“কবিহীন দেশ জনহীন মরুভূমি” মনের ভাষায় কবি আঁকে স্বপ্ন ছবি কবিহীন ভোরও যেন আলোহীন তমি!
স্বপ্ন বিনে উদে না কর্ম, উদে না উচল দ্বার কবি-মনে স্বপ্ন মর্ম, কবি- গণ গুপ্তচর। আপনে সে রৌদ্রস্নান যেথায় ঘোর তমি।
যারা আত্ম মনে উদয় কবি তারা বারি টুটে নভে- সোনার রবি; তবে সেই রবির আলো খুঁজে নেবো আমি!
তুমি বলো না বলা কত ভাষা তোমার মনে এত ভালোবাসা তুমি কভু উষ্ণ কভু শীতল কখনো অবুঝ কখনো সরল তুমি ফুলের গন্ধে পাখির সুর ছন্দে ছায়া ঘেরা ক্লান্তি হরা সবুজ বনভূমি!
কবি ছাড়া কে করবে প্রশ্ন কেই বা দেবে জবাব কেই বা হবে প্রকৃতি মগ্ন কে ফুরাবে তোমার অভাব? সত্যলোকে সন্ধা হলো, আসুক ভোরের আলো হোক না যত ধ্বংস প্রলয়; এসো আবার তুমি!