Submit your work, meet writers and drop the ads. Become a member
120 · Jan 2021
যাই
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;14:52
.
আমার অশান্ত পথ
গন্তব্যহীন অচেনা
আমি হেঁটে যাই
অণু'র সীমান্তের দিকে।
.
যেতে যেতে বহুদূর
ঊনপঞ্চাশ বসন্ত
অবিরাম হেঁটে চলা
ক্লান্ত নিয়তি।
.
তবু প্রতি সেকেন্ডে
অপেক্ষা গুলো
আমাকে তাড়িয়ে বেড়ায়
অচেনা দিগন্তের দিকে।
.
সামনের ঝড়ো বাতাস
বৃষ্টি, ঝড় পেরোলে
হয়তো সীমান্ত অণু'র
আশায় আশায় হেঁটে যাচ্ছি, যাই- ।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;18:17
.
অণু যখন ছোট্ট কেবল
টুকটুকে লাল শিশু
ভাবছে সবাই হবে বড়
যেমন মহান যীশু।
.
দিন গুলো তার কাটুক যেমন
ধৈর্যেই হবে গত
যতই কাঁটা বিঁধুক পায়ে
মুখে হাসি, মহানবীর মত।
.
প্রেমের কষ্ট বুকে পুষে  
মুখে রাখবে হাসি
কৃষ্ণের মতো বলবে সে যে
প্রাণেই ঈশ্বর, প্রাণ ভালোবাসি।
.
অহিংসা পরম ধর্ম
জানিয়ে গেলেন ভগবান বুদ্ধ
মানবতার এই মহান ব্রতে
অণুও করুক যুদ্ধ।
.
শিক্ষা দীক্ষায় মানুষ হয়ে
হাসবে যখন অণু
তসলিমারাও হাসবে তখন
হাসবে অভিজিত, তনু।
.
সবার জন্যই শান্তি খুঁজে
অণু পাবে সুখ
মানুষের মত মানুষ হবে
গর্বিত হবে বুক।
109 · May 2020
বসন্ত রাত
Samar Bhowmick May 2020
যে আগুন গোপনীয়তা শুষে নেয়-
আমাকে রাজা করে তোমাকে সেরা
এমন একটি উদযাপন চাই,
কুয়াশা ঘেরা বসন্ত প্রভাতে।

জোনাকীর আলোতে লুকিয়ে দেখা
সবুজ বাগিচায় উদাস মায়া-
নিউরনের সমস্ত গহ্বরকে হিংস্র করে,
গুনতে না পারা ধৈর্যের এককে।

উড়ন্ত প্রজাপতি জলের ছিটা খুঁজে
বাহিরের বৃষ্টিতে ভিজে উদাসী মন-
ক্ষুধায় আচ্ছন্ন শিরা উপশিরা; সহস্র বছর
তোমার ছোঁয়ায় চায় প্রত্যাশিত বসন্ত।

