Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam Apr 2018
তোমায় নিয়ে আমরা সংগ্রামী, বিদ্রহী
তোমার তরে সে দিন দিয়েছেন প্রাণ-
স্বার্থ ত্যাগী অন্তেবাসী বাংলা ভাষা দেহী।
ভাষাই এঁকেছে এই বাংলার নিশান!
হে ভাষাশহিদ, তুমি গর্বিত সন্তান
তারুণ্যময়ী তরুণ তুমি তো প্রবাহী,
বাংলা ভাষা ধন্য তবু তোমার বিরহী!
বিদ্রহী একুশে পেল এ বিশ্ব সম্মান।

ভুলবো না তোমায়, ভুলবে না মহী
তুমি সাক্ষ্য মাতৃটানে, লেখা অভিধান।
শ্রদ্ধাসিক্ত এই জাতি; আমি গুণ গ্রাহী
ঝঞ্ঝা ওঠে মন-কায়- একুশে তুফান।
একুশের অবদান- অরি অবসান,
স্বাধীন বাংলা ভাষার পবনে সুগ্রাণ!

[২৪/০১/০৯]
99 · Jan 2018
জীবন ও ঝড়
Imran Islam Jan 2018
জীবনের পথে ঝড়
আসবেই বারে বার
তবু পাড়ি দিতে হবে সে পথ
পদাঘাতে লয় করে হিম-বাঁধ!

এ জীবন মগ্ন অনু আশে
বাঁধ বাঁধে শুধু নিরাশে।
কোথা মেলে সুখ সে কি আর জানি,
শুধু মুছে যাক সব শোক ভরা গ্লানি!

শত জ্বালাময়ী বাণাঘাতে
আমি স্থীর রবোই মাটিতে
যতই আসুক ঝড়, মনে রাখবো বল।
এই মহাবিশ্বে তরুণ সব গড়ার দল!
98 · Apr 2018
ভুল প্রণয়
Imran Islam Apr 2018
আমি কোথায় করি ভরসা?
এ কেমন প্রেম বলো
এ কেমন ভালোবাসা
আশা সব করে দেয় নিরাশা!

হাত ধরে ক্ষণে ক্ষণে
প্রণয় বিলায় কুঞ্জ-বনে
আগুন জ্বেলে অবুঝ মনে
হারায় পথের দিশা!

পেয়ে তুমি ক্ষণ পরশ
জাগাও মনে বিপুল হরষ
এ নহে সুধা তরষ
এ তোমার জ্বালার বিষা!

অস্তিলে প্রেম তপন
বর্ষে বিরহ দহণ
তুমি দেখো তখন-
প্রেম মরণ পাশা!
Imran Islam May 2018
তোমার আলোয় দাও গো মুছে
আমার সকল আঁধার
দাও নতুন করে দাও গো মোরে
পূণ্য উপহার
প্রভু, দাও পুণ্য উপহার!

উষ্ণ হাওয়া আসুক ভেসে
ওহুদ-বদর-তায়েফ ঘেঁষে
আমার সাথে মিল করে দাও
হযরতে হামযার!

চাই না প্রভু বালাখানা
চাই না কভু নিধিকনা
দাও করে দাও আমার বাহু
হযরতে উমর!

চাই না আমি ক্লান্তি রণে
চাই না আপোষ বৈরী-সনে
শুধুই চাই তোমার কাছে
খালিদ-তলবার!

আমাকে দাও বেলাল-হৃদয়
দাও সুধা ওই কালিমায়
আমায় দিয়ে করাও প্রভু
দ্বীনের উপকার!

[০৩/০৫/০৯]
Imran Islam May 2018
আর কত হতে বলো আমাকে পাষাণ
আর কত দিতে হবে স্বজনের প্রাণ
আরও কত নিতে হবে রক্তের ঘ্রাণ!

আমার দেশের মাটি কেন তোমার খেলা-ভূমি
কেন আমার রক্তে ভেজাও আমার জন্মভূমি
আর কত অশ্রু বলো, কত চাও মায়ের প্রাণ!

