Submit your work, meet writers and drop the ads. Become a member
 
8.2k · Apr 2018
তোমার হাসি
Imran Islam Apr 2018
তোমার হাসির মাঝে লুকিয়ে আছে আমার সকল চাওয়া
প্রিয়, শত দুখের মাঝেও আমার কাছে
তোমার সুখের হাসি যেন বড় পাওয়া!

তুমি হাসলে প্রিয় অবাক হয়ে চেয়ে থাকি আমি
তোমার হাসির চেয়ে আমার কাছে কিছুই নেই দামি
ওই মায়া মাখা হাসির জন্যে আমার উদাস হওয়া!

লাজ করো না সখা, যদি চেয়ে থাকি তোমার হাসি দেখে
চোখের আড়াল যেন না হও হাতের নিপুণ কাজটি রেখে
আমার মনের ভাষা যেন বোঝে দখিন দ্বারের হাওয়া!

তোমার ওই জাদু মাখা হাসির মাঝে আমার স্বপ্ন ভাসে
তোমার ভালোবাসার লাজুক ছোঁয়ায় আমার হৃদয় হাসে।
আমাকে তুমি দুষ্টু ভাবো, তাই দূরে চলে যাওয়া!
Imran Islam Dec 2017
তরুণ, তুমি দিনের আকাশে উজ্জ্বল রবি
তোমার পরশে হাসে প্রকৃতির সব ছবি
তুমি রাতের আকাশে মধুময় জোছনা
আর মরুর বুকেও মেঘ বারির কান্না!

তরুণ, তোর সোহাগে পরাগ ছড়ায় ফুল
তোর চঞ্চল প্রেমে সব রমণী ব্যাকুল
তোর কণ্ঠে মুগ্ধ সবাই, বিশ্ব অবাক হয়
তোর চোখে বন্ধুর সুখ; শত্রুর জাগে ভয়!

তরুণ, তুমি প্রলয়, উত্তাল সাগরের ঢেউ
তুমি কিরণ, তোমায় রোখার নেই কেউ
তুমি খুব ভোরে মুক্ত পাখির কণ্ঠে গান
আর দস্যির বুকে আঘাত, বিষে ভরা বাণ!

তরুণ, তুমি প্রিয়ার চোখে সুখের স্বপন
আর হৃদ ছুঁয়ে দেয়া মুক্ত ভোরের পবন
মায়ের বুকে সুখের কান্না, বুক ভরা হাসি
আর তুমি তরুণ বলেই আমি ভালোবাসি!
Imran Islam Oct 2017
স্বার্থক আমি, জন্মেছি
অপরূপ দেশে
গর্বিত আমি, বাংলাকে
প্রাণে ভালবেসে!

প্রভাতের সমীরণ
পুবালি অরুণ
মধুর গুঞ্জন মন
করে যে তরুণ
সতত রইবো আমি
এ বাংলার পাশে!

বট-ছায়া ধান ক্ষেত
রূপালি জোছনা
মুগ্ধ করে মন-প্রাণ
পাহাড়ি ঝরনা
আমি যে উদাসি, বাংলা-
বেলির হরষে!

আমি চাইনা বাংলার
ধনি ধন রত্ন
ধন্য আমার জীবন
পেয়ে তার যত্ন
জাগ্রত আমি বাংলার
রঞ্জিত পরশে!

সবুজে ঘেরা এ বাংলা
ভুলিবো না আমি
সে যে আমার প্রাণ
প্রিয় জন্মভূমি
বাংলার রূপে মুদিতে-
চাই, চির হেসে...
Imran Islam Apr 2018
সময় চলে তার নিজ গতিতে
কে পারে তারে বেঁধে রাখিতে
সময়ের সাথে স্বপ্ন বদলে
ইচ্ছে আর হয় না পূরণ
তারুণ্য রূপ সব যায় চলে
শক্তি সাহসও হয় হরণ!
তবুও চায় না কেউ হারিতে।

রঙিন স্বপ্ন যখন দেয় না আর ধরা
শুধু বাঁচার তাগিদে জীবন করে তাড়া
যদিও স্বস্তি মেলে একটু ঠাঁই পেলে
মানসিক যন্ত্রণায় যেন পুড়ে যায় সুখ
অন্তরে যতই নীরব দহণ জ্বলে
হাসি মাখা থাকুক স্বজনের মুখ!
তবে কত জন পারে জীবন জয় করিতে?
Imran Islam Aug 2018
তুমি কেন স্বপ্ন দেখাও
আবার ভেঙে দাও,
লাজে তুমি দূরে থেকে
কেন কাছে পেতে চাও!

তোমার জাদু ভরা চোখে-
আজ কেন এত জল?
তোমার হাসি মাখা মুখে
আজ কেন মলিন ছল?
মনের কথা প্রিয়ার কাছে
দাও না বলে দাও!


যেই পরশে ফুটতো কলি
আঁধার হতো ভোর,
কোন ছোঁয়াতে বন্ধ হলো
এমন মায়ার দোর?
হৃদয় ভাঙার কষ্ট তুমি-
যাও না দেখে যাও!

তুমি যেন রাতের শিশির
সয় না ভোরের আলো,
আমায় যেন রবি ভাবো;
দেখলে দূরে চলো।
সব ভুলে যাও কাছে এসে-
সুখের পরশ নাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৯/০৮/১৮]
372 · Dec 2017
অনুতপ্ত
Imran Islam Dec 2017
ওগো শহিদ, তুমি ক্ষমা করো!
তোমার ত্যাগ করিনি প্রণাম
নাজানি কত অভিশাপ করো
তোমার কাছে ক্ষমা চাইলাম!

এ হৃদয় পায়নি সজীবতা
পায়নি তো কোনো নিষ্ক সম্মান
এ যে আমার দায়িত্বহীনতা
এ আমার গুণনে; অপমান!

সেই নিষ্ক স্বপ্ন দেখি না- আমি
কেনো যানি নেই ভ্রাতৃত্ববোধ
দস্যুর হাতে পূত জন্মভূমি
শত্রুর সাথেও যে অবিরোধ!

বৈরীর সাথে হয় কোলাকুলি
সভা মগ্ন নগ্নতার উপর
মৈত্রীর সাথে হয় গোলাগুলি
পতি হয় নির্মম, স্বার্থপর!

শুধু গুণ-গান দায়িত্ব নয়;
আমি হবো তোমার স্বপ্ন-যুক্ত
এ হৃদয় যদি তোমার হয়
তবে স্বার্থক বাঙালির রক্ত!
Imran Islam Apr 2018
ওগো মোর প্রিয়া, শুভ নববর্ষ!
বর্ষ জুড়িয়া থাক তোমার শীর্ষ
বর্ষবরণ হর্ষ।
শুভ নববর্ষ!

