এই সন্ধ্যায় ভিজেছে সবুজ পাতা মনে পরেছে তোমায়, মনে পরেছে বৃষ্টি ভেজার কথা তুমি মনে করেছো কি আমায়?
তোমার অঙ্গে মেঘের পরশ জাগায় যখন বিপুল হরষ তখন আমার পাগল আঁখি অন্য কিছু চায় না সখি এত ভালো লাগে তোমার ভেজা কালো কেশ!
তোমার বৃষ্টি ভেজা নৃত্য দেখে কাগজ কলম দিয়েছি রেখে; শুধু স্বপ্ন আঁকেছি মনে, আমায় দেখে লাজ করো না অমন করে মুখ ঢেকো না আমি এক দূরের পাখি তোমার ভেজা বনে!
আমি না হয় অচেনা মানুষ আমার দূরের কোনো দেশ মুগ্ধ না হয় করলো আমায় তোমার ভেজা কেশ! সন্ধ্যা যখন আঁধার হলো বৃষ্টিও তখন থেমে গেলো; আবার মনে পরলো আমার মনের মানুষ!
[ইকবাল পুর, কলকাতা, ০৪/০৮/১৮]
[সন্ধ্যার আগ ক্ষণে যখন বাইরে বের হলুম ঘন কালো মেঘ দেখে ফের বাসায় ফিরলুম বৃষ্টি এলো ঝুম ঝুম, বৃষ্টি এলো ঝুম ঝুম না, সব কিছু রেখে জনালার পাশে বসলুম...]