আমার ঘুম কেড়ে নেয় তোমার গুলির শব্দ
আমার শিশুর স্বপ্নগুলোও তুমি করো স্তব্ধ
আমি চাই শুধু অধিকার; চাই না কোনো ত্রাণ!

কেন এত নির্যাতন কেন এত যুদ্ধ
কেন মাতৃভূমিতে ভাইয়ের ও লাশ
আমি কেন অবরুদ্ধ?
আর কত দিতে হবে আরব মায়ের সন্তান!

চাই না এই যুদ্ধ; চাই শান্তি মানবাধিকার
মুক্ত হোক জন্মভূমি মজলুম মানবতার
আমি চাই এই মহাযুদ্ধের চির অবসান!

[১৬/০৫/১৮]
97 · Apr 2018
মেঘ কনে
Imran Islam Apr 2018
ঘন কালো মেঘ ভাসে ওই আকাশে
শীতল পরশ বহে যেন বাতাসে।
আজ হলে বর্ষণ করবো বরণ
ফোঁটা ফোঁটা বারি হরষে!

ওই গগনে কাঁদে মেঘর কনে
ভেজা শাড়ি পরে পল্লি বনে
আজ বারিবাহ- গিরি-পল্লি ভালোবাসে।

জলের মাঝে পল্লি, ডুবে মম মল্লি
আজ দুরন্ত মনে সুখ বরষে!
সবি নিশ্চুপ দেখে বারি রূপ
আমি বারি-ছন্দ হেরি- কুঞ্জে বসে!
Imran Islam Apr 2018
স্বাধীনতা তুমি, বাংলার অহংকার
স্বাধীনতা তুমি, বাঙালির অধিকার
স্বাধীনতা তুমি, আলো- জীবন-দিশার
স্বাধীনতা তুমি, রক্তে গড়া এই বাংলার!

স্বাধীনতা তুমি, দুঃখিনী মায়ের হাসি
স্বাধীনতা, তুমি আছো বাঙালির প্রাণে মিশি
স্বাধীনতা তুমি, আঁধার রাতের শশী
স্বাধীনতা তুমি, সফলতা রাশি-রাশি।

স্বাধীনতা তুমি, রক্ত হ্রদের প্রতিদান
স্বাধীনতা তুমি, কোটি বাঙালির সম্মান
স্বাধীনতা তুমি, বাংলা-কান্নার অবসান
স্বাধীনতা তুমি, বাংলার নব প্রাণ!

স্বাধীনতা তুমি, লাখ শহিদের স্বপ্ন-ফুল
স্বাধীনতা তুমি, অসীম সাগরে প্রাপ্ত কূল
স্বাধীনতা তুমি, পল্লি বালার খোলা চুল
স্বাধীনতা তুমি, ওই আকাশ সমতুল!

স্বাধীনতা তুমি থাক- বাস্তব কর্মে
স্বাধীনতা তুমি থাক- বাঙালির মর্মে
স্বাধীনতা তুমি থাক- শেত্ব-কৃষ্ণ চর্মে
স্বাধীনতা তুমি থাক- সবার ধর্মে!

স্বাধীনতা তুমি, আমার অগ্রদ্বার
স্বাধীনতা তুমি, আমার বিভাশার
স্বাধীনতা তুমি, আমার উঁচু ঘার
স্বাধীনতা, স্বাধীনতা, তোমার প্রতি- করবো না অবিচার!
Imran Islam Apr 2018
দিয়েছে হুকুম প্রভু ওই গগনে
ফুটেছে ফুল তাই সবুজ বনে
ভোরের পাখি ডাকে বারে বার
গায় সে পাখি গান শুধু তাঁর
বাঁধাহীন আপন মনে।

বৃষ্টি ঝরায় মেঘ ওই তাঁর আদেশে
ফিরে আসে প্রাণ তাই মৃত ঘাসে
প্রশংসা সব যেন প্রভুর শানে।

