Submit your work, meet writers and drop the ads. Become a member
 
241 · May 2019
Way
SABUR May 2019
Way
Why thought this?
I am floating in daily lush.
I see the dream.
No more dawn anymore,
And I can't really do it.
The other world is dragging.
The lush is the only way.
Who knows
That's not the rain.
Eyesight thirst
That is the pain which feels in the breath.
Why is thirsty next to the spring?
Fire companion, why not burn?
I understand,
Sleep is blind?
Where the interest is!
I do not know, maybe selfish!
I can't do this anymore .
Hope-chillum now with me!
Wash again!
Silence!be silence.
Far from here!it's seems,
Feelingless beauty.
Searching way,
161 · May 2019
Daydream
SABUR May 2019
Sudden!!oh it's true
If she?
The sunshine ,fearless mind,my over beats of heart.
Never possible!
Out of all care when I first saw her.
Same things,now.
No i can't more.
It's daydream daydream
144 · May 2019
নীলকন্ঠ
SABUR May 2019
নেশা হারানো দিন গুলো ,
আজ কবিতায় ঘিরে থাকে।
স্বপ্ন হতে চেয়েছিলাম,
ঘৃনার সাগরে ভাসলাম।
নিজের ভেবে আঁকড়ে ধরি,
কে জানে!!বালি সম-মন কার।
দৃষ্টিতে গরল ছিলো,
এ চোখ মানেনি তখন।
সব বুঝেও মেনেছিলাম!মহাদেব ,
সাজিতে ঘৃনার বৃষ!!ছি,
হয়তো বাতাসে সুগন্ধ নাই,
কিন্তু এখন আমি আর ভুল নয়।
সঠিকটা নীলকণ্ঠ।
SABUR May 2019
তামাক কেন?
স্বপ্ন আজ ধোঁয়ায় মিশেছে।
অপূর্ণতা গ্রাস করেছে।
দৃষ্টিহীন চোখ আমার ।
কল্পনা তরু শুধু।
ওটা বৃষ্টি নয় এ চোখের তৃষ্ণা।
হৃৎ আজ ক্লান্ত স্পন্দনে,
এ কেমন,
ঝর্নার পাশে তবু তৃষ্ণা।
আগুন সঙ্গী,দাহিত হচ্ছেনা।
বাস্তবে আর পারছিনা।
অবাস্তবে আমার ঠাঁয়।
প্রার্থনা !!কার কাছে করে?
ঘুমভাঙা চোখ নি:শ্বাস পেতে চাই,
কিন্তু ধোঁয়া দেওয়া হয় উপহারসম ।
ওহ।তৃষ্ণার্থ চোখ,
এ কী চেতনা।
পারছিনা?
নব-ছিলিম সঙ্গতা আবার।
জগৎহীন আমার চিন্তা।
ধোঁয়া শুধু ধোঁয়া!
81 · May 2019
কল্পনা
SABUR May 2019
মৃত্যুরবীজ লেগে থাকে জোনাকিরঠোঁটে,
প্রাণভরাখুশি নিয়ে তবু রোজ জ্বলে_ওঠে।
নীলের মোহে মোহ-আবিষ্ট, না মোহের নীলে নীলকণ্ঠ?চরম ধাঁধায়।ভালোবাসাগুলো তোলা থাক মনের খাতায়.. ,
লেখা থাক সব স্মৃতি ডাইরির পাতায় ,
কেনো তা ব্যক্ত করব তার কাছে ,
যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নাই..।।
যদি নিরুপায় গুটি গুটি পায়, ধানের ক্ষেত রাখাল ছেলে চায়, প্রেম ভালোবাসার নির্মমতায়, সাজু রূপায় জীবন খুঁজে তাই,..
আর কত দূরে নিয়ে যাবে মোরে
              হে সুন্দরী?
বলো,কোন্ পার ভিড়িবে তোমার
            সোনার তরী।
যেদিন আমি হারিয়ে যাব,বুঝবে সেদিন বুঝবে।
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে--
বুঝবে সেদিন বুঝবে।

— The End —