আমি কোন সভ্যতার জানি না অণু যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত তবু আমি মানবিক সভ্যতা চাই যে সভ্যতা সন্তানকে বিভক্ত করে নারী আার পুরুষে; এতটা দৃষ্টতা অসহ্য আমার। সে সভ্যতা মায়ে’র স্নেহকে বিভক্ত করে নারী আর পুরুষে; এতটা নির্লিপ্ততা অসহ্য আমার। যে সভ্যতা পৃথিবীর জমিনকে বিভক্ত করে নারী আর পুরুষে; এতটা বুদ্ধিদীপ্ত সন্ত্রাস অসহ্য আমার। যে সভ্যতা কর্মকে বিভক্ত করে নারী আর পুরুষে; এতটা স্বার্থপরতা অসহ্য আমার। যে সভ্যতায় অধিকার বিভক্ত হয় নারী আর পুরুষে; এতটা বেহায়াপনা অসহ্য আমার। যে সভ্যতায় ভালোবাসা দালিলিক যে সভ্যতায় দলিল অধিকার দেয় সঙ্গমের যে সভ্যতায় সমঅধিকার নেই নারী আর পুরুষে সেই যন্ত্রনাময় সভ্যতা অসহ্য আমার। আমি কোন সভ্যতার জানি না অণু যদিও আমি সর্বশেষ সভ্যতার বংশোদ্ভূত তবু যে সভ্যতায় নারী প্রহরীর পাহারায় পুরুষ মানেই বন্য; সেই জঘন্যতম যন্ত্রণা অসহ্য আমার আমি সেই সভ্যতা চাই না।।