তোমাকে লক্ষ লক্ষ সংখ্যায় ভালোবাসতে
বসন্ত রাত এবং তুমি বাতাসি পোশাকে-
কৌতূহলী হলে আমাকে জিজ্ঞাসা কর অণু,
জীবনে এমন একটি বসন্তের রাত চাই।
105 · Jan 2021
থেকেও নেই
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
7 জানুয়ারি 2021;23:46
.
অণু , আমি অসুস্থ মানবতাকে সেবা দিই
ভালোবাসা দেয় আমার আহত হৃদয়
মানবতাকে শ্রদ্ধা করে চুম্বন করি
আলিঙ্গন করি পরম স্নেহে।
.
তাই, এখনও তোমাকেই ভালোবাসি
অথচ নিজেকে ধ্বংসস্তুপে পরিনত করেছি
যদিও আমার জন্য একটি জীবন চেয়েছিলাম
কিন্ত ভাগ্য দূরে সরে গেছে।
.
অবিকল ঈশ্বরের মতো বেঁচে থাকে স্মৃতি
আছে মহা প্রভু'র মতোই অক্ষয় অব্যয়
তখনও ছিলো, এখনও, থাকবেই-
তোমার স্মৃতিই আমার একমাত্র সুখ।
.
সব কিছুই হতাশার ডুবে যাচ্ছে আজকাল
পড়ে আছে জীবনের ধ্বংসাবশেষ
বজ্রাঘাতে বিলুপ্ত জীবের জীবনের মতো
কি আর আশা করতে পারি?
.
কি করে এটাকে জীবন বলি, বলো ?
ঝড়ের তান্ডব শেষে বিধ্বস্ত বিকেলের মতো
জীর্ণ শীর্ষ ধ্বংসাবশেষ নিয়ে
লাইট পোস্টের মতো ঠায় দাঁড়িয়ে আছি।
.
তোমার সাথে ভাগ করতে চেয়েছিলাম
আমার হাসি, অপেক্ষার প্রহর
অথচ মৃত্যুকে একধাপ বিভক্ত করে
দাঁড়িয়ে আছি এখন অতল গহ্বরে।
.
জীবনও ঝড়ের প্রস্তুতি নিচ্ছে-
আত্মার ভিতরে গর্জন আর গর্জন
যদিও বেঁচে থাকার ইচ্ছে নেই--
তবু শান্ত হওয়ার চেষ্টা করছি।
.
কেনইবা বেঁচে থাকতে হবে আমায়?
ধুসর পাথরের মতো একা, শুধু একা
যদিও তুমি আমার অণু,  আছো-
অথচ জীবনে থেকেও নেই।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
15 জানুয়ারি 2021;20:41
.
আমার নিতান্তই ভাগ্য ভালো যে,
অণু আমার বিবাহিত স্ত্রী নয়,
আমিও চুক্তিবদ্ধ দলিলে স্বামী নই
অণু পরমাত্মা, জল, স্থল, অগ্নি
বায়ু, আকাশ, বাতাস, পরমেশ্বর ও বন্ধু।
.
তা না হলে অণূও বুঝতো না
আত্মার ক্রন্দন, প্রাণের চাওয়া
প্রেমের বিলাপ ভালোবাসার হাহাকার,
অণুও পার্থিবতার চক্রান্তে লীন হয়ে যেত
উদ্যম আর আধুনিকতায় হারিয়ে যেত সত্বা।
.
সভ্যতার সম্পর্কের সত্বাধীকারী হলে
নির্মম চাবুকে তুলেদিত হৃদয়ের ছাল
যুক্তির যুক্তিযুক্ত কষাঘাতে আহত হতো
প্রেমের নিবাস ভালোবাসার ঘর সম্পর্কের আশ্রয়
সময়ের একক গুলো বেদনার প্রহর গোনে জলের স্রোতে অপেক্ষা করতো অনন্তের।
.
ভাগ্যিস, অণু দলিল ভুক্ত স্ত্রী নয়
তাই আমার ভালোবাসা সুনিপুণ সুন্দর
প্রেম স্বর্গীয়, সম্পর্ক জন্ম জন্মান্তরের
অনুভব অবিস্বরনীয়, অকৃত্রিম
স্নেহ আত্মার, স্পর্শ দৈবীক, দৃষ্টি নন্দিত।
.
অণু দলিল ভূক্ত স্ত্রী নয় বলেই
প্রেম মোহহীন, স্বার্থহীন, অব্যয়, অক্ষয়।
অপেক্ষার প্রহর গোনা নিস্বার্থ প্রেমিকার চোখে
সাদা, সদালাপী, চঞ্চল, কামাতুর আশ্চর্য পুরুষের মতো
আমিও ক্ষমা যোগ্য আকাঙ্খিত এক স্বাধীন প্রেমিক।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
10 জানুয়ারি 2021;02:12
.
কখনও কল্পনায় আসে অণু?
সম্মুখ থেকে চলে যায়
ক্ষুধার্তের খাবার-
ভালোবাসার সুদৃশ্য ভাগাড়ে।
.
কিভাবে সভ্যতার সুন্দর হাত
সুনিপুণ পর্দার আড়ালে
ছিন্ন ভিন্ন করে প্রেম
জ্বলে জীবন তরু।
.
জানো কতটুকু নগ্ন হয়
মানুষের মন
কতটুকু স্নেহ গড়ায়
পার্থিব পাহাড়ে?
.
গ্রাস কেড়ে নেয়া কোমল হাত
অহংকারের স্পর্ধা ছড়ায়
প্রকাশ্য সূর্যালোকে
জানো কখন ?
.
অথচ সুশীল সমাজ
সূর্যের আলোতে দেখে
জলাবদ্ধ নগ্নতায়
মাছের স্বর্ণালী চুম্বন।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
5 জানুয়ারি 2021;17:14
.
অণু, বাতাসেই প্রেম ভেসে বেড়ায়  
যেখানে আত্মা অবাধে বিচরণ করে
আমি আত্মার দাসত্ব করি
শরীর অনুসরণ করে সভ্যতার নিয়ম
হারিয়ে যাওয়ার পর, আক্ষেপ করার মতো
বিরল সম্পর্ক হারাতে চাই না।
.
যদিও আধুনিক সভ্যতায় প্রেমের স্থায়িত্ব কঠিন
প্রতি সেকেন্ডে পাল্লা দিয়ে পরিবর্তিত হয় আবেগ
তবুও ফুলেল এই শিল্পকে রক্ষার জন্য
অন্তরের উদ্যানে জন্মাতে হয় অবিনশ্বর বিশ্বাস।
.
তুমি আমার অন্তরে ভালোবাসা পাঠালে
আমি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হই
কৃতজ্ঞতা আমাকে স্মরণ করিয়ে দেয়
সতন্র ব্যক্তিত্ব হলেও
একমাত্র প্রেম আমাদের পরিচয়।
.
প্রেমে দাম্ভিকতার কোন স্থান নেই
স্থান নেই প্রতারণার
বরং মূল্যবান স্মৃতি তৈরি করি
সেখানেই পাবো আরাধ্য মিলন।
.
প্রেম জন্মগত, বংশগত সম্পর্ক নয় অণু
রক্তের সম্পর্কও নয়
প্রেম প্রবাহমান জীবনের চাওয়া
প্রকৃতি প্রদত্ত দৈব সম্পর্ক।।
91 · Jun 2020
আড়াল
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
12 জুন 2020; 23:20

ব্যাথার গহ্বর থেকে হাসি তৈরী করে
অজান্তেই আড়াল করি শোকের শব
হাসির মুখোশের নীচে-
চেনা অবয়বে অচেনা আমি।

সবকিছুর জন্য সৎ হতে না পেরে
পরাজিত আত্মায় অশান্তিকে শান্ত করি
দুঃখ ঢেকে মিথ্যার আবরনে-
নিজের সাথে রাখি।

মধুমাখা কথার কথায় ভাসাই সময়
অন্ধকারে চেপে রেখে জীবন
শান্তনায় শোকের মিছিল-
আয়ুর পরমায়ু’র প্রয়োজনে।

মিথ্যে সুখ স্বাচ্ছন্দ্যের খবর জানিয়ে
ভাবনার দুগ্ধ সমুদ্র বিশ্বকে দেখাই
দেবদূতের মতো মানুষ হতে-
কবরে ডুবে মন।

নিজেই নিজের গর্ব হয়ে
দেখিয়ে চলি আলোর মিছিল
হৃদয়ে মহাসাগরের জল-
ছায়াহীন চিন্তায় বেঁচে থাকি।

