অণু নিরবতার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই নরক যন্ত্রনায় থাকলেও তোমাতেই সুখ স্বর্গ বিদায় বেলায় তোমাকে সম্ভোধন করতে হাত ছুঁয়ে তোমাকে অস্পষ্ট স্বরে ডাকতে চাই জানিয়ে যেতে চাই তোমার মানবতাময় হৃদয়ের প্রেমময় চিন্তা এখনও আমাকে জাগ্রত রেখেছে স্নেহের প্রয়োজনে আজো অপেক্ষায় রেখেছে মূল্যবান ভালোবাসার গণনাহীন অপেক্ষা সমস্ত কিছু থেকে বিদায় নেওয়ার আগে আবারও ক্ষীণকন্ঠে বলতে চাই ভালোবাসি।
চাই মৃত্যু বিশেষ দিন হয়ে আসুক মনে রেখো চুড়ান্ত বিদায় পর্যন্ত মুক্ত হবেই ধর্মান্ধ স্বার্থান্ধ পৃথিবী আজ অবাস্তব ভাবনা বলে মনে হলেও অহিংস প্রেম একদিন যুদ্ধে জিতবে বিশেষ গৌরব দিবে সভ্যতা যদিও খুব দ্রুত আশা করিনি।
শুধু পূর্ববস্থায় ফিরে যেতে তোমার শব্দ চাই মনের ক্যানভাসে সবচেয়ে আন্তরিক শব্দ আমি বিভক্তি জানি না অণু জানি স্নেহ সম্মান আনুগত্য ভালোবাসায় বৃহত্তর ভালোবাসি শব্দের চেয়ে কোন বৃহৎ শব্দ নেই তোমার ঠোঁটে ঠোঁট না থাকুক তুমি যতই বধির চুপচাপ অথবা দূরে থাকো আমার নরক যাত্রায় স্বর্গের স্পর্শ দিও।।