Submit your work, meet writers and drop the ads. Become a member
Nov 2017
তরুণ, ভীরু নও; নির্ভিক
তরুণ, ভীতু নও; সৈনিক
তুমি নিদ্রিত নও; জাগ্রত
তুমি বিক্ষত নও; অক্ষত

তরুণ, মৃত্যু নও; জীবন
তুমি বিরহ নও; মিলন
তুমি আপদ নও: সম্পদ
তুমি শিক্ষার্থী নও; ওস্তাদ

তরুণ, নিন্দা নও; প্রশংসা
তুমি বিবাদ নও; মীমাংসা
তুমি কর্কশ নও; কোমল
তুমি বিফল নও; সফল

তরুণ, অস্ত নও: উদয়
তুমি নির্দয় নও; সদয়
তুমি বিরত নও; নিরত
তুমি অশান্ত নও; শান্ত

তরুণ, ঠকা নও; জেতা
তুমি গ্রহিতা নও; দাতা
তুমি অধর্ম নও; ধর্ম
তুমি অকর্ম নও; কর্ম

তরুণ, কান্না নও; হাসি
রণভূমে ক্লান্ত নও; অসি
তুমি জমিদার নও: চাষী
তুমি আঘাত নও: বাঁশি

তরুণ, আঁধার নও; আলো
তুমি মন্দ নও; ভালো
তরুণ, বেদনা নও: আনন্দ
তুমি অপ্রিয় নও; সুর-ছন্দ

তরুণ, বেতাল নও; তাল
তুমি বেহাল নও; হাল
তুমি নিরাশা নও; আশা
তুমি ঘৃণা নও; ভালোবাসা...

তরুণ, তুমি প্রিয় জনের সপন
আর এই বিশ্বে সবার আপন
তরুণ, রাতের কোলে ভোর
আর তুমি সবচেয়ে প্রিয় মোর!
Imran Islam
Written by
Imran Islam  31/M/Bangladesh
(31/M/Bangladesh)   
177
 
Please log in to view and add comments on poems