অণু দ্যাখো একদিন ফিরে আসবেই আমাদের পূর্বনির্ধারিত প্রেম আমি প্রতীক্ষায় আছি জন্ম থেকে জন্মান্তর পর্য্ন্ত একদিন আমাদের সময় পরিপক্ক হলে আমার কান্না; আমার অপেক্ষাময় প্রেম তুমি নিশ্চিত নিশ্চিন্ত নয়নে দ্যাখো; অনন্ত ভালোবাসা দিন দিন বড় হচ্ছে আমাদের ভিতর আজন্ম অপেক্ষা শেষে মনোরম বৃষ্টিতে আমরাও ভিজবো একসাথে এমন ভাবনায় আমি; আর উদারতায় ছুটে যায় প্রাণ; ভাবি সকল অন্ধকার গহ্বর মিলিয়ে গেলে আমাদের দেখা হবে কৈলাসে; জীবনে সুখের কারণ অবিকল তোমার পারফিউমের মতো হবে পৃথিবীর গন্ধযুক্ত বায়ু অবিচ্ছিন্ন ঠোঁটের ভাষায় বাস্পায়ীত হবে আশার ভিজা জল তোমার চোখে তারার মেলায় ফিরে আসবেই আমাদের পূর্বনির্ধারিত প্রেম মুছে ফেলো আশার ভিজা জল অণু তোমাকে সহস্র আদর।