ঊষা হেসে ওঠে ওগো যার পরশে
বেলা বয়ে যায় ওগো তাকেই বশে
সাঁঝ চেয়ে থাকে সেই প্রভুর পানে।

ওই নদী বয়ে যায় কুলু সুরে
দুই হ্রদ বয়ে চলে থেকে অদূরে
মেশে না কেউ যেন কারো সনে।

এলোমেলো বয়ে চলে ওই পবন
যেন সে পৃথিবীর অতি আপন
কথা বলে যায় সে বনের সনে।

কাকে মেনে চলে ওই গ্রহ-তারা
দিনে-রাতে ওগো কার ইশারা
নুয়ে যায় শীর যেন তাঁর স্মরণে।
92 · Jan 2018
পণ
Imran Islam Jan 2018
নেবো না আর মাদক কভু
করছি মোরা পণ
সুস্থ্য থাকুক সবার জীবন
ভালো থাকুক মন।

মাদক নিয়ে সুখের জীবন
করবো না আর ধ্বংস
সুস্থ্য সমাজ, ভালো থাকা
মোদের প্রাপ্য অংশ।

ঘৃণা আর কালো পথে
আর দেবো না পা...
বুঝে নেবো দায়িত্ব সবার
পরিবার বাবা-মা।

মাদক নিলে ধর্ম-সমাজ
সবাই ঘৃণা করে
সুখ শান্তি ভালোবাসা
থাকেনা নিজ ঘরে।

সুন্দর জীবন নষ্ট করে
করলে মাদক গ্রহণ
দুরারোগ্য রোগে মোদের
হবে একদিন মরণ!

নেশার পথ ছেড়ে দিয়ে
করবো ভালো কাজ
সুস্থ্য-সুখের জীবন নিয়ে
গড়বো নতুন সমাজ।
Imran Islam Apr 2020
আমি শুনবো না, শুনবো না কে কী মোরে বলে
আমি এই দেশ এই গ্রাম এই মাটির দলে।
যদি যাবো আমি দেশান্তরে
তবু আসবো আবার ফিরে ফিরে,
চলবো গাঁয়ের পথটি দিয়ে
হারানো মোর স্মৃতি নিয়ে,
আমি খেলবো আবার মাঠের ধুলায়
করবো স্নান নদীর জলে!

সময়ের স্রোতে আমি যাই যেথা যত দূর
মোর হৃদয়ে রবে তোমার কল্লোল সুর।
নদীর কূলে চাঁদের আলো, তারার বাতি
এই পুবের হাওয়া, ফুল ফোটা প্রকৃতি;
পারবো না, পারবো না ভুলে যেতে।
আমি আসবো ফিরে এই বসন্ত-বর্ষাকালে!

আমি মুগ্ধ হবো চেয়ে রবো দেখবো সবুজ বন
আমি বন্ধু হবো বুকে নেবো যারা মোর আপন।
ওই অস্ত-রবি ওই গোধূলির ছবি
ওই সন্ধা আঁধার ওই বিজলি অভি
মোর মনে লেগে আছে প্রাণের মতন;
আমি এখনো হারিয়ে আছি ওই বেলি ফুলে!

[০৯/০৪/১৯]
Imran Islam Nov 2017
আমি যাবো সেই গাঁয়-
যেখানে মানুষ কাঁদে
মানুষের বেদনায়
মলিনের সুখ স্বাদে
সকলের হাসি পায়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে পাখিয় গানে
ভরণীয় ভোর হয়
নবীনের একতানে
যে অরুণের উদয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে দীঘির ঘাট-
ঘেরা- কোমল পদ্মায়
ক্ষেত ছোঁয়া যত বাট
কৃষকের কথা কয়।

