শুনেছিলাম তুমি কবিতা ভালোবাসো,
তাই তোমার জন্যে একটা কবিতা থাক
আমি দু এক কলম লিখি,
পাঁচিলে কাক, পাখির ডাক, রোমান্টিসিজম থাক
বরং তোমাকে ওদের গল্প বলি,
যারা অনেক দূরএর পাহাড়ে থাকে,
ওদের ঘর নেই, আমারি মতন,
আমি যন্ত্রনা আর কালো মেঘ এর দরজা বন্ধ করেছি,
আমি বন্ধ করেছি পুরোনো ফ্রেম এর ছবির বই,
আমি বন্ধ করেছি স্বপ্ন দেখা,
তুমি এসেছিলে, থেমে বলেছিলে,
সিগারেট পুড়ে ছাই হয়,
তবু আমি নাকি ধোয়ার মতন.
আগুন পাহাড়ে নিভে যায়,
গোটা আকাশ এর কালো মেঘ এ বজ্র বিদ্যুৎ খেলে,
সাপ এর ফনা তুলে তারারা ঝিকমিক করে এগোয়,
পিছোয়.
আমি ভাবি, আরো ভাবি
তুমি এসেছিলে , থেমে বলেছিলে,
এতো ভেবে হবে কি ?
আমি ঘুম থেকে উঠেছিলাম সবে,
আমি পাঁচিলে বসে পাহাড় বানাই,
আমি কাক এর ডাকে উত্তর দি,
ওরা সব পাহাড়ে থাকে, অনেক দূর
আমি শব্দ শিশির বোতলে বানাই সুর.
আমি ভালো আছি, তুমি আছো কেমন?
বলেছিলে ভালো..
অনেকদিন পাহাড়ে যায়নি,
আজ যাবো,
শুনেছিলাম তুমি কবিতা ভালোবাসো,
আমায় কবিতা দাও, আমি কবি হবো.