মৃত্যুরবীজ লেগে থাকে জোনাকিরঠোঁটে,
প্রাণভরাখুশি নিয়ে তবু রোজ জ্বলে_ওঠে।
নীলের মোহে মোহ-আবিষ্ট, না মোহের নীলে নীলকণ্ঠ?চরম ধাঁধায়।ভালোবাসাগুলো তোলা থাক মনের খাতায়.. ,
লেখা থাক সব স্মৃতি ডাইরির পাতায় ,
কেনো তা ব্যক্ত করব তার কাছে ,
যার কাছে আমার ভালোবাসার কোনো মূল্য নাই..।।
যদি নিরুপায় গুটি গুটি পায়, ধানের ক্ষেত রাখাল ছেলে চায়, প্রেম ভালোবাসার নির্মমতায়, সাজু রূপায় জীবন খুঁজে তাই,..
আর কত দূরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী?
বলো,কোন্ পার ভিড়িবে তোমার
সোনার তরী।
যেদিন আমি হারিয়ে যাব,বুঝবে সেদিন বুঝবে।
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে--
বুঝবে সেদিন বুঝবে।