আমি যাবো সেই গাঁয় -
যেখানে রাত্রি-আঁধার
কাটে- মধু জোছনায়
যে নদে নায়ের দাঁড়
গানে-গানে বেয়ে যায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শিশির পড়ে
নিশির দূর্বা ডগায়
যে ঘ্রাণে আকুল করে-
মন- কানায় কানায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে বোশেখ বাতে
কিশোরী আম কুড়ায়
ঝড় থামা যে প্রভাতে
প্রকৃতি চঞ্চল হয়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে শ্রাবণ-বারি
খাল-বিল ভরে দেয়
গাড়ি ছেড়ে চরে তরি
কিশোর ভাসে ভেলায়।

আমি যাবো সেই গাঁয়-
যেখানে স্বর্গের সুখ
প্রকৃতিকে ছুঁয়ে যায়
সতত বসন্ত মুখ-
থাকে যেই হাওয়ায়।
90 · Apr 2018
নিষ্ঠুর
Imran Islam Apr 2018
মনে দুয়ার যারে আমি দিয়ে ছিলাম খুলে
সেই কিনা গেছে এখন এই আমারে ভুলে!
সাজানো ঘর ভেঙে দিয়ে আছে অনেক দূর
আমি যে তাই একা আছি মিথ্যে স্বপ্ন পুর,
মধু নিতে আসে কি ভ্রমর ঝরে পড়া ফুলে!

আজ মনের স্বপ্ন ভেঙে দিয়ে তুমি বড় সুখী
আমি একা উড়ে বেড়াই সাথী হারা পাখি,
আমায় যদি যাবে ছেড়ে কেন ভালোবেসেছিলে?

এত বড় করবে ক্ষতি বুঝিনি তো আগে
মুখ আমার ঢেকে গেছে কলঙ্কেরি দাগে,
মনটা আমার বড় উজাড় প্রিয় তুমি নেই বলে!

থাকো না হয় অনেক দূরে; সুখে থাকো তুমি
ভালোবেসে ভুল করেছি তোমাকে এই আমি
বিরহ তাই করছি আপন নিয়ে আমার কোলে!
89 · Apr 2018
শেষ দিন
Imran Islam Apr 2018
আমার যে যখন দিন ফুরাবে, দেহ হবে লাশ
আপন জনে কাঁদবে আমার ঘিরে চারি পাশ
কী হবে মোর একটু পরে?
রাখবে আমায় মাটির ঘরে
পরাবে আমায় লাশের ভুষণ-বেশ!

সাথে আমার কেউ যাবে না
সাথী আমার কেউ হবে না
হায়, হায়, আমার এ কী সর্বনাশ!

নেই আমার কোন হিম্মত
কোন গুনেতে পাবো নাজাত
রেহাই পাবো আমি করি যদি পাশ!

কোথায় আমার বাড়ি গাড়ি
কোথায় গেলো বাহাদুরি
দূর হলো যে সকল অবিলাস।
সব মায়া জাল ছিন্ন করে
থাকবো আমি আঁধার ঘরে
সেই আমার চির নিবাস!

মৃত্যুর আগে আমাকে বাঁচাও
পূণ্য-পথিক যেন করে দাও
প্রভু, ডেকো আমায় করে পূর্ণ দাস!
88 · Apr 2018
নব নিকেতন
Imran Islam Apr 2018
আজ বসেছে মেলা- পল্লি আঙিনায়
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ সেজেছে সব বোশেখ বরণী
সেজেছে প্রবীণ, তরুণ-তরুণী;
বাংলার সংস্কৃতি জমেছে বাংলায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

জীর্ণ বাঁধ ভেঙে আজ বইছে নন্দরদ
সেজেছে বাংলা ভূষণে বাংলার প্রতি পদ
হরষে হরষে বাংলা রবির উদয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!


