Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2018
স্বাধীনতা তুমি, বাংলার অহংকার
স্বাধীনতা তুমি, বাঙালির অধিকার
স্বাধীনতা তুমি, আলো- জীবন-দিশার
স্বাধীনতা তুমি, রক্তে গড়া এই বাংলার!

স্বাধীনতা তুমি, দুঃখিনী মায়ের হাসি
স্বাধীনতা, তুমি আছো বাঙালির প্রাণে মিশি
স্বাধীনতা তুমি, আঁধার রাতের শশী
স্বাধীনতা তুমি, সফলতা রাশি-রাশি।

স্বাধীনতা তুমি, রক্ত হ্রদের প্রতিদান
স্বাধীনতা তুমি, কোটি বাঙালির সম্মান
স্বাধীনতা তুমি, বাংলা-কান্নার অবসান
স্বাধীনতা তুমি, বাংলার নব প্রাণ!

স্বাধীনতা তুমি, লাখ শহিদের স্বপ্ন-ফুল
স্বাধীনতা তুমি, অসীম সাগরে প্রাপ্ত কূল
স্বাধীনতা তুমি, পল্লি বালার খোলা চুল
স্বাধীনতা তুমি, ওই আকাশ সমতুল!

স্বাধীনতা তুমি থাক- বাস্তব কর্মে
স্বাধীনতা তুমি থাক- বাঙালির মর্মে
স্বাধীনতা তুমি থাক- শেত্ব-কৃষ্ণ চর্মে
স্বাধীনতা তুমি থাক- সবার ধর্মে!

স্বাধীনতা তুমি, আমার অগ্রদ্বার
স্বাধীনতা তুমি, আমার বিভাশার
স্বাধীনতা তুমি, আমার উঁচু ঘার
স্বাধীনতা, স্বাধীনতা, তোমার প্রতি- করবো না অবিচার!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
74
 
Please log in to view and add comments on poems