তুমি কী তবে দূরে দূরে রবে আসবে না আর কাছে? তুমি স্বপ্ন কেড়ে নেবে আমার হৃদয় ভেঙে দেবে! প্রিয়, আমার স্মৃতি তোমার মনে কী আছে?
যতই ভোর হয় ততোই জাগে ভয় এ আলো যেন মিছে, চাই না রবির উদয় এই আঙিনায় যেন মোর নিপুণ শশী হারিয়ে গেছে!
ফুল ফোটে তোমার বনে কাঁটার আঘাত আমার মনে; ও ফুলের পরশ পেয়ে সুবাশ নিয়ে অন্য কেউ রাঙে, আমার আঁখি ক্লান্ত সখি নীরব হৃদয় ভাঙে! ওগো সখা, পাবো তোমার দেখা আমি এই আশাতেই রবো বেঁচে!