জানিস অণু রক্ত ধর্ম স্নেহের বন্ধনটুকুও ভাসমান কচুরিপানা মানবতার অনন্ত দৈনদশায় দুর্বল দিন দিন অর্থহীন অর্থে ব্যাপক স্নেহের সম্ভার; যেন উন্মূখ হয়ে থাকা আমার লাশ টানা বেয়ারা।
জানিস অণু নিতান্তই একান্ত আপন নিজস্ব সম্পর্ক গুলো বারবার প্রণাম করে বিনিময়ের বিকলাঙ্গ পায়ে কচুরিপানার মতো ভাসমান স্নেহের মানবতাটুকু অবিকল সামাজিক মর্যাদার কোন এক সূচক।
জানিস অণু তাচ্ছিল্যের পাহাড়ে আমি বনফুল কুড়াই ঢেউ ভেঙ্গে লবনজলে ফেনা তুলি অলিন্দে একাকীত্ব ঘোরপাক খায়; তবু আনন্দ জগতে মানবতাহীন স্বার্থের ঘোর অন্ধকারে আমরা এখনও ভালোবাসি শূণ্য আশায় বেঁচে আছি নিঃস্বার্থ প্রেমিক যুগল আমিও আমার শব্দে গ্রাস করা সভ্যতায়।।