Submit your work, meet writers and drop the ads. Become a member
 
Imran Islam May 2018
ধর রে ওরে অস্ত্র ধর
কর রে যুদ্ধ আবার কর
মরলে ওরে যুদ্ধে মর
স্বাধীনতা রক্ষা কর!

চল রে তরুণ অগ্রে চল
দেখা রে তোর বুদ্ধি বল
দে রে মুছে চোখের জল
দেশের কথা বল রে বল!

মুক্তি দিতে অত্যাচার
গড় রে শিবির গড় রে গড়!

ভুলে যা তোর কল্প পুর
আন রে ছিনে রোদ্দুপুর
হাওয়ায় ভাসা যুদ্ধ সুর
দে রে পাড়ি হিমা চূঁড়!

চর রে চূঁড়ায় চর রে চর
উচ্চ বিশ্ব ধর রে ধর!

নবীন তোরা ফোট রে ফোট
দেখা তোদের তরুণ চোট
অত্যাচারীর কর রে নোট
ন্যায়ের পক্ষে দিস রে ভোট!

পড় রে তোরা পড় রে পড়
একাত্তরের মর্ম পড়!

অত্যাচারীর দেখ রে ধরণ
মায়ের রত্ন করছে হরণ;
করিসনে তুই ভয়কে বরণ
নগ্ন পথে চাল রে চরণ!

ধর রে শত্রু ধর রে ধর
কর রে ওদের ভূগত কর!

ভাব রে কিসে স্বাধীনতা
দে রে মায়ের পূর্ণতা;
দিয়ে দে তোর সব মমতা
করতে পূরণ শূন্যতা!

আন রে কেড়ে নন্দ ঝড়;
তরুণ সবাই সহদর!

[০২/১২/০৮]
Imran Islam May 2018
মাগো, অশ্রু কেন তোমার চোখে
কেন মেঘের আঁধার তোমার মুখে
বলো, কিসের তোমার ভয়?
তোমার খোলা মাঠে-বনে
শত্রুরা ফের আঘাত হানে
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার ধন-রূপের মাঝে
দস্যিদের ওই শঙ্কা বাজে
তোমার বুকে হানতে আঘাত
শত্রুরা সব দায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

তোমার বনের পাতায় তোমার সাগর জলে
শত্রুরা ওই বাসা বাঁধে দস্যি ছুটে চলে
ওরা তোমার পায়ে শিকল দিতে চায়,
এই কী তোমার ভয়?
মাগো, এই তো তোমার ভয়!

[১২/০৫/১৮]
Imran Islam May 2018
কোন রহমে এঁকেছো প্রভু আকাশের নীল
কোন রহমে বহাও তুমি ভোরের অনিল!

শান্ত শীতল প্রভাত ক্ষণে
মন হারিয়ে যায় যে ঘ্রাণে
বলো তুমি বলো প্রভু, এ কোন করুনার মিল!

দূর্বা ঘাসে ঝরাও শিশির
কানন করো সবুজ শিবির
বলো তুমি বলো প্রভু, এ কোন সুধা-সলিল!

নদীর বুকে ঢেউয়ের দোলা
মেঘে মেঘে ছন্দ খেলা
বলো তুমি বলো প্রভু, এ কোন স্বর্গ-জামিল!

[০৬/০৭/০৯]
Imran Islam May 2018
গাইবো গাইবো গাইবোই আমি সত্যের স্লোগান
ভয় করি নাকো সত্যের পথে যায় যদি এ প্রাণ!

দ্বারে দ্বারে পৌঁছে দেবো কোরানের বাণী
রবে না আর কারও মাঝে হিংসা, রাহাজানি
সবার মাঝে আসবে ফিরে সাম্যের একতান।

দেখো তুমি দ্বীনের রবি যাচ্ছে যে আজ ডুবে
জাগাও তারে নতুন করে ‘আল্লাহ মহান’ রবে
থেকো না তো নিরব তুমি নিয়ে অবসান!

রয়েছো তুমি চোখ ফিরিয়ে দ্বীন হারাবার কালে
মুখের কথায় হবে কী জয়; ওমর, খালিদ ভু্লে?
কোরানের কথা শুনলেই তুমি সপে দাও পরান!

এঁকে দাও তুমি ভাষণে, আসনে মাবুদের হুকুম
পদাঘাতে করে দাও লয় অবিচার, জুলুম
পণ করে নাও ‘করবো আমি সত্যের অভিযান’!

[০৭/০৭/০৯]
Imran Islam May 2018
রক্তভেজা অঙ্গে মাগো, দাঁড়িয়ে আছি  দ্বারে
তুমি বরণ করো আমারে!
মাগো, বরণ করো আমারে!

যে কোরানের জন্য দিয়েছি জীবন
যে ন্যায়ের পথে ভিজেছে চরণ
সেসব দিয়ে গিয়েছি তোমারে;
বরণ করো আমারে!

কোরানের পথকে যে ভালোবেসে
মৃত্যুকে বরে নেয় হেসে হেসে
এমন ফুল ফুটুক মাগো, তোমার কাননে;
বরণ করো আমারে!

আমার যত আঘাত আছে
সব রেখেছি তোমার কাছে
তুমি ভাসিয়ে দিও দুঃখ ওই  মহাসাগরে;
বরণ করো আমারে!

[০৫/০৭/০৯]
Imran Islam May 2018
আমি জিঞ্জিরে বাঁধা- পিঞ্জরে
এই জিঞ্জির ছিড়ে পিঞ্জর ভেঙে
মুক্ত করো না,
আমায় মুক্ত করো না!

আমি নেই নন্দনে
ভিজে আছি ক্রন্দরে;
নন্দন দিয়ে ক্রন্দন মুছে
দাও না সান্ত্বনা,
আমায় দাও না সান্ত্বনা!

তুমি কেন শান্ত
দেখো না ভ্রান্ত;
শান্ত মনে ভ্রান্ত ভেঙে
সত্য ভাবো না,
আমায় মুক্ত করো না!

তুমি রবে মুক্ত
আমি কারভুক্ত;
ওরে মুক্ত, ভুক্তকে-
একটু ভাবো না,
আমায় মুক্ত করো না!

আমিও তোমার মতো উষায়-
নিতে চাই ফুলের ঘ্রাণ
দিতে চাই ভোরের গান-
হিমেল হাওয়ায়।
আমার এ গায় তোমার মতো
শিশির পড়ুক না,
আমায় ছেড়ে দাও না!

[০৫/০৭/০৯]
Imran Islam May 2018
মুমিনের বুক কভু কাঁপে না
সত্য কভু চেপে রাখে না
জীবনের বিনিময়
সফলতা নিয়ে নেয়
শ্রমের দাম কভু যাচে না!

থাকে কোরানের ধ্যানে
চলে সততা মেনে
বার বার এক ফাঁদে পড়ে না!

মাবুদের হুকুমে
গলে পরে মোমে
মিথ্যা সে কভু বলে না!

জিহাদের কাফেলায়
আসে নির্দ্বিধায়
পরোয়ার বিনে শির নত করে না!

সৎ কাজে নেই তাঁর পিছু টান
কোরানের পথে সদা করে আহ্বান
কারও অধিকার সে কেড়ে নেয় না!

[০৪/০৫/০৯]
Next page