Submit your work, meet writers and drop the ads. Become a member
May 2018
ভালোবাসা কারে বলে বুঝিনি তো আমি
ভালাবাসার নামে শুধুই ব্যাথা দিলে তুমি
ভালোবাসার মানে তাই আমি বিপথগামী;
আর হবো না আমি কভু ভালোবাসাকামী।

ভালোবাসার আগুন ধরে হৃদয় হলো আঙ্গার
ভালোবাসা ছিলো না তোমার; ছিলো অহংকার
তাই তো আমার বুকে আগুন জ্বলে হা-হাকার;
কতখানি পুড়ছি প্রেমে জানেন অন্তরজামী!

খুঁজে পাই না ভালোবাসা; কোথায় গেল চলে
কাঁদি আমি মনের ব্যথায় দুই নয়নের জলে
কেউ আমার নেই আপন এমন ব্যাথার কালে;
না আর হবো না আমি কভু প্রেমের অনুগামী।

ভালোবাসার অগ্নি-শিখায় জ্বলছি দিরা-রাতি
বলো, তোমায় ভালোবেসে করেছি কী ক্ষতি?
এত আঘাত দিলে আমার ভালোবাসার প্রতি;
তোমার প্রেমের চেয়ে বিরহ ব্যাথাই বড় দামি!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
223
 
Please log in to view and add comments on poems