পেছনে ফেলে সব, এসেছে নবক্ষণ
ওগো মঙ্গলি, ওগো বাঙালি, করেনে শুভপণ!
ধাপিয়া চলো তুমি, মাপিয়া চলো এ ধরায়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

ওরে নবীন, জাগ্রত কর-
সুপ্ত মনে- বৈশাখী ঝড়
তুলে ধর তুই তুলে ধর
বাংলার পরিচয়- বিশ্বময়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

আজ এই নতুন দিনে
ঘৃণ্যকে সব করনা ঘৃণে
স্বপ্ন জাগাও নিভারুণে;
তুমি কেন অসহয়?
বিশ্ব যে আজ তপ্তময়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

বজ্র ধ্বনিতে- আকাশ সঞ্জাত
চৌচির মাটির সনে- সংঘাত
জয় করে নেবে নিশ্চয়
ওরে তোর কেন এত ভয়?
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

কাল বৈশাখী ঝড়- বাঁধন টুটিয়া
এসেছে নিতে সব- লুটিয়া
নবীন, তুমিও করো জয় করো সঞ্চয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

এসেছে বৈশাখ- ভেঙে পিঞ্জর
ছিড়ে ফেলো সব কালো জিঞ্জীর-
বাংলা সংস্কৃতি-প্রণয়।
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!

তরুণ, যেখানে তোমার প্রয়োজন
সেখানে রাখ সক্ত চরণ
উচল দ্বার করতে বরণ
নাই কোন ভয় নাই কোন বারণ!
নতুন দিনে জাগাও-
বিপুল প্রত্যয় নিপুণ প্রণয়!
আয় গো আয়, তোরা সব আয়
মাতিয়া বোশেখ হাওয়ায়!
Imran Islam Apr 2018
সৃষ্টি করে প্রভু এই নিখিল ধরণী
পাঠালে সেথায় নানা জীব নানা প্রাণী।
নিত্য উষার কোলে ভাসে সোনার রবি
ফুটে ওঠে ঐ প্রকৃতির আপন ছবি।

সৃষ্টি করলে তুমি চাঁদ, দিশার তারা
মেনে চলে সবে প্রভু তোমার ইশারা।
বাতাসে ভেসে আসে ওই ফুলের ঘ্রাণ
মন হরা প্রিয় ঐ পাখির কণ্ঠে গান।

কেঁপে ওঠে মাটি পেলে আকাশের ডাক
মেঘ হতে ওই বৃষ্টি হয় যে ফারাক।
জোয়ারে ভরে যায় ও নদীর দুকূল
আপন মনে সবে মানে তোমার রুল।

চলে সবে তোমার পরে করি মালুম
মানতে যেন পারি ঐ তোমার হুকুম!
Imran Islam Apr 2018
আমি বাংলায় কাঁদি হাসি
বাংলায় গান গাই
যখন বেদনায় ভাসি
বাংলায় সুধা পাই!

বাংলাই আমার মাতৃভাষা
বাংলা ভাষাই প্রাণ
বাংলায় দেখি সহজ দিশা
বেদনা- পরিত্রাণ!

বাংলা আমার চোখের আলো
বাংলা মুখের ফুল
বাংলা ভাষাই শ্রেষ্ঠত্ব পেলো;
নেই বাংলার তুল!

ভাষার বলে বলতে পারি-
'আমিও তো বাঙালি'
ভাষা-প্রেমে লয় করে- অরি
স্বাধীন পথ চলি।

বাংলা, তুমি গর্বিত আজ-
যাঁদের রক্ত-জলে
তাঁরাই বাঙালির তাজ;
তাঁরা উদয় কালে।

হে বাংলা ভাষা,
তুমি শহিদের রক্তে-
শুদ্ধিলে- 'একুশ' অক্তে!
85 · May 2018
স্বভাব
Imran Islam May 2018
সকল আঁধার টুটে যায়
টুটে না কুয়াশা
ফুরিয়ে যায় মহি সময়
ফুরায় না আশা!

পৃথিবীর সব ভরিলেও
ভরে না দু’চোখ
জীবনের সব ফুরালেও
ফুরায় না শোক!

চায় না মন সত্য বিচার
কৃত অবরাধে
কাঁদেও না হৃদয় আবার
আত্ম অপবাদে!

