Submit your work, meet writers and drop the ads. Become a member
May 2018
রমজানেরই চাঁদ উঠেছে ও নীল আকাশে
রহমতেরই গন্ধ বিলায় বিপুল বাতাসে!

যত ছিলো বদ গুনাহগার
আজকে সবে পাবে যে পার
আজি সবে ভাসছে তবে পরম উল্লাসে!

দয়ার বারি বর্ষে আজি মহামহিয়ান;
তাঁদের জন্যে এ দান
যাঁরা মুমিন-মুসলমান
ক্ষমার দুয়ার খোলা ওসে সবার তালাশে।

যত ছিলো নিরাশ ওরে
বন্ধি হলো শিকল পড়ে
আজ স্বর্গসুধা বিলিয়ে দিলো মহি-নিবাসে।

পাপকে তুমি পূণ্য দিয়ে
মুছে ফেলো ধর্য নিয়ে
রমজানেরই সুধা তুমি নিয়ে নাও হেসে।

[০৬/০৭/০৯]
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
88
 
Please log in to view and add comments on poems