নিজের চেহারাকে সর্বদা চকচকে রেখে
অন্তর ছেড়ে যাওয়া চিন্তার সৌন্দর্য
গোপনে কাঁদে রাত দিন-
একটাই জীবন আমার।

এবং অণু’র কথা রাখার হাঁকডাকে
মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা রাখি
পৃথিবীতে রেখে যাওয়া সময়-
হেঁটেছি অন্ধকার আলপথে।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
25 জুলাই 2020; 19:15
.
অণু জেনে রেখো
জীবন সংকীর্ণ ভ্রমনপথ,
যদি সুখী ভ্রমন চাও-
ভালোবাসা দিতে ভালোবেসো,
প্রকৃতির জন্য ভালোবাসা,
সৃষ্টির জন্য ভালোবাসা,
মানুষকে ভালোবেসে।
.
মৃত্যু বিপদজনক অঞ্চল
এবং বিপর্যয়ের ধাক্কা-
যদি অবাদে পার হতে চাও
ভালোবাসায় পথ চলো-
পাপপূর্ণ বুকের বক্র রেখায়,
শূণ্য আপোষে-
সরল করো জীবন।
.
মৃদু ভাবনায় পরম ভাবনাগুলো
যদি হৃদয়ে আটকে যায়,
মোহের সংবেদনশীলতায়-
ত্বকের মধ্য দিয়ে প্রবাহিত বার্তা,
তখন একটি উদ্বিগ্ন প্রয়াস-
মহাকাল শেষে দ্যাখো,
ভালোবাসা মানে স্বর্গবাস।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
21 জুলাই 2020; 15:43

প্রেমের শীতল শিখা হৃদয় স্পর্শ করে
উত্তপ্ত আত্মায় পরিবর্তন করে মানুষের মন,
গ্রীষ্মের বরফের মতো দয়াবান শীতলতায়-
মুছে দেয় জীবনের ত্রুটি ও ক্রোধ।

প্রেমের প্রখরতা দৃষ্টিতে মেলে ধরে সভ্যতার জঞ্জাল
প্রথম শিক্ষকের মতো হৃদয়ে বুনে আলোর বীজ,
ভালোবাসা বেদনাদায়ক হলেও; সাম্যতায়-
আলোকিত করে অন্ধকার জগতের প্রাণ।

প্রেম নিজেকে পরিবর্তন করে আত্মত্যাগী করে তোলে
ধ্বংসের উঠোনে সৃষ্টিকে পৃথক করতে শেখায়,
ভালোবাসা ভুল হলেও অমূলক নয়-
অজানা কারণ শূণ্যতায় ভেসে বেড়ায়।

আমাদের জানা অজানায়-
প্রেম সবচেয়ে বড় ঋণ মানুষের,
প্রেমের চেয়ে মহৎ কিছু নেই অণু-
নেই কিছুই, এত চিরতরে গভীর।।
87 · Jan 2021
অনুভব
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
13 জানুয়ারি 2021;03:02
.
হৃদয় থেকেই জন্ম হয়েছিল প্রেম
কল্পনার মায়া
কিছুই মরে যায়নি এখনও
এই আমার ভালোবাসার আনন্দ
জানি, বুঝতে পেরেছি, এখনও অণু আছে।
.
তবুও দুঃখে আত্মা কেঁদে উঠে
যখন অণু'র নিরবতা কঠোর হয়
শব্দ শূণ্য নিষ্ঠুর নিরব নিঃশব্দ থাকি
যদি অনুমতি পাই-
জিজ্ঞেস করবো কেন আমি স্বর্গে নেই ?
.
অণু আকাশের উজ্জ্বল তারা
আমার অপেক্ষা
অপেক্ষার যাদু
মুহুর্তে মুহুর্তে দেখার ইচ্ছা
মুহূর্তেই আত্মার চুম্বন।
.
প্রাণ খুঁজে পাওয়ার তৃপ্তিতে
আঁকড়ে ধরি অণু'র ভালোবাসা
এবং তার চোখে দেখা
সমুদ্রের মতো প্রশস্ত পথ
যে পথে ভ্রমণ করে আমার প্রেম।
.
অণুও ভালোবাসার জন্য কাঁদে
তা জেনেও ব্যথা অনুভব করি
চিন্তায় দুঃখ পায় হৃদয়
যখন অণু'কে অনেক দূরে মনে হয়
অবলীলায় কেঁদে উঠে প্রাণ।
Samar Bhowmick May 2020
তোমার সম্পর্কে লিখে যাই অণু
এবং তোমাতেই সম্ভবনা
আনন্দ ব্যথা তোমাতেই সংযুক্ত
শরীরে সাতাঁর কাটা প্রেমের নীল রস
আত্মায় ডুবিয়ে দেয়া বসন্ত বাতাস
মনের বাগিচায় ফুল কলির মিছিলে
বার বার অবিরাম তুমি।

আমি কে ছিলাম
কখন কেমন ছিলাম
কেমন আছি জানি না
যখন তুমি-
আমার ইচ্ছের ঘরে আসো
তখন আমি আর আমি থাকি না।

অণু’তেই জীবনের পৃষ্ঠা গুলো ভরাট করেছি
ক্ষতি দুঃখ কষ্ট সহোদর করে
অতীতের ছেড়া পৃষ্ঠা গুলো
যা আঁকড়ে ছিলো
জীবনের পরতে পরতে
নিজেই খরার বাতাসে উড়িয়ে দিলাম।

দিন শুধু কঠিন হতে চলেছে-
অসম্ভব হতে চলেছে
তবু অজস্র বার তোমাকে বলেছি
অজস্র কবিতায় লিখেছি
নিজের অজান্তে ছেড়ে দেওয়া
তোমার শব্দ স্নেহ মায়া; আর
তুমি আমার প্রজাপতি।

