Submit your work, meet writers and drop the ads. Become a member
May 2018
তোমার কত সুখ হাসি ভরা মুখ
নদী বয়ে যায় আমার চোখের জল
আমি অসহায়, কতটা দুর্বল!
স্বজন হারা বেদনায় কেঁদে ওঠে বুক!

নিষ্ঠুর এ ধরা; আমি স্বজন হারা
পাথর হয়ে যায় আমার এ হৃদয়
আমি কতটা অসহায়,
সুখে নেই তবুও করি সুখের অভিনয়
আমি নিঝুম আঁধার; তোমার আলো ভরা চোখ!

তোমার মিষ্টি হাসি; আমার করুণ বাঁশি
কভু মনে হয় স্বপ্ন জাগায় ভয়
আমি এত অসহায় নিষ্ঠুর এই দুনিয়ায়
তোমার কত যে পুলক; আমার ধরে না শোক!

তোমার চোখে ভোর; আমি আঁধারে কাতর
তোমার বনে কত পাখি গায়, কত ফুল গন্ধ ছড়ায়
আমি চির অসহায়, কাতর সুখ-পিপাসায়!
তোমার কাছে থাক চির সুখের আলোক
আমার কাছে আছেন ওই মহাপরিচালক।

[২৯/০৫/১৮]
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
124
 
Please log in to view and add comments on poems