পরিয়া তুমি বাঙালি ভূষণ
করো না আজি বর্ষবরণ!
ওগো সুধা বারি, বর্ষ
মোর প্রিয়া পরে বর্ষ!
শুভ নববর্ষ!

যেই হর্ষ দেখেছি কদম ডালে
যেই হর্ষ দেখেছি খোপার ফুলে
সে সবি হোক তোমার উৎকর্ষ!
শুভ নববর্ষ!

সাজো গো আজ পল্লি বালা
গলে পরে ফুলেল মালা
ও রূপ যেন হয় উচ্চার্ষ
শুভ নববর্ষ!

আজি তোমার সখার সনে
হোক না প্রণয় প্রাণে প্রাণে!
আঁচলে ঢাকিও রূপকর্ষ।
শুভ নববর্ষ!
357 · Dec 2017
হতাশ
Imran Islam Dec 2017
মহি পরে বর্ষে নগ্ন-বারি
বরিয়াছে তাহা নর-নারী
মাঝিহীন আজ যত তরি!

হাসছে দাঁডায়ে নিরাশ
দেখিয়া মানব হতাশ
অশ্লীলতায় ভাসে গণপুরী।

জানে না সে সত্য-ভুল
বরে না কো গন্ধফুল
চলে সে ছদ্ম বেশে
তুচ্ছ এ ক্ষণ দেশে।
কার পেছনে এই তড়িঘড়ি?

দেখিয়া এই পররূপ
তারি মাঝে হয় বিলুপ
জানি না এ কোন জাতি হেরি!
Imran Islam Jul 2018
তোমার ওই কোমল মনে আমাকে একটু জায়গা দাও
কারণ তুমি খুব মর্মস্পর্শী
তোমার ও আঁখি আমাকে প্রাণ ভরে দেখতে দাও;
তোমার চোখ দুটি বড় প্রেয়সী!

আমার একটি ভালোবাসার সাগর প্রয়োজন
মনে কিছু করো না স্বজন,
তোমার কাছে কী সে সাগর সমান জল আছে?
আমার চোখে একটি ঝলমলে ভোরের স্বপ্ন ভাসে;
যে ভোরের আলো তোমার নিপুণ মুখে হাসে!

বন্ধু, তোমার সুখের হাসি আমাকেও দাও
আমাকে একটু তোমার সাথে চলতে দাও
তোমার তরুণ হৃদয় আমাকে দাও মমতা,
আমাকে শুনতে দাও তোমার মিষ্টি মধুর কথা!

আমি তোমার সরলতায় এত মুগ্ধ; নিজেকেই ভুলে রই,
রূপ নয় প্রিয়, আমি শুধু তোমার ভালোবাসা চাই!
আমাকে এত অপেক্ষায় রেখো না, কিছু একটা বলো;
তোমার সুখ না পাওয়া পর্যন্ত আমি প্রতীক্ষায় থাকবো!

[২৫/০৭/১৮] (E-B)
Imran Islam Aug 2018
ওগো শ্রাবণ বারি ধারা,
থেমে যাও থেমে যাও!
আমার সখারে ভিজিয়ে-
বলো, কী সুখ তুমি পাও?
থেমে যাও থেমে যাও!

সখির ওই ভেজা পথে
আমি চাই সঙ্গী হতে
তাতে আরও লাজ বেড়ে যায়
আঁচল টেনে মুখটি লুকায়;
তবে তুমি থেমে যাও,
শ্রাবণ ধারা থেমে যাও!

শ্রাবণ সুখে সখির চোখে
আরও লাজ ভেড়ে যায়
আড়াল করে বনের পথটি ধরে-
চলে বৃষ্টি ভেজা পায়;
তবে থেমে যাও, থেমে যাও!
শ্রাবণ ধারা, তুমি থেমে যাও!

আমার নিপুণ লাজুক সখি
শ্রাবণ জলে মাখামাখি
সকল শ্রাবণ সকল বারি
থেমে যাও না তাড়াতাড়ি,
থেমে যাও, থেমে যাও,
শ্রাবণ বারি ধারা, তুমি থেমে যাও!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
শ্রাবণ দিনে দেখে দেখে তোমার ভেজা বন
শীতল হলো আঁখি আমার শান্ত হলো মন
Imran Islam Aug 2018
এই সন্ধ্যায় ভিজেছে সবুজ পাতা
মনে পরেছে তোমায়,
মনে পরেছে বৃষ্টি ভেজার কথা
তুমি মনে করেছো কি আমায়?

তোমার অঙ্গে মেঘের পরশ
জাগায় যখন বিপুল হরষ
তখন আমার পাগল আঁখি
অন্য কিছু চায় না সখি
এত ভালো লাগে তোমার ভেজা কালো কেশ!

তোমার বৃষ্টি ভেজা নৃত্য দেখে
কাগজ কলম দিয়েছি রেখে;
শুধু স্বপ্ন আঁকেছি মনে,
আমায় দেখে লাজ করো না
অমন করে মুখ ঢেকো না
আমি এক দূরের পাখি তোমার ভেজা বনে!

আমি না হয় অচেনা মানুষ
আমার দূরের কোনো দেশ
মুগ্ধ না হয় করলো আমায়
তোমার ভেজা কেশ!
সন্ধ্যা যখন আঁধার হলো
বৃষ্টিও তখন থেমে গেলো;
আবার মনে পরলো আমার মনের মানুষ!

[ইকবাল পুর, কলকাতা, ০৪/০৮/১৮]
[সন্ধ্যার আগ ক্ষণে যখন বাইরে বের হলুম
ঘন কালো মেঘ দেখে ফের বাসায় ফিরলুম
বৃষ্টি এলো ঝুম ঝুম, বৃষ্টি এলো ঝুম ঝুম
না, সব কিছু রেখে জনালার পাশে বসলুম...]
Imran Islam Aug 2018
আমি তোমার থেকে কত দূরে
কেমন করে মন,
বারে বারে চোখে ভাসে
তোমার সবুজ বন।

তোর মিষ্টি সকাল তপ্ত দুপুর
ব্যস্ত বিকেল বেলা
পদ্ম তোলা মত্ত-মাতাল
দিঘির জলে নই-খেলা;
খুব পরছে মনে শোন!


তোমার ভোরের হাওয়া
ফুলের সুবাস
দোয়েল পাখির গান
অলির প্রেমে পরাগ ছোঁয়া
প্রথম রৌদ্র স্নান
এত ভরায় আমার মন!

