Submit your work, meet writers and drop the ads. Become a member
Dec 2017
সবি হবে লয়
শুধু তুমি নয়
তুমি ঈশ্বর!

তুমি বিশ্ব-প্রভু
ক্লান্ত  নও কভু
নও নশ্বর!

প্রভু তুমি চালো
নভ মাটি আলো
সৃষ্ট প্রসর।

এক দিন হবে
মাথা পেতে নেবে
জিন, বাশার।

নেবে না কো তুমি
কোন- রূপ, ভূমি
কারো আসর।

সে যে শেষ দিন
স্হির তুমি হীন
ব্যস্ত হাশর।
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
191
 
Please log in to view and add comments on poems