আমি আসলাম,তবে সে অনেক পরে! আমি জেনেছি তোমায়, যবে নাকি ঘোরে! জানি না কোন সে শোকে করিলে আড়াল সব ব্যাথা বুকে নিয়ে বরিলে ওকাল... আমি দেখলাম কত অরুণ হরণ দেখলাম কত গিরি কনটক পথ দেখিনি কভু নীরবে থেমে যেতে রথ; স্তব্ধ করলো তোমার মরণ বরণ!
জেনেশুনে কেন তুমি বলো নাই সবে? তোমার শুন্যতা পূর্ণ হবে কোন দ্বারে! প্রকৃতি কাঁদে, স্বজন কাতর এ রবে খুঁজিয়া ফিরি তোমায় প্রিয়,- ধারে ধারে! করুণ স্বরে নিবেদ করি বিধাতারে তোমায় দিক সুখের স্বর্গ- পরপারে!