তোমার সন্ধ্যা নামা গ্রাম
তোমার জ্যোৎস্না মাখা রাত
মন হরা ওই বেলির গন্ধ
শান্ত শীতল বাত
চাই পেতে চাই সব
চাই পেতে চাই এখন!

[ইকবাল পুর, কলকাতা, ০৮/০৮/১৮]
Imran Islam Jan 2018
তুমি আমার হৃদয়ে একটি গোলাপ
মধুময় করো এই বাসরো আলাপ
তুমি আমার চোখে একটি শিমুল
নেই কোন বাধা আজ নেই কোন ভুল
তুমি আমার স্মৃতি-কথা
তুমি আমার স্বপ্ন-লতা
সুখের পরশে মুছে দাও বেদনা প্রলাপ!

তুমি আমার ওগো চন্দ্রমুখি
সারাটি জনম যারে রাখবো সুখি
তুমি আমার ওগো প্রথম হাসি
জীবনের থেকেও যারে ভালোবাসি
আজ সাজানো বাসর পেলো সেই পূর্ণতা।

তোমার লাজুক মুখে ভরা ভালোবাসা
নিশিথে নির্জনে দুজনার কাছে আসা
আজ এই দুটি মনের স্বপ্ন আঁকা
মায়াবী ওই চোখ আড়ালে ঢাকা
শিমুলে মাখা স্বপ্ন-লতা, এ যেন জীবনের রঙিন পাতা।
304 · Dec 2017
মুনাজাত
Imran Islam Dec 2017
সঠিক পথে চালাও খেদা
ভুল পথে দাও বাধা
তোমার টানে আমার এ মন
থাকে যেন সদা!

তোমার এ আলোর দুনিয়ায়
আমায় রেখো না বাঁধা
আঁধার পথে পা বাড়োলেই
দিও নুরে হুদা!

ক্ষমা চেয়ে নিতে আমার
যেন নাহি আসে দ্বিধা
আমি চাই তোমার দিদার
হতে চাই না শাহজাদা!
304 · Jan 2018
নীলিমা
Imran Islam Jan 2018
প্রিয়া, তোমার ভীরু ভীরু চোখ
কাপা কাপা ঠোট
আর মায়া মাখা হাসি
তোমার লাজুক পথ চলা
অবাক চেযে থাকা
আমি নীরব ভালোবাসি।

তোমার চোখে পড়লে চোখ, আমি-
হঠাৎ আতকে উঠি
হারিয়ে ফেলি ভাষা
আমার আকাশে 'নীলিমা' তুমি
প্রথম প্রেমের চিঠি
আর অবিরাম ভালোবাসা।

তোমার সুর আমায় করে কোমল
সুখের পরশ পায় এ মন,
তোমায় ছুঁয়ে আসা পবন
আমার ব্যাকুল হৃদয়ে দেয় দোল
তুমি মুক্ত ভোরের ফুল
আমি তোমায় ভালোবাসি, করো না বারণ!
Imran Islam Aug 2018
এই ক্ষণ ক্ষণে শ্রাবণ ঝরণে
সখি, তোমারে পরেছে মনে।

এই একা বসে থাকা
ওই আকাশ মেঘে ঢাকা
মন বসে না আমার
প্রিয়, মন বসে না তুমি বিহনে!

দুজন বসে একই সাথে
সবুজ বনে আঁখি পেতে
ইচ্ছে করে শ্রাবণ ধারা-
দেখি এই লগনে!

এই বৃষ্টি- কানন এত ভালোবাসে
সেই সুখ জানায়- দোলা বাতাসে
তুমিও সখা দাও না দেখা,
জাগাও হরষ আমার প্রাণে!

তুমি যদি এসো এই বিকেলে
সখি, তুমি যদি হাসো বারি-জলে
তবে আমি চেয়ে রবো, মুগ্ধ হবো-
তোমার ভেজা চরণ নাচনে!

[ইকবাল পুর, কলকাতা, ১১/০৮/১৮]
Imran Islam Aug 2018
আজ এই শ্রাবণ ঝরণে কানন কুঞ্জ বনে
হেটেছি তোমার সনে
বৃষ্টি ভেজা ঐ চরণে এ আঁখি মন হরণে
বাধা নেই নিরজনে।

তোমার ওই মায়া-মুখে
পরশ বুলায় শ্রাবণ সুখে
দেখে ওই ভেজা আঁখি
কী করে মন বেঁধে রাখি
হারিয়ে যাই শ্রাবণ বানে।

ভিজে যায় তোমার আঁচল
মুছে যায় বিন্দু কাজল
গায়ে মেখে শ্রাবণ বারি
এত পথ দিচ্ছো পাড়ি
কি যায় আসে বলো মন বারণে!

থেমে যাও শ্রাবণ ধারা
সখি আমার ভিজে সারা
লাজে ওই যাচ্ছে মরে
পথ যানি আর কত দূরে;
আমার সুখ সখির মন হরণে!

[ইকবাল পুর, কলকাতা, ০৫/০৮/১৮]
282 · Dec 2017
উলটো
Imran Islam Dec 2017
এমন কালে আমরা করি বসবাস
শিয়াল ভয়ে পালায় দেখে পাতিহাঁস
ব্যাঙ দেখলেই সাপের বাজে বারোটা
সওয়ারীর পিঠে চরে তার ঘোড়াটা!

হরিণের থাবায় বাঘের গাল যায়
ছাগলে ভাত খায়, মানুষ কি না চায়!

ডুবে যায় যে মরুভূমি পানির তলে
মেঘের উপর পাল তোলা নৌকা চলে
গাছে বাসা বাঁধে ভাই শত শত মাছ
পাখিরা খুঁজে নেয় নদীর তলে গাছ

মেয়ে সাজে- ছেলে; ছেলে দেখে নেই চুপ
রূপ নাই যার সেও সাজে নানা রূপ!

নিজ বাসে পিক কভু পারে কি ডিম!
পারবে কী ডিম মানুষ নামের টীম?
Imran Islam Dec 2017
মরা গাঙ পেলো সজীবতা
মেঘ-বারি পেল তরুলতা
স্পষ্ট হলো যত অক্ষমতা
দূর হলো সব দুর্বলতা।

ফের দেখা দিলো সুপ্তচাঁদ
রিক্ত মন পেলো দীর্ঘনাদ
আমি দেই তারে সাধুবাদ
যেই দিল এই সুসংবাদ!

তুমি দিলে ওগো দীননাথ,
সর্ত যুক্ত জ্ঞান, পূণ্যপথ
দিলে মহা মন, সংবসথ
সদা আমি যার চমুনাথ!

