কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই, মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয় তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়! চাইনা মোর কষ্ট সখারে জানাই, দহণ কষ্টে আমি নিজেরে মানাই!
বন্ধু, তুমি মোর কষ্টে নাই বা থাকো তোমার সুখে মোরে যদিও না ডাকো তবু তুমি মোর প্রিয়, চির আপন তোমায় জুড়ে থাক সুখের স্বপন, তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো কেনো শুধু মোর কষ্টের ছবি আঁকো!
কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন কষ্টেই দূরে চলে যায় প্রিয় জন, আমি কষ্টের কাছে মানবো না হার প্রিয়, তোর সুখে সইবো শত ভার, তোমার হাসিতে হোক মোর কিরণ তোমার দুঃখেই হোক মোর দহণ!
কষ্টে আছি বলেই সুখ পরে মনে কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!