Submit your work, meet writers and drop the ads. Become a member
Jun 2018
মেঘ ডেকেছে আকাশ
বইছে মৃদু বাতাস;
ভেজালো ঐ বনাঁচল
আষাঢ়ের এ বাদল।

দূরের মেঘের কনে
প্রণয় বিলায় বনে;
ভেজালো পাখির দল
আষাঢ়ের এ বাদল।

মেঘে দেখে কান্না-হাসি
আত্মহারা ওই চাষি;
হারালো রোদের বল
আষাঢ়ের এ বাদল।

শুনে ঐ মেঘের ডাক
মেতেছে মাছের ঝাঁক;
ভরালো পুকুর জল
আষাঢ়ের এ বাদল।

বৃষ্টি পেয়ে গুঁজি বক
ছোঁ পুঁটি মাছের চক;
বিল ভরে ছল ছল
আষাঢ়ের এ বাদল।
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
128
 
Please log in to view and add comments on poems