হৃদে বহে ঝর্ণা ভেঙে বাঁধ
আজ মন-কায়া অবিরোধ,
পুষ্প সম হাসি; নেই ক্রোধ
আমি মুক্ত, মানি না নিষেধ!

হারা ধন ফিরে পেলে মন
বুকে ধরে তারে মহাজন
আমি ফিরে পেয়ে নিকেতন
প্রতি ক্ষণে- দায় সচেতন।
275 · Dec 2017
প্রত্যয়
Imran Islam Dec 2017
ভাঙবো মোরা ভয়ের বাঁধ
আনবো কেড়ে পূর্ণ চাঁদ
তুঙ্গ তরির তুলবো পাল
মত্ত মোরা নবীন দল-
লইবো শত স্বাদের স্বাদ।

অজানাকে জানবো মোরা
স্বর্গ করবো ধূলির ধরা
আঁধার আলোয় করবো রদ।

থাকবো নাকো ন্যস্ত ভুলে
হাসবো মোরা জয়ের কালে
সুখের জলে বইবে নদ।

গড়ার পথে আসলে বাধা
প্রত্যয়ে নাহি আনবো দ্বিধা;
কারো সাথে চাইনা বিবাদ!
272 · Oct 2017
তুমি...
Imran Islam Oct 2017
হয়তো মনের ভুলে
আঙিনায় খোলা চুলে
দাঁড়াবে যে দিন
আমার মরুর আখি
দেবেনা তোমায় ফাঁকি
স্বপ্ন হবে রঙিন...

হয়তো সখার সনে
যাবে হিজল বনে
আনতে অচেনা ফুল
আমি আড়াল থেকে
হাসবো তোমায় দেখে
করবো না কোনো ভুল…

হয়তো দুপুর রোদে
বইগুলো বুক বেঁধে
আসবে যখন
আমিও তোমার সাথে
থাকবো চলার পথে
নীরব তখন।

হয়তো সন্ধ্যা ঘাটে
তুমিও আসবে জূটে
ধোয়াতে চরণ
তোমার পথটি দিয়ে
থাকবো আমি চেয়ে
করোনা বারণ!
Imran Islam Nov 2017
ব্যস্ত আমি, ব্যস্ত তুমি
ব্যস্ত রাতের তারকা
ব্যস্ত আকাশ, ব্যস্ত বাতাস
ব্যস্ত প্রেমিক প্রেমিকা।

ব্যস্ত নগর, ব্যস্ত সাগর
ব্যস্ত গায়ক গায়িকা
ব্যস্ত রবি, ব্যস্ত শশী
ব্যস্ত নায়ক নায়িকা।

ব্যস্ত ক্ষণে, ব্যস্ত মনে
ব্যস্ত বালক বালিকা
ব্যস্ত প্রেমে, ব্যস্ত সবাই
ব্যস্ত মধুর চন্দ্রিকা।

ব্যস্ত বর্ষে, ব্যস্ত হর্ষে
রাখছে প্রেমের ভূমিকা
ব্যস্ত কাজে, সবার মাঝে
উড়ছে প্রেমের পতাকা।
Imran Islam May 2021
তুমি কী এখনো পড়
আমার কবিতা?
তুমি কী এখনো ভাবো
আমার সে কথা?
তুমি কী এখনো একলা চলো
খোলা কালো কেশে?
তুমি কী এখনো কথা বলো
একটু মিষ্টি হেসে?
আজো তোমায় মনে পরে
আর দু চোখে অশ্রু ঝরে।
এখনো মোর মনে জাগে তোমার মমতা।

তুমি কী এখনো দেখো
ভোরের অরুণ রবি?
তুমি কী এখনো আঁকো
গোঁধুলির সেই ছবি?
তুমি কী এখনো গান গাও
আমার করা সুরে?
তুমি কী এখনো নৃত্য করো
পায়েল পায়ে পরে?
আজো তোমার জন্য কাঁদি
নিজেকে ভেবে অপরাধী!
এখনো আমার বুকে জাগে বিরহ ব্যাথা।

তোমার সঙ্গে শিশির সকাল
কেটেছে কত মধুর-
নীরবে জড়িয়ে একটি শাল!
ঐ বাঁধা ভেঙ্গে বসন্ত বিকাল
কেটেছে কত মধুর-
তৃষা ভরে তোমার প্রণয়-জল!
তোমার অঙ্গে কমল বরষা
জাগায় কত লাজের পরশা!
আজো তোমার ভালোবাসা
মেটায় আমার পিয়াসা।
আমি মানতে পারি না তোমার শূন্যতা।
Imran Islam Jul 2018
তুমি কী তবে দূরে দূরে রবে
আসবে না আর কাছে?
তুমি স্বপ্ন কেড়ে নেবে
আমার হৃদয় ভেঙে দেবে!
প্রিয়, আমার স্মৃতি তোমার মনে কী আছে?

যতই ভোর হয় ততোই জাগে ভয়
এ আলো যেন মিছে,
চাই না রবির উদয় এই আঙিনায়
যেন মোর নিপুণ শশী হারিয়ে গেছে!

ফুল ফোটে তোমার বনে
কাঁটার আঘাত আমার মনে;
ও ফুলের পরশ পেয়ে সুবাশ নিয়ে
অন্য কেউ রাঙে,
আমার আঁখি ক্লান্ত সখি
নীরব হৃদয় ভাঙে!
ওগো সখা, পাবো তোমার দেখা
আমি এই আশাতেই রবো বেঁচে!

[০৬/০৭/১৮]
261 · May 2020
রমাদান
Imran Islam May 2020
তুমি আমায় ভাসাও মুক্ত বাতাসে
তুমি বড় করো মোর মন
আমায় ওড়াও তুমি নীল আকাশে।
আমি যেন ফিরে পাই নতুন জীবন।
তোমার আলোয় জেগে ওঠে আমার এই প্রাণ।
আমি চাই এমন করে সারা বছর
তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

কানায় কানায় ভরা ভালোবাসা
হাওয়ায় হাওয়ায় এত শান্তি ছড়ায়-
রমজান, এই কোরানের মাসে।
(তোমার রহম অনুরাগে)
আমার হৃদয় ছোঁয়া জাগে, দৃহ করে মোর ঈমান।
আমি চাই এমন করে সারা বছর তুমি থাকো আমার পাশে।

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

আমি যেন ধন্য ওগো তোমায় ভালোবেসে
মনে হয় প্রতিক্ষণ তুমি থাকো আমার পাশে
নিশ্বাসে নিশ্বাসে তুমি রবে মোর প্রাণে মিশে।
আমি করছি প্রতিজ্ঞা, বলছি সপথে-
তোমার শিক্ষা-কদর, এই হৃদয়ে ধরে রাখবো সারা বছর,
কভু দেবো না হারাতে।
হে রমজান!

