Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2018
এসেছে বসন্ত, ডাকে সুরের কোকিল
বাতাসে ভাসে বসন্ত-ফুলের সুবাস
পাতায় পাতায় নব জীবনের মিল,
আজ নন্দিত অবনি, দখিনা বাতাস!

সবুজে ভরে দিতেই এলো মধু মাস।
প্রকৃতি হর্ষিত আর ভুবন জামিল,
দোলে কুঞ্জ-তরু পেয়ে দখিনা অনিল।
সব ক্লান্ত দেহে জাগে বসন্ত উল্লাস!

সঞ্চয় করেছে শক্তি সকল শিথিল
বেলি পুষ্প প্রেমে সব নিশিথ উদাস।
সবুজ নিপুণ রূপে মাতে তনু-দিল,
বসন্ত রেখে কে হতে চায় পরবাস!

প্রকৃতি- গানে, সমীর সুবাসে- তরুণ
নবীন, সঞ্চয় করো মধুকাল গুণ!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
115
 
Please log in to view and add comments on poems