তোমায় নিয়ে আমরা সংগ্রামী, বিদ্রহী তোমার তরে সে দিন দিয়েছেন প্রাণ- স্বার্থ ত্যাগী অন্তেবাসী বাংলা ভাষা দেহী। ভাষাই এঁকেছে এই বাংলার নিশান! হে ভাষাশহিদ, তুমি গর্বিত সন্তান তারুণ্যময়ী তরুণ তুমি তো প্রবাহী, বাংলা ভাষা ধন্য তবু তোমার বিরহী! বিদ্রহী একুশে পেল এ বিশ্ব সম্মান।
ভুলবো না তোমায়, ভুলবে না মহী তুমি সাক্ষ্য মাতৃটানে, লেখা অভিধান। শ্রদ্ধাসিক্ত এই জাতি; আমি গুণ গ্রাহী ঝঞ্ঝা ওঠে মন-কায়- একুশে তুফান। একুশের অবদান- অরি অবসান, স্বাধীন বাংলা ভাষার পবনে সুগ্রাণ!