রমজান রমজান,
ও প্রিয় রমজান!
রমজান রমজান,
তুমি কাছে থাকো সারাক্ষণ।
(সারাক্ষণ থেকো তুমি পাশে।)

[রমাদান রমাদান,
রমাদান ইয়া হাবির।
রমাদান রমাদান,
লাইতাকা দাওমান করিব।]
Original Lyrics of Maher Zain Song : Ramadan
অনুবাদ : ইমরান ইসলাম
www.azlyrics.com/lyrics/maherzain/ramadan.html
www.youtube.com/watch?v=3G-t72JjRf0
Imran Islam May 2018
যখনই বসি আমি বারান্দায়
তখনই আসো তুমি জানালায়
যে কথা বলো ওই ইশারায়
কেমনে বলি আমি হায় হায়!

তোমার ওই দুষ্টু হাসি
যেন সে সর্বনাশী
মন আমার হয় উদাসী
দেখে ভরা চাঁদের উদয়।

লেখা পড়া বন্ধ করে
চেয়ে থাকো চোখ ভরে
আমিও তোমার তরে,
একটুও যে কম নয়!

তুমি করো না এভাবে
যেন জেনে যাবে সবে
বলো না কেমন হবে-
বাঁধলে এক সুতোয়!

দুষ্টুমিটা বন্ধো করে
ফিরে যাও পড়ার ঘরে,
আমরও যে লজ্জা করে
কাল কী লিখবো খাতায়!
250 · Jan 2018
কষ্ট
Imran Islam Jan 2018
কষ্টে আছি প্রিয় তবুও হেসে যাই
কষ্টের মাঝে যদি কিছু সুখ পাই,
মোর কষ্ট যদি তোমারে ব্যাথা দেয়
তবে কষ্ট আরও বাড়ে, জাগে ভয়!
চাইনা মোর কষ্ট সখারে জানাই,
দহণ কষ্টে আমি নিজেরে মানাই!

বন্ধু, তুমি মোর কষ্টে নাই বা থাকো
তোমার সুখে মোরে যদিও না ডাকো
তবু তুমি মোর প্রিয়, চির আপন
তোমায় জুড়ে থাক সুখের স্বপন,
তোমার সুখ আমি কেড়ে নেবো নাকো
কেনো শুধু মোর কষ্টের ছবি আঁকো!

কষ্টে ভাঙে স্বপ্ন, ভাঙে প্রিয় বাঁধন
কষ্টেই দূরে চলে যায় প্রিয় জন,
আমি কষ্টের কাছে মানবো না হার
প্রিয়, তোর সুখে সইবো শত ভার,
তোমার হাসিতে হোক মোর কিরণ
তোমার দুঃখেই হোক মোর দহণ!

কষ্টে আছি বলেই সুখ পরে মনে
কিছু কষ্ট থেকে যাও মোর জীবনে!
250 · Dec 2017
হামদ
Imran Islam Dec 2017
তোমার মতো মহান প্রভু
নেই তো অন্য কেউ
তোমার মতো উদার প্রভু
নেই তো অন্য কেউ!

মাটির নিচে দামি সোনা
আবরণে শস্য কনা
ফুলে ফুলে মৌ।

রাতে চাঁদ ও তারার মেল
সূর্য হাসাও সকাল বেল
নদীর বুকে ঢেউ।

মেঘ ভাসাও ওই দূর আকাশে
বায়ু বহাও বনের বাঁশে
জলে ভাসাও নৌ।

ঝরাও তুমি বারিধারা
হয়তো আবার তীব্রখরা
শিশির মাখাও ঝাউ।

পাহাড়ের ওই মিষ্টি ঝরনা
পূর্ণিমা চাঁদ মধু জোছনা
এ সবই তেমার, নেই প্রভু অন্য কেউ।
Imran Islam Oct 2017
ঘুম ভাঙে মোর পাখির গানে
নিত্য সকাল বেলা
মন ছুটে যায় হিজল বনে
দেখি ভ্রমর খেলা।

সত্যি বলি, মুক্ত হাওয়া পেলে
তনু আমার মনে
সুখে সুখে শুধু হৃদয় দোলে
মাতি ভোরের টানে।

গিয়ে দেখি ফুল বাগানে, ফুল-
উপ্ত মাটির সনে
দূরে দেখে পল্লি-বালার চুল
ধরি আমার কানে-
ধরা পরে গেলে কী হত মান?
চর খেতাম গালে!
সব গায় উল্টো আমার গান
আমি কী দস্যি ছেলে?
246 · Jul 2018
আমি সিক্ত
Imran Islam Jul 2018
আমার তপ্ত আকাশে তোমার প্রতিচ্ছবি ঘন মেঘের মতো
আমার অলস দ্বারে তোমার হাসি ভোরের আলোর মতো
তোমাকে একটু দেখতে না পেলে ভেঙে যায় এই মন
তাই আমার জীবনে তোমাকে এত প্রয়োজন!

আমি শুধু একটি দেহ, তুমি তার আত্মা ও একমাত্র হৃদয়
আমি একটি পাখি, তুমি তার মিষ্টি গান ও মুক্ত ডানা
আমি তোমাকে ও তোমার নীরব ভালোবাসা ছাড়া-
একটি নতুন দিনের কথা চিন্তা করতে পারি না!
তুমি একটু বুঝতে চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি
অভিমান করো না, লাজ করো না প্রিয়সী!

আমি একা আর তুমি বৃষ্টি ফোঁটার মতো
যেন আমার কোমল ঠোঁট ছুঁয়ে দাও,
আমি শুধু ঢেউ আর তুমি সেই ঢেউ জাগানো গভীর সাগর
আমি ওই চাঁদ আর তুমি সেই চাঁদকে আলো দেওয়া রবি।
প্রিয়, তুমি যদি আমাকে এত দূরে রাখো তবে আমি ম্লান হয়ে যাবো!

[২৪/০৭/১৮] (E-B)
Imran Islam Oct 2017
খোলা জানালা খোলা দখিন দ্বার
খোলা এ হৃদয়, এসো না আবার!
মনে পড়ে সুখ, বৃষ্টি দিনের কথা
মনে পড়ে খুব মুখটি তোমার।

শীতের সকালে সেই দাদুর সনে
চায়ের ফাকে দেখা আঁখি টেনে
মনে পরে বারবার।

অচেনা গাঁয়ে সেই ভীরু পথ চলা
আবেগে হারিয়ে কত কথা বলা
ইচ্ছে হয় ফিরে পাবার!