পরশ্রী যেন লাগে না ভালো
হতাশ বিলাপে
বলে বেড়ায় সে এলো মেলো
তৃপ্ত পরপাপে।

ছাড়ে না কভু মিথ্যা- জীবনে
শুধুই সে হাসে
মিথ্যাকে করতে জয়, মনে-
শত মিথ্যা চষে।
Imran Islam Apr 2018
আমি যখন উদয় আসি
কর্ম আসে পাশাপাশি
তখন আত্মমগ্ন বিশ্ববাসী
কর্ম ফেলে করে হাসা-হাসি!

যখন বিশ্বমনে জাগে আশা
কর্ম ফেলে যায় না বসা
আমি তখন মাথায় বসি!

আসে যখন যাবার আবাস
বিশ্ব তখন কর্মে হতাশ
আমি পরি তখন সাঁঝের ফাঁসি!

বিশ্ব যখন আমার পাশে
ভুল ভেঙে দাঁড়ায় এসে
আমি তখন হই যে নাশী!

[১১/০৫/০৯]
77 · Dec 2017
কষ্ট
Imran Islam Dec 2017
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাইবা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেন শুধু মোর কষ্টের ছবি আঁকো?

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয়জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
http://golpokobita.com/golpokobita/article/18000/13329
75 · Apr 2018
নিবেদন
Imran Islam Apr 2018
আমি চাই না চিরকাল থাকি ভবপর
এমন বিদায় দাও মোরে
যেন বেঁচে থাকি মরণেরও পর!

আমি চাই তোমার কাছে জ্ঞানের শক্তি
আমি চাই তোমার কাছে দুর্লব উক্তি
যার পরে আসে সাম্যের সংসার!

চাই না উদয় হাসি; অস্তেও যেন হাসে মন
চাই না এই হৃদয়ে ভয় থাক সারাক্ষণ
আমি চাই জীবনে না আসুক আঁধার!

এই জীবন যেন হয় বাধাহীন
যেন সে হয় একান্ত ইচ্ছাধীন
আমি চাই দূরে থাক সব অহংকার!

[১১/০৫/০৯]
69 · Apr 2018
রমণী
Imran Islam Apr 2018
রমণীর সুখ বিলিয়ে দিয়ে পুরুষ করেছে মহান
রমণীর প্রেমে ছন্দ পেয়েছে কবি, সুর পেয়েছে গান।
রমণীর আদর সোহাগে এ সংসার ভরে গেছে সুখে
রমণীর ভালোবাসায় পুরুষ কষ্ট ভুলে যায় দুখে!
রমণীর পরশে এত সুন্দর হয়েছে সারা জাহান
রমণীর অনুরাগ পেতে বিশ্বে কত যুদ্ধ অভিযান!

তোমার কোলেই মায়ের আদর বোনের সোহাগ মাখা
রমণী, তোমার ছোঁয়ায় সিক্ত মন; তুমি জীবন সখা!
তোমার কোলে হতাশা ভোলার সুখের স্বপ্ন ভরা
সব ভুলিয়ে যেন চির আপন তোমার মায়ার ধরা।
তোমার কারণে বাঁকা হয়ে চলে জীবনের সরল রেখা
দহণ পাপে কত পুরুষের মুখে যায় না হাসি দেখা!

রমণী কেন মায়ের কোল থেকে কেড়ে নেয় প্রিয় সন্তান?
কেন ভায়ে-ভায়ে বিবাদ, ভেঙে দেয় সুখের একতান?
পুরুষের মাথা নষ্ট করে কেন রমণী উড়ায় কেশ?
রমণীর লালসায় দিনে দিনে পুরুষ হচ্ছে নিঃশেষ!
কেন রমণীর মন ভেঙে দিয়ে পুরুষ হয় পাশান?
মিথ্যে রমণীর গোপন প্রণয় সংসার করে শ্মশান!

রমণী, তোমার প্রণয় ভরে দাও এই অশান্ত বিশ্ব
তোমার প্রেম অনুরাগ ছাড়া যেন সারা পৃথিবী নিঃস্ব!

— The End —