Submit your work, meet writers and drop the ads. Become a member
May 2018
ওগো মোর পল্লি, তুমি নিত্য মায়াময়ী
ভালোবাসার পরশ মাখা ওই কোলে
শতশ স্মরি তোমায় আমি চিরদায়ী।
এত যে ব্যাকুল আমি, কবে দেখা মেলে!
আমি তোর কাছে ঋণী; স্বপন অপায়ী।
এ তৃষ্ণা মেটাতে চাই তোর মধু-জলে
তুমি কোমল নিষ্পাপ, মা তুমি বিজয়ী।
আবার মিশতে চাই তোমার অনিলে!

ফিরবো কবে তোমার নবান্ন প্রভাতে
আর নেবে কী আমায় বরে- সাথি রূপে?
তোমার ঐ মাঠে দিও ‘পেরেট’ খেলতে!
তুমি কেন এত ডাকো মোরে চুপে চুপে?
মায়াহীন কাটে ক্ষণ; ঐ শৈশব স্মৃতি-
পাবো না কোথাও; মনে রেখো মোর কৃতি!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
115
 
Please log in to view and add comments on poems