HePo
Classics
Words
Blog
F.A.Q.
About
Contact
Guidelines
© 2024 HePo
by
Eliot
Submit your work, meet writers and drop the ads.
Become a member
Imran Islam
Poems
Nov 2017
স্বর্গপল্লি
আমি যাবো সেই গাঁয়-
যেখানে মানুষ কাঁদে
মানুষের বেদনায়
মলিনের সুখ স্বাদে
সকলের হাসি পায়।
আমি যাবো সেই গাঁয় -
যেখানে পাখিয় গানে
ভরণীয় ভোর হয়
নবীনের একতানে
যে অরুণের উদয়।
আমি যাবো সেই গাঁয় -
যেখানে দীঘির ঘাট-
ঘেরা- কোমল পদ্মায়
ক্ষেত ছোঁয়া যত বাট
কৃষকের কথা কয়।
আমি যাবো সেই গাঁয় -
যেখানে রাত্রি-আঁধার
কাটে- মধু জোছনায়
যে নদে নায়ের দাঁড়
গানে-গানে বেয়ে যায়।
আমি যাবো সেই গাঁয়-
যেখানে শিশির পড়ে
নিশির দূর্বা ডগায়
যে ঘ্রাণে আকুল করে-
মন- কানায় কানায়।
আমি যাবো সেই গাঁয়-
যেখানে বোশেখ বাতে
কিশোরী আম কুড়ায়
ঝড় থামা যে প্রভাতে
প্রকৃতি চঞ্চল হয়।
আমি যাবো সেই গাঁয়-
যেখানে শ্রাবণ-বারি
খাল-বিল ভরে দেয়
গাড়ি ছেড়ে চরে তরি
কিশোর ভাসে ভেলায়।
আমি যাবো সেই গাঁয়-
যেখানে স্বর্গের সুখ
প্রকৃতিকে ছুঁয়ে যায়
সতত বসন্ত মুখ-
থাকে যেই হাওয়ায়।
Written by
Imran Islam
31/M/Bangladesh
(31/M/Bangladesh)
Follow
😀
😂
😍
😊
😌
🤯
🤓
💪
🤔
😕
😨
🤤
🙁
😢
😭
🤬
0
82
Please
log in
to view and add comments on poems