তোমার ধারনাই ঠিক-
অণু’কে ছাড়া নিজেকেও বিশ্বাস করি না
তোমাতে অনেক কিছু আছে
যদি পা রাখো আমার শব্দের বাহিরে
তবুও কিন্তু-
তুমিই শান্তি সান্ত্বনা বিষন্নতা সব।

আমি লজ্জিত হই আমার সীমাবদ্ধতায়
অপরাধবোধ আঠাঁর মতো লেগে থাকে আত্মায়
তবু শিশুর মতো মনে রাখি তোমায়
অণুসরণ করি পূর্ণিমার চাঁদের মতো
তুমিই সুবাস ছড়ানো কামিনি; এবং
আনন্দের চেয়েও প্রিয় সঙ্গী।
76 · May 2020
Yet the will is
Samar Bhowmick May 2020
Anu; I think-
Give you a kiss-
Maybe I'm leaving,
Corona's gradual revolt-
The procession on the other side is mine
In time message-
Waiting for the eternal journey.
My endless night of rest
Tulsi agar sandalwood juice
Will be hidden-
In the shadows under the shadows,
The scent of your bunch of yellow flowers.

Anu is crying for you
All the veins and sub-veins carrying the juice of affection are trembling
When i think--
Nature will create the widow butterfly
Anu'll lose warm sleep in the cold
Whose heart is hidden-
The chirping of birds in the morning
The scent of new crops,
Numerous dormant particles.

Anu is not a minor today-
Inside him are countless waves of disobedient love
Flows without guilt-
Neuron fresh juice
Time's lips kiss the Anu too,
Just like me
And explodes in Leela in a pink hue
Sometimes it spreads like a white flower,
Flashes lightning-
The soul feels the soul.

Anu may be going to an unknown destination
Corona's gradual revolt-
Maybe no more kissing-
Now only daytime noon morning night
Sadly waiting
R-
Fear of the cheat corona's violent claws,
The water of tears ran away
Still wish-
I kiss you, Anu..
75 · Aug 2020
বোধের পথ
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
17 আগষ্ট 2020; 01:15
.
আত্মায় নিঃসঙ্গতার চিহ্নগুলো জমা রেখে
ঘৃণার রাতগুলো একের পর এক চলে যায়,
আর তোমার কন্ঠ শুনতে পাই বদ্ধ দেয়ালে
হারিয়ে গেলেও তোমাকে অনুভব করি অণু।
.
আমি তোমার মানবীয় শব্দ স্নেহের কাঙাল
ফিরে এসো বিশ্বাসঘাতকতার শব্দগুলো হত্যা করি,
আমার ভেঙ্গেপরা মনে তোমার আলতো স্নেহগুলো
জড়িয়ে ধরুক আমাদের অসম্পূর্ণ সুখের প্রতিশ্রুতি।
.
যদি পদতলে পিষ্ট করো আমার ঘৃণাময় রাত
অথবা নির্জন রাতের অন্ধকার ও নিদ্রাহীনতা,
কঙ্করময় পথ হলেও আমাদের পদক্ষেপের নীচে
মিলিয়ে যাবে জীবনের যতো গোলকধাঁধা।
.
শিরায় রাখা স্নেহের অনুভবগুলো ভুলতে গিয়ে
চোখের পলক বারবার খুলে দেয় তোমার অবয়ব
আর তোমার ভালোবাসার মায়াবী স্নেহের টানে
আমাকে জ্বলন্ত আগুনে ফেলে ঢেলে দেয় বিষ।
.
দিন শেষে সূর্য্ যখন ঘুমিয়ে পড়ে পশ্চিম আকাশে
রাতের নিরবতায় লুকিয়ে থাকা লম্পট ব্যথাগুলো,
ছিঁড়ে খুঁড়ে খায় আমার অনুভব অনুভুতির হাঁড়মাংস
অথচ অচ্ছুত আনন্দের গভীরে তোমাকেই ভালোবাসি।
.
দ্যাখো স্বপ্নময় আশাগুলো হৃদয় ছিঁড়ে এখনও তরুণ
হৃদয়ের উপর কেমন আলোকিত বৃত্ত তৈরী করে,
প্রাণের চতুর্দিকে ছড়িয়ে দেয় তোমার অনুকম্পা
তাই তোমার জন্য সমস্ত দরজা খোলা রেখেছি।
.
তুমি জীবনের উত্তেজনা বিবর্তনে জয়ী নায়িকা
নিঃশ্বাসের সাথে মনমন্দিরের স্পন্দন গুলো তোমার,
পৃথিবীর সমস্ত বাতাস তোমার ছায়ায় কেঁপে উঠে
তোমার অভিশাপ, ত্যগ, মায়া আমার কাছে রহস্য।
.
হয়তো জীবনে অকারনেই সংযোগ হয়েছিলো অণু
যদিও সবাই জীবনে নিয়তিবদ্ধ তবু জীবনই শান্তি,
সেখানেই আমি অশ্রু দিয়ে জীবন শুরু করেছিলাম
আর অনন্তকালীন হৃদয়ে রেখেছি তোমাকেই।
.
আলিঙ্গনের হাত প্রসারিত দেখার অপেক্ষায়
ক্ষমার দোরগোড়ায় হাঁটু গেড়ে বসে আছি আজও,
রাতগুলি অন্তহীন একাকীত্বের চিহ্ন রেখে য়ায়
যদি পারো বোধের পথ বেছে নিও অণু ।
74 · Jun 2020
তন্তুর রঙ
Samar Bhowmick Jun 2020
অণু দম্ভ ভরে তুমি আনন্দ করো
লিখে যাই হৃদয়ের পাতা ভরে
ভালোবাসি তোমায়; ভালোবাসি।

