Submit your work, meet writers and drop the ads. Become a member
Apr 2018
আমি বাংলায় কাঁদি হাসি
বাংলায় গান গাই
যখন বেদনায় ভাসি
বাংলায় সুধা পাই!

বাংলাই আমার মাতৃভাষা
বাংলা ভাষাই প্রাণ
বাংলায় দেখি সহজ দিশা
বেদনা- পরিত্রাণ!

বাংলা আমার চোখের আলো
বাংলা মুখের ফুল
বাংলা ভাষাই শ্রেষ্ঠত্ব পেলো;
নেই বাংলার তুল!

ভাষার বলে বলতে পারি-
'আমিও তো বাঙালি'
ভাষা-প্রেমে লয় করে- অরি
স্বাধীন পথ চলি।

বাংলা, তুমি গর্বিত আজ-
যাঁদের রক্ত-জলে
তাঁরাই বাঙালির তাজ;
তাঁরা উদয় কালে।

হে বাংলা ভাষা,
তুমি শহিদের রক্তে-
শুদ্ধিলে- 'একুশ' অক্তে!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
62
 
Please log in to view and add comments on poems