Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2018
সবার জন্য এ ঈদ
নিয়ে আসুক সু-হৃদ
বহুক সাম্যের হ্রদ
হোক না সব জাদিদ!

কী হবে মোদের ঈদে
আছি ব্যথা ভরা হৃদে,
ঈদে বুকে বাণ ভিদে
মজি এ কোন বিস্বাদে!

আজ নেই কোন বিভেদ
ভুলেছি সব বিবাদ
দীনের সাথে প্রমোদ-
বিলায়ে, কাটুক ঈদ!

এই ঈদ থাক শীর্ষে
সব হৃদে যেন বর্ষে-
ঈদ। দুলুক না হর্ষে-
মন,- ঈদ উত্‍কর্ষে!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
92
 
Please log in to view and add comments on poems