আজকের নতুন প্রভাত স্বপ্ন বিভোর আগামীর
আনন্দ উদয় হওয়া গানের কলি
আত্মাকে জড়িয়ে রেখেছে।

তোমার বুক জড়ানো উড়নার মতো
প্রেম জড়ানো উষ্ণতায় অঙ্কুরিত হয়
উষ্ণ শব্দাবলী- প্রেমের পাঁচালী।

আগাছায় আবৃত উদ্যানের মতো-
আমার অজস্র নিরাপরাধ আবেগের মধ্যে
ভালোবাসি শব্দের সৃষ্টি।

ভালোবাসা হৃদয়ের জ্বলন্ত গোলক
আলোকিত করে উদ্যত প্রেম
অন্তরে উষ্ণ করে তোমার চিহ্ন গুলো।

এবং অন্ধকার সভ্যতায় আগুন দিয়ে
শিখা অনির্বানের মতো জ্বালায় সমাজ,
জ্ঞানের নির্মোহ আলোয়।

প্রেম পৃথিবীর সবচেয়ে শিক্ষনীয় খেলা-
যা আমার ভিতর লুকিয়ে ছিলো.
তোমাকেও ছেড়ে যায়নি।

শৈশবের বন্ধুত্বের মতো
শিশুর হাসির মতো-
আজকের আচরণে প্রদর্শিত শব্দ আমার।

যখন তোমাকে প্রেমিকার চেহারায় দেখি
নতুন করে খননের মতো
নাব্যতা হারানো নদী।

তুমি উল্কা উজ্জ্বল আলোক শিখা
উপস্থিত আলোর একটি বলয়
কিন্তু তারপরেও আত্মাকে বেধে রাখি।

মূর্খ মস্তিস্কের কটুক্তিকরা শব্দের ধাঁধাঁয়
তাঁদের হাস্যকর হাসি
শয়তানের হাততালির মতো বাজে।

কিন্তু অদৃশ্য আত্মা তোমাতেই ফিরে যায়
ধরা বাঁধাহীন অনঢ় বিশ্বাস গরিমায়
দ্রুত উপস্থিত হয় তোমাতেই।

চেতনায় প্রবাহিত তোমার প্রেমের সাঁতার
ভালোবাসতে শেখায় ব্যর্থতাহীন-
বরফের মতো শীতল চিন্তা ধারায়।


যদি কোন দিন কথা নেই জীবনে
যদি আলো নেই সভ্যতার বাগানে
তবু কোন হতাশা নেই প্রাপ্তির।

এবং নির্জন রাত যদিও অন্ধকার
কোন ভয় নেই অনুভবে-
তন্তুর রঙের মতো আমাদের প্রেম একাকার।
Samar Bhowmick Jan 2021
সমর ভৌমিক
19 জানুয়ারি 2021;15:15
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
তির্যলতার নিশ্চিত মানবিক পৃথিবী
অণু'র জন্য সম্মান অধিকার স্বাধীনতা
আর আমার বয়োজ্যেষ্ঠদের জন্য
শ্রদ্ধা মায়া মাখানো নিখাদ ভালোবাসা।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
গাছ-পালা লতা-পাতা পশু-পাখির স্বাভাবিক মৃত্যু
স্বাধীন কন্ঠস্বর, রাজনীতি, গান, গল্প কবিতা
বাহাত্তরের সংবিধান, লাল-সবুজ পতাকার সম্মান
অনাহারী দূর্বল শোষিত মানুষের মুখের হাসি।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
তসলিমা তনু অভিজিতের জন্য একটু প্রেম
নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য সুশীল নিশ্বাস
আত্ম কেন্দ্রিক বর্বর ধর্মান্ধদের জন্য একটু জ্ঞান
বীরঙ্গনার চোখের জলের পরিবর্তে পিপাসার জল।
.
আমাকে তোমরা ভিক্ষা দিও
চন্দ্রদেবী রবীন্দ্রনাথ রবার্ট ফ্রস্ট নজরুল
ভাষানী বঙ্গবন্ধু সূর্যসেন সি আর দত্ত
ক্ষুদিরাম প্রীতিলতা নূরজাহান বেগম
সালাম রফিক বরকতের আদর্শ।
.
আমি অখ্যাত এক দ্বীন দরিদ্র কবি
আমাকে তোমরা ভিক্ষা দিও
প্রাণের জন্য এক টুকরা মানবিক দৃষ্টি
জলের জন্য, বাতাসের জন্য ভালোবাসা
মাটি আর মানুষের জন্য সুষম প্রেম।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
4 জুলাই 2020; 20:47

দৈব অনুভূতির সংমিশ্রনে সুন্দরী সমৃদ্ধ অণু
আশ্চর্য গভীরতায় ঈশ্বরের দুর্দান্ত আশীর্বাদ
আমার আত্মা অণু’র সমৃদ্ধিকে ভালোবেসেছে
তাঁর মানবীয় গুণ এক আশ্চর্য্ ফুল।

অণু’র মৃদু প্রেম তরঙ্গে তরঙ্গায়িত স্বপ্নপথ
অবাধে হৃদয়ের রাস্তায় নক্ষত্রের আলো ছড়ায়
ধমণী শিরা-উপশিরায় তাঁর প্রেমের মুকুল
আমার সফেদ চিন্তায় ছড়ায় স্বর্গের ঘ্রাণ।

অণু’কে আত্মার সাথী করে ছুঁই নীল আকাশ
আত্মার অপেক্ষমান শক্তিতে অনুভব করি প্রেম
কল্পনার জঞ্জালহীন আগুনহীন ছাইহীন সভ্যতায়
মিষ্টিময়তায় ঢেউ তোলে নবীন সবুজ।