ছল করে তোমার- সেই অঙ্ক করা
সবার আড়াল করে এই হাতটি ধরা
মনে কী পরে তোমার?

তুমি মেঘ ঢাকা রাতে এখনও বিজলি
তোমার ভালবাসায় আজও পথ চলি
তুমি ফিরে এসো আবার!
244 · Dec 2017
মানুষ
Imran Islam Dec 2017
মানুষ সে তো অনেক লোভী
মন যেন তার স্বর্ণ চাবি
সে যে বড় মনের গোলাম
আপন স্বর্থে দেয় ছালাম।

সে পরের চেয়ে বুদ্ধি ভেজা
চায় না পথ চলতে সোজা
টাকা মনের অতি আপন
টাকার পিছে কাটে জীবন

সে যে সদা দায়িত্বে অলস
পেতে চায় আপন পরশ
একলা মনে খারাপ ভাবে
সবাই তো নয় এক ভবে।
238 · May 2018
পায়রা
Imran Islam May 2018
ওরে ওরে পায়রা যাসনে উড়ে
আয় না আয় না আয় না ফিরে
ডাকছে পায়রি ডাকছে তোরে
আয় না আয় না আয় না নীড়ে!

দাড়িয়ে আছে ওই খোলা কেশে
আয়রে আয় তুই হাওয়ায় ভেসে
ওরে থাক না তুই ঐ তারই পাশে
যাস না তুই যাসনে দূরে!

ওরে ওরে ভ্রমর যাসনে ভুলে
কদিন মধু থাকবে ফুলে,
শুকাবে ও ঘ্রাণ সন্ধা হলো
বাস না ভালো বাস না তারে!

কেন দূরে থাকো এমন ক্ষণে
মানে না বাধা তার ওই মনে
মেলবে ডানা কার সনে
খোয়া যায় ও যৌবন তীক্ষ্ণধারে!
ওই ভ্রান্ত হৃদয় ফিরে অন্যদ্বারে!
Imran Islam Dec 2017
উষায় জাগিয়াছি ভাই
জাগো তুমিও
জয় করে পৃথিবী শান্তিতে-
ফের ঘুমিও!

দেখ না ভাই, মোর লালে
হাসে পৃথিবী
সকলেই তুলিয়াছে মাথা
চঞ্চল সবি।

রাতের আঁধার নিকৃত
আমার তাপে
তোমার মনে কেনো ভ্রান্ত-
রেখেছ চেপে?

আমি তো তপ্ত; উষ্ণ করি
সবার মন
তুমিও উষ্ণতায় দেখো
নব সপন।

রাজপুরী-ধূলি কুটির
ওগো তরুণ,
কাড়িয়া কাড়িয়া নে তোরা
মোর অরুণ!

স্বপ্ন বিনে কভু মিলেনা
উচল দ্বার
স্বপ্নই জীবনের বিভা;
স্বপ্ন সুন্দর...
228 · Jan 2018
দূরত্ব
Imran Islam Jan 2018
বিন্দুতে ভালবাসা
ব্যাস করে বিচ্ছেদ
যাও থাকে ভরসা
দূরত্বে তা উচ্ছেদ!

স্বজনের ব্যাসার্ধ
আপনে পুরো ব্যাস
আত্মতৃপ্ত সে স্বার্থ
বিবেক করে নাশ!

নিষ্ফল ফাঁকা ব্যাসে
কু-লম্ব আঁকে কেউ
নির্জনে পাপে ভাসে
জিজ্ঞাসে তোলে ঢেউ!

নব স্বাদে মানবী
বিন্দে আঁকে ত্রিভুজ
সংযমহীন লোভী
তপে সে নিজ বুঝ।

আমার বৃত্তে আমি-
স্পর্শ বিন্দুতে লম্ব
অসতী, কারে তুমি-
করেছ প্রতিবিম্ব?

নগ্নে যে মগ্ন বিশ্ব
উপ্ত- মাতাল দল
পবিত্র প্রেম নিঃস্ব
সংসারে বিষ-জল!

দোষি না ব্যক্তি ওরে
দোষি- শিক্ষা, সমাজ
ধী, অনৈতিকতারে
দোষি উদাসী কাজ...
Imran Islam May 2018
ভালোবাসা কারে বলে বুঝিনি তো আমি
ভালাবাসার নামে শুধুই ব্যাথা দিলে তুমি
ভালোবাসার মানে তাই আমি বিপথগামী;
আর হবো না আমি কভু ভালোবাসাকামী।

ভালোবাসার আগুন ধরে হৃদয় হলো আঙ্গার
ভালোবাসা ছিলো না তোমার; ছিলো অহংকার
তাই তো আমার বুকে আগুন জ্বলে হা-হাকার;
কতখানি পুড়ছি প্রেমে জানেন অন্তরজামী!

খুঁজে পাই না ভালোবাসা; কোথায় গেল চলে
কাঁদি আমি মনের ব্যথায় দুই নয়নের জলে
কেউ আমার নেই আপন এমন ব্যাথার কালে;
না আর হবো না আমি কভু প্রেমের অনুগামী।

ভালোবাসার অগ্নি-শিখায় জ্বলছি দিরা-রাতি
বলো, তোমায় ভালোবেসে করেছি কী ক্ষতি?
এত আঘাত দিলে আমার ভালোবাসার প্রতি;
তোমার প্রেমের চেয়ে বিরহ ব্যাথাই বড় দামি!
215 · Feb 2018
শত্রু
Imran Islam Feb 2018
আপন ভেবে শত্রুকে
যে বুকে দেবে ঠাঁই
তার মত বড় বোকা
আর কেহ নাই!

শত্রু আসে বন্ধু বেশে
সবার অজান্তে
বাজিয়ে সে ক্ষতির বাঁশি
থাকে অচেনা প্রান্তে।

সুযোগ পেলে সুখের ঘরে
দেবে সে আগুন
সাবধান হও, নয়তো সে
করবে তোমায় খুন!

তারে তুমি আপন ভাবো
সে তো আপন নয়
হয়ত তারে নিঃশেষ করো
নয়ত করো ভয়!

যদি তারে আপন করোই
সাক্ষী রাখো সবে
থাকে যদি হিসেব কোনো
মিটিয়ে ফেলো তবে।
Imran Islam May 2018
আমি  সুখী হতে চেয়েছি; হতে পারিনি
আমি যেই পথে হেটেছি; শেষ হয়নি
আমি যে গান গেয়েছি তাতে ঘুম ভাঙেনি
কারো মন কাড়েনি কারো মন বসেনি!

