কাছে থাকতে বুঝিনি আমি ভালোবাসা কারে কয় দূরে চলে যাবার পরেই জেগেছে যত ভয় আবুঝ যত মনের ভাষা আমাকে ব্যাথা দেয় সে ছিলো ভালোবাসা, ছিলো না কোনো অভিনয়!
সুখের সে দিনগুলো যেন ছিলো আভেগ ভরা এত কাছে থেকেও প্রেম দেয়নি কখনো ধরা কত বোকা ছিলাম আমি, বুঝিনি চোখের ইশারা অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!
বুঝিনি সে পুতুলের সংসার, বুঝিনি সাঁঝের ভাষা বুঝিনি সে আলতো আবেগ, বুঝিনি ভালোবাসা বুঝিনি সে দিন কত সুখ ছিলো গায়ে চেঁপে বসা, অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!
সবার চোখ আড়াল করে ছুঁয়ে দেয়া সেই ক্ষণ পাখিদের ঘর দেখতে যাওয়া দখিনা সবুজ বন কতই না মিষ্টি ছিলো সেই আবেগি অবুঝ মন, অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!