যেন চাতুরী ব্যথায় অন্তরে অস্বস্তি অসুখ নেই
শীতল আগুনে জলের স্রোত নেই চোখের কার্নিশে
নরকের উত্তাপ নেই নীরব হৃদয়ের গভীরে
কেবল পবিত্রতায় প্রেমের পথ অতিক্রম করছি।

সভ্যতার অভিযোগ অনঢ় ক্নান্ত জীবন সীমানায়
বাড়িয়ে চলেছে আমার ভোগান্তির ভোগ
ঈশ্বরে ক্ষমা দৃষ্টির প্রার্থনা রেখে
নিঃশ্বাসের সরল ভালোবাসায় অণু’র বিশ্বাস।

তবু নতুন কোন বিভ্রম চিন্তা নেই অণু
আত্মায় বিনয়ী ধৈর্য্য পুষে ভয় পিষে
যদি আমরা হারাবার পথে হারিয়ে যাই
ঈশ্বর সযতনে আহ্বান জানাবেন শান্তির।

মানুষের প্রেম’ই পরম স্বর্গের পথ
অতিক্রম করে সুগন্ধময় স্বপ্নপূর্ণ গভীরতায়
অবিচল অশুভ কম্পন রেখে নিঃশব্দ প্রেমের পথে
কোন মিষ্টি প্র্রভাতে খুলে যাবে সুখের দরজা।

আত্মা আমার হৃদয়ের গভীরতায় বন্দি রেখেছি
অণু’র অশুভ অশ্রু ভাবনা দূরে সরিয়ে দিতে
অন্যায়ের ভূল শৃঙ্খল থেকে মুক্তি দিতে
জীবন ও মৃত্যুর মাঝে আমার সংগ্রামী প্রেম।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
29 জুলাই 2020; 17:57
.
তুমি জানো এবং বিশ্বাস করো
কখনও দোষ খুঁজিনি অণু,
আত্মার পথ আলোকিত করতে-
নির্মল নক্ষত্রের মতো চলে এসো।
.
মনের আকাশে ভাসমান মেঘের মতো
শ্রাবণের বৃষ্টিতে তোমাকে দেখবো,
অবিকৃত জলের আয়নায় তুমি-
একটি রহস্য; একটি চিন্তা।
.
সময়ের সাথে রসিকতা নয়
আকাঙ্ক্ষা দীর্ঘশ্বাসে বন্ধ হতে পারে,
সময় শব্দটিতে ভরসা নেই-
দুষ্ট জগত কখনও তা খুঁজে পায়নি।
.
পঙ্কিল পথে টেনো না আমায়
যদিও তুমি অবিকল স্বপ্নের সমান,
চাইনা কাদায় পা পিচলে গিয়ে-
লাল রক্তজবা পিষ্ট হোক।
.
যদিও কাদা পম্মের জন্ম দেয়
তবু শ্বেতশুভ্র তুষারকণা হও,
কষ্ট নিয়ে আর ভাবনা নেই-
স্মৃতির নজরেই ভালোবাসা।
.
বরং হৃদয়ের ছবি থেকে পাশে এসো
ভালোবাসা জেগে আছে প্রকাশ ছাড়াই,
অজানায় আমার ছুটন্ত প্রেম-
অপরিবর্তনীয় পথে জীবনের গল্প।
Samar Bhowmick Jun 2020
অণু’র কাজল কালো আঁখিতে
স্বপ্ন রাঙা মুখ
ঘোমটা টানা শাড়ীর আঁচলে
সহস্র জনমের সুখ।

উড়ে এলোচুল বসন্ত বাতাসে
তটিনী তরঙ্গে দুলে
ফাগুন হাওয়ায় প্রেমের রেণু
হৃদয় দরজা খুলে।

সবুজ বনে বসন্তের আগুন
পলাশ সিমুল শাঁখে
রক্ত রাঙা রাধাচূড়া কৃষ্ণচূড়া
অণু’কে জড়িয়ে রাখে।

নোনা পাতায় লিখে দিলাম
অণু’র প্রেম কাহিনী
এঁকে ছিলাম ঠোঁটের তুলিতে=
অতৃপ্ত আত্মার স্নেহখানি।

ভালোবাসা অণু’র ভাবনা মুখর
পিপাসার অনন্ত ধারা
তাঁহার তৃষায় জীবন যৌবন
অতৃপ্ত প্রাণ পাগলপারা।

9 জুন 2020; 21:12, ঢাকা, বাংলাদেশ।
67 · Jun 2020
প্রেম
Samar Bhowmick Jun 2020
রক্তস্রেতে লুকানো বজ্রপাত
জ্বলজ্বলে প্রাণে জীবনের অনুভব
অন্তরের অন্তস্থলে উঁকি দেয়া
চাটুকার অনুভুতি।

আনন্দে ভিজে যাওয়া
সমস্যা গলে যাওয়া আত্মার
অনন্য কৌতুহলী আলোক রশ্মি
মখমলে মেজাজ।

জীবনের ব্যাথা এবং আনন্দে
শুকিয়ে যাওয়া অশ্রু জলে
মুগ্ধকর অমৃত হাসি
ব্যাথা ধোয়া রোদ।

আত্মায় পরিস্কার আকাশ
দেবদূতের সৌন্দর্যে কামনা
চোখে পুষ্পধারী রংধনু
অদেখা অচিন স্বপ্ন।

এক অবিনশ্বর সংগীত
মিষ্টিময়তায় আত্মার গান
যে স্বরলিপি অন্তরে বাজে
অবিরাম অফুরান।

