কবি; তুমি ছন্দের প্রতিযোগীতায় যাও এক বার পুরস্কার নিয়ে আমাকে হাসিমুখ দেখাও তোমার হাস্যেজ্জল ঠোঁটে আমি আলপনা আঁকতে চাই।
অণু; আমি কবি আমার ছন্দের কোন প্রতিযোগীতা নেই আমি প্রতিযোগীতায় যাবো; যেদিন পৃথিবীর অণু’রা মুক্ত স্বাধীণ।
কবি; তোমার কথা আমি বুঝতে পারিনা কোথায় আমার স্বাধীণতা নেই ? আমি তো স্বাধীণ স্বাধীণ দেশের স্বাধীণ নাগরিক অথচ; তুমি বলছো আমি স্বাধীণ নই।
অণু; স্বাধীণ দেশের নাগরীক হলেই স্বাধীণ হওয়া যায় না আমি চাই তোমার পূর্ণ মানুষের অধিকার নারী নয় মানুষ শব্দটি চাই দালিলিক বন্ধনে নারীকে বন্দি নয়; তোমার ইচ্ছের অধিকার কথা বলার অধিকার জানার পূর্ণ অধিকার চাই।
কবি; এই অধিকার গুলো আমার আছে তুমি আমাকে এতো ভালোবাসো এত ভালোবাসা কোথায় আছে বলো? তুমি আমাকে বলতে দাও প্রশ্ন করতে দাও আমার ইচ্ছের মুল্য দাও তারপরও আমার অধিকার কিসে? কবি একটু সহজ করে বলো
অণু; আজ শত সহস্র অণু’রা গৃহবন্দি শিক্ষা থেকে বঞ্চিত অধিকার বঞ্চিত এমনকি কর্ম বঞ্চিত অজস্র মানুষ আজও শুধুই নারী সাম্য নেই মানবতা নেই শুধু স্বর্গের অপেক্ষায় অতিক্রান্ত দিন রাত্রি।
কবি; অন্যের কথা ছাড়ো সুন্দর ছন্দের প্রতিযোগীতায় যাও বিশ্ব তোমাকে চিনুক; জানোক অভিনন্দন বার্তা আসুক আমি সুখি হবো খুশি হবো হাসবো আনন্দে মাতবো তোমার সাথে।
অণু; আমার প্রজন্মের জন্য শান্ত পৃথিবী চাই প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত না হলে; আমি ছন্দ কোথায় পাবো দেবী? ধর্মান্ধতা গ্রাস করেছে সমাজের চারিধার আগামীরা ঝুকে পড়ছে অন্ধকারের অতল গহ্বরে তাদের আলোকিত পথ না দেখানো পর্য্ন্ত; আমার তো কোন প্রতিযোগীতা নেই!
কবি; তুমি ছন্দের জাদুকর হও এত কিছু ভাবনা তোমার জন্য নয় তুমি রাজনীতিবিদ নও রাজনীতি তুমি বুঝো না তোমার কর্মও নয় তোমার বুঝবার দরকারও নেই তুমি শুধু সুন্দর ছন্দ লিখবে মানুষ পড়ে আনন্দ পাবে এইতো যথেষ্ট এর বাহিরে কেন ভাবছো কবি ?
কেন ভাবছি? অণু; আমি কবি পার্থিবতার হিসেব আমার জানা নেই; প্রয়োজন নেই আমার প্রয়োজন একটি মানবিক সমাজ যেখানে আমাদের প্রজন্মের সমান অধিকার অনন্ত ভালোবাসময় আধুনিক সমাজ যেখানে প্রবাহমান সাম্য ন্যায়; মানবতায় সবার অন্তরের অন্তস্থলে নিজস্ব ধর্ম ধর্মান্ধতা মুক্ত কুসংস্কারহীন উন্নত জতিস্বত্বা মুক্ত স্বাধীণ নির্মল নিরাপদ ভূখন্ড; আর বাক স্বাধীনতার পূর্ণ অধিকারে বিভেদহীন পৃথিবী আমি উপহার দিতে চাই।
কবি; তবু আমি চাই তোমার একটা পুরস্কার আসুক তুমি একবার শব্দ প্রতিযোগীতায় যাও আমাকে অন্তত একটা পুরস্কার এনে দাও তোমার ছন্দের পুরস্কারে আমার হৃদয় নতুন করে একবার তরঙ্গায়িত করো।
অণু; আমাদের শিশুরা বাগানের ফুলের মতো প্রস্ফুটিত হবে দ্বিধাহীন বাধাহীন আর দিঘীর কলমিলতার মতো স্বাধীন বেড়ে উঠবে ভবিষ্যতের জন্য উপহার দিবে স্বর্গসম পৃথিবী এর চেয়ে বড় প্রতিযোগীতা নেই এর চেয়ে বড় পুরস্কার আমার জানা নেই দেবী।
কবি; তোমাকে প্রণাম এসো আমাকে আর একবার তোমার বুকে জড়িয়ে ধরো আমি তোমার হৃদয়ে হৃদয় মিলিয়ে তোমার স্বরে বলতে চাই কবি; তোমার কোন প্রতিযোগীতা নেই।
একত্রেঃ আমাদের প্রজন্মকে স্বর্গসম পৃথিবী উপহার দিতে চাই সবার অধিকার সমুন্নত রেখে শ্রদ্ধা স্নেহ ভালোবাসায় মানুষ হওয়ার পরিবেশ দিতে চাই নতুন প্রজন্মের জন্য আমাদের উপহার হোক মানবিক পৃথিবী।