Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2020
অণু; আমাদের আত্মা এক অবিনশ্বর সত্তা
আত্মার অদৃশ্য জঠরের ভিতর
প্রাণ অন্তর হৃদয়ের অদৃশ্য বলয়
আত্মার ভালোবাসা অদৃশ্য বাঁধন শূণ্য
আত্মায় কোন প্রাচীর নেই; সীমানা নেই
এমনকি কোন দেয়াল নেই কোথাও
অন্যদিকে অত্যন্ত চঞ্চল মন; প্রায় অপ্রতিরোধ্য
উচ্ছৃঙ্খল মন ভালোবাসার নামে বর্ণিল কথা বলে
নিয়ন্ত্রিত শরীরে শান্তি চায়: প্রশ্রয় চায়
আত্মা চায় সংহতি বন্ধুত্ব সহায়তা জাগ্রত বিবেক
জানো অণু ? মানুষের জন্মের সময় আত্মা থাকে উদার
বিস্তৃত এবং অনণ্য শান্তিপূর্ণ অন্তর প্রাণ হৃদয়
কিন্তু মন; শরীর ও আত্মাকে শাসন করে
দখল করে নেয় দৃষ্টি বিবেক বৃদ্ধি; আর
পার্থিব হিসেবের সকল অনুসঙ্গ
শরীর হতে বিভক্ত করে প্রাণ অন্তর হৃদয়
অগ্নিশর্মা যুদ্ধ করে বুদ্ধিমত্তার সাথে
প্রাচুর্য্যের অবগাহনে ছুটে নির্দিধায়
প্রলম্বিত মন সবার আগে বেছে নেয়
সমৃদ্ধি সৌন্দর্য্য রোমাঞ্চকর পার্থিব সুখ
কৌশলী শরীর হতে আত্মা অপসারন করে
পদদলিত করে অন্তর প্রাণ হৃদয়
জানো অণু ! প্রতিটি মানুষ
একটি মহান আত্মার জন্য জন্মেছিলো
আমাদের মতো মানবতাময় ভালোবাসার ভিখিরি হয়ে
অথচ মনের অপরিমিত দারিদ্রতায় বুদ্ধিমান প্রাণীগুলো
প্রাচুর্য্য প্রলোভনে শক্তিশালী জীবনধারার আশায়
মানবতহীন অহংকারী বুদ্ধিমান মানুষ
চিনেনা প্রাণ অন্তর হৃদয়; চায় না কল্পনার মুক্তি
মনে দুর্ভেদ্য অন্ধকার জানেনা জম্মের হেতু।।
Samar Bhowmick
Written by
Samar Bhowmick  49/M/Bangladesh
(49/M/Bangladesh)   
44
 
Please log in to view and add comments on poems