মধুময় ঐশ্বরীক তরঙ্গ
হৃদয়ের উষ্ণ চঞ্চল ঢেউ
যাকে প্রেম বলি অণু
তোমার আমার।
Samar Bhowmick Jun 2020
অণু গ্রাস করেছে আমার নিঃশ্বাস
বাকযন্ত্র হৃদপিন্ড ফুসফুস-
মনে রংধনুর উল্কি ছড়িয়ে
গ্রাস করেছে ভালোবাসা স্নেহ প্রেম
সদা সর্বদা দখল করে নিচ্ছে আমায়।

অণু’ই একমাত্র মায়াবতি রহস্যময়ী নারী
অপার রহস্যে গ্রাস করেছে
আমার কবিতা-
কবিতা লিখার খাতা কলম,
তাঁর মানবীয় গুণের বহুময়ী সৌন্দর্য্
দখল করে নিচ্ছে আত্মার ঘর বাড়ী সব।

অণু ছাড়া এখন হৃদয় যত্নহীন,
অসাড় অসীম-
প্রেম বলতে যা জেনেছি আজও; তাঁকেই
অর্ধেক জীবনের আদর বিশ্বাস,
আমার বরফ জ্বলা আগুন।

অণু’ই আমাকে গলিয়ে বিদ্রোহী করে তোলে
তাঁর জন্যই উপসনা করি;
পবিত্র হয়-
আমার নির্বাচিত প্রেম,
নির্বাক নিস্তব্ধতা।

অণু’র মখমলে মায়া ছুঁয়ে জড়িয়ে থাকে আত্মা
অযৌক্তিক চিন্তন চিৎকার করে,
অন্তরে মননে-
ভাবনার পোষাক পড়ায়
আমার অন্তর্ভূক্ত নাজুক ভালোবাসা।

অণু তোমার কোন ধারণা নেই-
তুমি বিস্মিত হবে আমার রেশমী চিন্তধারায়,
উপচে পড়া মুহুর্তে তোমাতেই ভালোবাসার জাঁকজমক অর্পণ,
শিরায় ঢেলে দেয়া তোমার মানবীয় স্নেহে
স্বপ্নভর্তি আমার রুবি সিল্কের প্রেম।

তুমি ভালোবাসার উন্মাদনাকে বিদ্রোহী করে তোল
ক্ষুধার্ত আত্মায় প্রবাহিত চুম্বনের মতো
জলে স্থলে আগুনে বাতাসে-
প্রকৃতির সকল কোনায় কানায় তুমি,
একই রকম আমার-
আত্মা-সঙ্গী-প্রেমিক।
Samar Bhowmick Apr 2020
বসন্ত আসে; বসন্ত এলেই
পৃথিবীসমগ্র বিষন্নতা
গ্রাস করে হৃদয়
ফাগুনের প্রথম প্রহর
দোকানে দোকানে অপেক্ষমান
রঙিন ফুল সহস্র ফুলের স্তুপ
আমার দেখা ফুলের লাশ।
বসন্ত আসে
মাঘ পেরুতে না পেরুতেই
স্নেহময় বনানীর সবুজ পাতায়
ঝিরঝিরে বসন্ত বাতাস
নতুন নাতিশিতল ভোর
ঘাসের বুকে অজস্র শিশির কণা
অপেক্ষমান মন স্থবির পা
চোখে নোনা জলে বিবর্ণ সময়।
বসন্ত আসে; বসন্ত এলেই
আমার দীর্ঘশ্বাস বেড়ে উঠে
তামাক গন্ধ ছড়ায় বাতাসে
জনাকীর্ণ কারাগার
হৃদয় পুড়ানো তীব্র গন্ধ
স্নায়ুকোষে আফিমের বিষ
অপেক্ষমান আমাদের প্রেম;
বুকের খাঁচা খুলে দেখায়
কৃষ্ণচূড়া পলাশ লাল রক্তের ছাপ।
তবুও বসন্ত আসে; বসন্ত এলেই
কোকিলের কন্ঠে অণূ’র সুর বাজে
প্রজাপতির ডানায় মেহেদিরঙা হাত
ছুঁয়ে দেয় শূণ্যতা
বরেন্দ্র হৃদয়ে শুকনো পাতার মরমর শব্দ
ভাঙ্গে স্বপ্নের পাহাড়
চারুকলা টিএসসি রমনা কিংবা সংসদ চত্বরে
জুটি বদ্ধ রমনীরা লালপাড় শাড়িতে
একত্রিত হয়; স্বাগত জানায়
দখিনা বাতাসে আনন্দ কোলাহল
গ্রাস করে শূণ্য সাহারা
নিয়তি পদপিষ্ট হয়ে আহত সময়ে
এ্যম্বোলেন্সের সাইরেন বাজে অণু’র ক্রন্দন
মুমুর্ষ হৃদয় রোগ
টিক টিক শব্দে জানান দেয়
ঘড়ির কাটা বসন্ত ও জীবন।
Samar Bhowmick May 2020
অণু; আত্মার সবচেয়ে মূল্যবান বিবৃতির নাম কবিতা-
কবিতাই নির্ধারণ করে দেয় মানুষ কেমন হবে.
কবিতা উপলব্দি শেখায় মনের-
আত্মার সাথে পরিচয় করে দেয় প্রেম-
ইমারত তৈরীর ইট পাথর সুরকি সিমেন্টের মতো।

কবিতাই নির্ধারণ করে দেয়-
মায়া মমতা স্নেহ ভালোবাসা আর উদারতায়-
মানুষের অন্তরের অনুষঙ্গ কেমন হবে,
কতটুক সুক্ষ্মতায় বিচার বিশ্লেষণ হবে অনুভুতি
কতটুকু সুক্ষ্মতায় প্রকাশ পাবে মনের ভাব-
কেননা; সুক্ষ্মতাই নির্ধারণ করে সকল উন্নতি।