সুখের সময়টা যেন পলকের মতো
দুখের বীণাটা মনে বাজে অবিরত
মন তবু ছুটে ধায় সুখ কোথা পাওয়া যায়
না না, তবুও একটু সুখ মেলেনি!

সুখ যেন মনে হয় বাতাসের মতো
কষ্ট যত বড় পাহাড় নয় বড় ততো
জীবনের সব যেন মানে না আমায়
তবু স্বপ্নরা বেঁচে আছে, কভু ভুলিনি!

[১০/০৫/১৮]
Imran Islam May 2018
শুনি শুনি ওই আযানের ধ্বনি খোকা তুমি কই?
ওঠো শয্যা ছাড়ো ওজু করো
ভোরের আযান হচ্ছে ওই।

নামাজ শেষে ভোরে যেন ফেরো তুমি ঘরে
সবার আগে কোরান পড়ো মধুর সুরে
তার পরে করো অঙ্ক পড়ো অন্য বই।

যদি সকাল সন্ধা পারো মহান রবের নামটি স্মরো
তুমি যখন দুহাত তুলে ধরো এই দোয়াই করো-
প্রভু, আমি যেন ভালো মানুষ হই।

তোমার মনে থাকুক গাঁথা প্রভুর ভয় সত্য কথা
হাসি রাখো মলিন মুখে ভুলে রও সব দুঃখ ব্যাথা
তুমি ভালো মানুষ হও; আমি যত আঘাত সই।

[২৮/০৫/১৮]
Imran Islam Oct 2017
আমরা তরুণ দীপ্ত অরুণ
শান্ত-সিদ্ধ প্রভাতে
রাত্রি হবে ক্ষয় জয় হবে দুর্জয়
মোদের দেয়া আঘাতে।

ঈশ্বর করে বিশ্বাস- তরুণ
অন্যরা ভয় পায়
বিধাতার কাছে বড়ই প্রিয়
তরুণের সঞ্চয়।

মানুষ স্বাধীন শ্রেষ্ঠ জাতি
তারুণ্যে সে পরিচয়
শিশু কিংবা প্রবীণ করেনা-
স্বাধীনতা সঞ্চয়।

শিশুর স্বপ্নে- তারুণ্য
বৃদ্ধার আফসোস
তরুণীর মরু তৃষাজল
মায়ের কাছে সন্তোষ।

শত্রুর কাছে আতঙ্ক ওরে-
বন্ধুর বিশাল বুক
বিশ্ব ভরসা তরুণ মোরা-
দুখের কাছে সুখ।

রাত্রির কাছে পূর্বাকাশ মোরা
মেঘের কোলে রোদ
স্রষ্টার কাছে আকাঙ্ক্ষার সৃষ্টি
হতভাগার প্রমোদ।
206 · Dec 2017
স্মৃতিসৌধ
Imran Islam Dec 2017
স্মৃতিসৌধ, তুমি মোর প্রাণে পীড়াসুর
সততই তুমি স্থির- শহিদ স্মরণে
তোমার টানে ব্যথিত এ প্রাণ প্রচুর-
উন্মাদ। শহিদ-শোকে শ্রদ্ধা ও চরণে।
তোমার স্মৃতি কাঁদায় রক্ত ভেজা রণে
তুমি মোর খুব কাছে, নও অতিদূর
সত্যিই তুমি জাগ্রত করো- স্মৃতিচূড়
প্রতিশোধের আগুন জ্বালো সব মনে।

হায়রে অবুঝ মন- শুধু পুষ্পে বরি-
কেনো যাও তাঁরে ভুলে, দেশের কারণে-
রঞ্জিত হয়েছে- ঢেলে তাজা রক্ত-ঝরি
চেতনার বাস্তবতা দাও নিঃসরণে
স্বপ্ন পুরণ নাকরে, শ্রদ্ধা কিছু ক্ষণে?
কোথা পাবো তাঁরে? জাগো না অনুসরণে!
203 · May 2018
এসো বন্ধু
Imran Islam May 2018
এসো এসো বন্ধু ওগো, চরো-
আমার প্রেমের নায়
তোমায় নিয়ে বাইতে তরি
আমর এ মন চায়!

বলবো কথা দুজন মিলে
জ্যোৎস্না ভরা চাঁদের সনে
বলবো সখা তোমর সনে
যত কথা  আমার মনে।
চাঁদের আলোয় দেখবো নাচন
তোমার খোলা পায়!

এসো না এসো প্রিয়া,
আমার প্রেমের ঘাটে
বসে আছি তোমার জন্য
জোছনা নদীর তটে।
দেখবো তোমায় পরান ভরে
জ্যোৎস্না যখন পড়বে গায়!

আমি ধরবো নায়ের হাল
তোমার আঁচল হবে পাল
তোমায় নিয়ে বেয়ে তরি
কাটবে সাকল চাঁদনী কাল।
আজকে শশী হাসবে সখি
যদি তোমায় সাথে পায়!

সবারে আজ দিয়ে ফাঁকি
প্রিয়, এসো আমার কাছে
তুমি আমার সাথী হবে
দোষ কী তাতে আছে।
ভাসাবো দুজন প্রেমের তরি
আনন্দেরই ধরায়!
Imran Islam Jun 2018
ওঠো খোকা ভাঙো ঘুম
দেখো, সোনা রবি ওই
এই বাবা গালে চুম
হাতে নাও খাতা বই।

পাখি শোনো- গান গায়
বনে কত ফোটে ফুল
হিম বায়ু বয়ে যায়
বাবা, যেতে হবে স্কুল।

আয় বাবা, ওঠ ওঠ
বেলা হলো কত ক্ষণ
খেয়ে নে না ঝট ফট
কই গেলো শুভ পণ?

আরে বাবা বোকা নাকি
এত ক্ষণ ঘুমে কেউ?
আর বেশি নেই বাকি;
এই হলে পাবে বউ?

ওরে বাবা ধেতা ছেলে
কোনো কথা যায় কানে!
দেবো নাকি দুটো গালে?
ওই দেখো দাঁত গোনে।

পড়া নাই লেখা নাই
তোরে নিয়ে জ্বালা বড়ো,
আছে শুধু খাই খাই
চলে যাও যেথা পারো!

