Submit your work, meet writers and drop the ads. Become a member
Jan 2018
প্রিয়া, তোমার ভীরু ভীরু চোখ
কাপা কাপা ঠোট
আর মায়া মাখা হাসি
তোমার লাজুক পথ চলা
অবাক চেযে থাকা
আমি নীরব ভালোবাসি।

তোমার চোখে পড়লে চোখ, আমি-
হঠাৎ আতকে উঠি
হারিয়ে ফেলি ভাষা
আমার আকাশে 'নীলিমা' তুমি
প্রথম প্রেমের চিঠি
আর অবিরাম ভালোবাসা।

তোমার সুর আমায় করে কোমল
সুখের পরশ পায় এ মন,
তোমায় ছুঁয়ে আসা পবন
আমার ব্যাকুল হৃদয়ে দেয় দোল
তুমি মুক্ত ভোরের ফুল
আমি তোমায় ভালোবাসি, করো না বারণ!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
304
 
Please log in to view and add comments on poems