হৃদয় বিশৃঙ্খলা গিলে খায় জীবনের সমাধী রচনায় ।।