Submit your work, meet writers and drop the ads. Become a member
Jan 2018
গগন তলে বসে দেখি শশী শমনী
গভীর আঁধার মুছে শমী এ ধরনী
কাঁদোয়া শাদ বুকে লয়ে দিচ্ছে সে চুমি
সে রূপ কটির, নদ; হাসে খোলা ভূমি।

গভীর ধ্যানে ভাবি এই সুচি সতাক্ষী
দেখতেই ভরে এ মন, জুড়ায় অক্ষি
নয়ন থেকেও যে দেখেনি এ মলতী
কবুও বুঝবে না সে কত ময়াবতী।

নিশার সাথে চন্দ্রিকার এই মিত্রতা
গড়েছেন যিনি সে মহান রচয়িতা
এ রূপ দেখে মোর মনে জাগে লালসা
কে এই পরিচালক, কে দিয়েছে দিশা?

প্রভুর মহা প্রেম এ নিপুণ পূর্ণিমা
ক্ষমা চেয়ে নাও দেখে তাঁর ঐ মহিমা!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
118
 
Please log in to view and add comments on poems