বড়ো নয়; বোকা হবে
ভালো ছেলে এই করে!
ভোর হলে পাঠে যাবে
না, দেখো সে ঘুম ঘোরে।

দুই হাত ধরি কানে
আমি বোকা নাকি অন্ধ?
সব কথা নেবো মেনে
মা, ইস্কুল আজ বন্ধ!

[১৪/০৫/১২]
199 · Jun 2018
আম চোর
Imran Islam Jun 2018
কে করেছে খেতে মানা?
ধরতে গিয়ে পাখির ছানা
নিলাম কটা আম!
ওরে বাবা একি আবার,
গলা শুনে তোমার দাদার
ঝরলো কত ঘাম!

না, না, কাঁচা আমে টক বেশি
পাকলে তবে খাবো
তাই বলে কি আম নেবো না
খালি হাতে যাবো!

সে দিন ছিলো দুপুর বেলা
সে কি বাবা রোদের খেল
গা পুড়ে যায়!
একা একা কবার তাকাই পিছে
তবু চুপে চুপে ওঠলেম গাছে;
বাবা কত ভয়!

যখন আমি ধরতে গেলাম
কাঁচা আমের থোকা
জানতো কে রে কামড়ে দেবে
খেপা ভল্লা পোকা!

যা বাবা, যা হবার তাই হলো
মাগো রে, পড়ে গিয়ে টুটে গেল
আমার দুটি দাঁত!
এই না হলে চুরির মজা
পা দুটো আর হয় না সোজা
ভাঙলো ডান হাত!

[১০/০৫/১২]
199 · Dec 2017
উষালগ্ন
Imran Islam Dec 2017
ধরায় ফিরে আসুক উষালগ্ন
পরিমল লোভে অলি হোক মগ্ন
প্রকৃতি পাক- নব প্রাণ
সমীরে থাক- পুষ্প ঘ্রাণ
শিশির কনা পাক রৌদ্র
কেটে যাক রাত্রি বিনিদ্র!

জাগিয়া ওঠো শিথিল
লও প্রভাত অনিল
দেখ, ঐ অরুণ রবি
চঞ্চল করেছে সবি,
ছুড়ে ফেলে দাও আবরণ
নিয়ে নাও প্রভাত কিরণ!
Imran Islam Jan 2018
যেই পথটি তুমি করো ঘৃণা
যেই পথটি তোমার খুব অচেনা
সেই পথে আমায় ডেকো না
প্রিয়, সে পথে আমায় ডেকো না!

সুন্দর সব পথে, আমি যাবো তোমার সঙ্গে
আমায় রাঙিয়ে দাও তোমার সারা রঙ্গে
তোমার ওই সুখের ছোঁয়া থাকুক আমার অঙ্গে
আমি অবাক চোখে তোমায় দেখি, বারণ করো না!

তোমার হাসির মাঝে সকাল সাঁঝে
আমার মনের রবি লুকায় লাজে
যেন মন বসে না কোনো কাজে,
তোমার সুখে প্রিয় মোর সুখ, ভুলে যেও না!
191 · Dec 2017
অবিনশ্বর
Imran Islam Dec 2017
সবি হবে লয়
শুধু তুমি নয়
তুমি ঈশ্বর!

তুমি বিশ্ব-প্রভু
ক্লান্ত  নও কভু
নও নশ্বর!

প্রভু তুমি চালো
নভ মাটি আলো
সৃষ্ট প্রসর।

এক দিন হবে
মাথা পেতে নেবে
জিন, বাশার।

নেবে না কো তুমি
কোন- রূপ, ভূমি
কারো আসর।

সে যে শেষ দিন
স্হির তুমি হীন
ব্যস্ত হাশর।
Imran Islam Oct 2017
আমি পল্লি উদাস পল্লি বেতাল ছেলে
আত্ম ভুলে আনন্দ পাই পল্লি কোলে
ভাল লাগে না বন্দি থাকা একা নিবাসে
ইচ্ছে মত উড়াই ঘুড়ি নীল আকাশে।
চুপে থাকি কূজন কোথায় যায় শোনা-
গুললি ছুড়ে ভেঙে দেবো পাখির ডানা।

আমার যে- সবার বাড়ির ফুলতলা
কুঁড়ায়ে আনি ওঠার আগে ফুলবালা
স্বাদ যে সবি পল্লি মায়ের লিচু-আমে
নিশাচর আমি,পরিচিত- গেছো নামে।

সবার আগেই তুলে আনি পদ্মলাল
দুপুরে হয় আমার- খেলার বিকাল
দুষ্টমির কোন শেষ নেই; দুষ্টে ঘেরা-
আমার পল্লি মাঠ আমার লেখা পড়া...
185 · Jun 2018
ওগো মোর রব
Imran Islam Jun 2018
ওগো মোর রব ওগো মোর রব
সপেছি সব আমি সপেছি সব
তোমার চরণে!

মোর চির বিদায়ে
তুমি থেকো হৃদয়ে
যেন মনে আসে ভয়
তোমার নামটি স্মরণে!

যত মোর ভুল ক্ষমা অতুল
মুছে দাও সব ওগো মোর রব
এই জীবনে!

যত যারে ভালোবাসি
তুমি তার থেকেও বেশি
যেন মুখে থাকে হাসি
তোমায় বরণে!

যখন ভেজে চোখের কোনা
প্রভু, মোরে  দিও সান্ত্বনা
মুছে দিও সব দুঃখ বেদনা
তোমার রহম ঝরণে!

[০২/১১/১২]
Imran Islam Jul 2018
তোমার হৃদয় ছোঁয়া হাসির টানে
সন্ধ্যা ক্ষণে এই আঙিনায়
আসবো আমি ফিরে
তোমার ভেজা চরণ দেখতে সখা,
একা একা বিকেল বেলায়
আসবো নদীর তীরে!

খুব সকালে ঘুম ভেঙে মোর
শুনবো তোমার গান
তোমার মায়ামাখা মুখের হাসি
ভাঙবে আমার অভিমান।
ওই জাদু ভরা চোখে
আমার দুচোখ রেখে
স্বপ্ন আঁকবো তোমায় ঘিরে!

সারা দুপুর ব্যস্ত যখন
পড়বে তোমায় মনে
স্মৃতির পরশ মেখে তখন
আমি স্বস্তি নেবো বনে।
তোমার সুখে হেসে হেসে
যাবো প্রিয় ভালোবেসে,
আমার শত দুখের ভীরে!

আবার যখন সন্ধ্যা হবে
রবির আলো নিভে যাবে
তখন আমার তৃষা চোখে
তোমার রূপের জ্যোৎস্না মেখে
আমি ফিরবো আবার নীড়ে!

[২০/০৭/১৮]
Next page