সুক্ষ্মতাতেই অন্তরনির্হিত জগতের সকল সোন্দর্য
যদিও পদার্থের সূক্ষ্মতার মূল্য বিদ্যমান; তবুও
কারুশিল্পির সুক্ষ্মতায় নির্ভর করে শিল্পের সোন্দর্য
জগতের সকল সোন্দর্য সুক্ষ্মতাতেই অন্তরনির্হিত।

সুক্ষ্মতম মনের সোন্দর্যবোধ দ্বারা’ই
কবিতা আত্মার অখণ্ডতা নির্দেশ করে-
কবিতা নির্দেশ করে সততা কতটুকু মূল্যবান,
স্বচ্ছতা সরলতায় ঈশ্বরের উপস্থিতি-
ন্যায় নিষ্ঠা মানবতা ঈশ্বর জ্ঞানে কর্ম।

কবিতা একমাত্র মানব শিল্প; অন্তনির্হিত সত্য
কবিতা মানুষকে আত্মসচেতন করে-
ব্যক্তিগত বৃদ্ধির দিকে মানুষকে পরিচালিত করে
মনুষ্যত্বকে সংবেদনশীলতার সহিত বিশোধন করে
মানুষের মানবিকতাকে মৌলিকভাবে প্রকাশ করতে শেখায়।

আবারও স্পষ্টতই বলি-
কবিতা সুন্দর মলাটযুক্ত একচেটিয়া আবেগের বিষয় নয়
কবিতা বলতে যা বুঝি তা হয়তো লিখতে পারিনি
কিন্তু এটি এমন শক্তিশালী জিনিষ যা অন্য কোথাও নেই-
কবিতা ব্রম্মান্ডের একমাত্র মানব শিল্প-
মানবীয় নৈপুণ্য উন্নয়নের একমাত্র শিল্প।

কবিতার সাথে সংগীতকেও মিলানো যাবে না
বাহ্যিক ভাবে সংগীত যদিও কাব্যিকতায় প্রকাশিত হয়,
তবুও সংগীতের ধাপ বা স্তর আলাদা-
সংগীতের জোর হৃদয় কে নাড়া দেয়; অথচ
কবিতার মতো মন অন্তর হৃদয় আত্মা এতটা সাড়া দেয় না।

আমার সার্বিক বিবেচনা চিন্তন উপলব্দিতে-
কবিতাই একমাত্র অভিজ্ঞতার অভ্যন্তরীণ মৌখিক চিত্র
কবিতা মানুষের মত প্রকাশের একমাত্র শিল্প-
মানুষের মন উন্নয়নের একমাত্র মন্ত্র-
কবিতাই মানুষ তৈরীর শিল্প।
66 · Apr 2020
Meanwhile
Samar Bhowmick Apr 2020
Anu; Love refers paradise
We feel in love now
Waiting,
Although already.
There we are
Our body is the mind
And existence.
**** not feeling of happiness
Mine happiness in my heart
And refuse,
Each reckless raw path
In each of our breaths
Ignition of human life.
The breathing stream not ingested
vulpes corvum dream rely on game
Smell belongs to touching word
Or Krishna passion.
We are at the peak of the fun of the truth
Near the colored paradise in sweetness
Although already.
66 · Jul 2020
তরল রোদ
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
17 জুলাই 2020; 17:17

এবং কোমল আত্মায় মৃদু অনুভূতিতে
ফুটে উঠে অণু’র মানবীয় অবয়ব্
অনুভবে সেই শুরু; ভালোবাসি-
শব্দের মায়ায় আর কোন শব্দ নেই।

অজস্র নক্ষত্রের মধ্য থেকে
ধরীত্রিতে ফিরে আসা স্বর্গের স্বর্ণালী আভা,
সন্ধ্যার আঁধার হতে রাত ভোর-
সুনিপুণ উজ্জ্বলতায় উত্তপ্ত করে রাখে।

অণু’র প্রেম এতটাই দেবত্ববোধ
অলীক দূরত্বে থেকে ছড়ায়-
এত্ত আলো; এত্ত উষ্ণতা,
এত্ত স্নেহ সুখের প্রস্রবন।

ভাবনার মাঠ সাজিয়ে দিয়ে-
আমায় নিবিড় সীমান্তে নামিয়ে দেয়,
বিশ্বাস ভাবনায় নিজেকে প্রসারিত করি,
অণু গোপনে ঢেলে দেয় তরল রোদ।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
21 আগস্ট 2020; 19:33
.
পুষ্পিত বাগানের দুঃখিত বাসন্তি ফুলগুলো
আত্মার আশাকে কবালা করেছে অণু’র কাছে,
আজ মন হৃদয়ের মধ্যে তরঙ্গ তৈরী করে-
কারণ অণু’ই আমার পৃথিবী এবং অরণ্য।
.
আকাঙ্ক্ষার শেকড় গুলো মনের গভীরে
বার বার মনে করিয়ে দেয় অণু’র অনুকম্পা,
প্রেমের আলোতে প্রক্ষালিত অন্তর যেন-
নক্ষত্রের আলোয় ঝলমলে রাতের শরীর।
.
অণু’র স্মৃতি নিয়ে যতই হেঁটে যাচ্ছি
আরও উতলা হয়ে উঠছি দিন দিন,
আমার কম্পিত কন্ঠস্বর উদ্বিগ্ন আবেগ-
চায় মুহুর্তেই গলে যাক বিরতি বিরম্বনা।
.
মুহূর্তগুলো কাঁশফুলের মতো উড়িয়ে দেই
আশায় জেগে থাকা রাতের শরীরে,
শকুনের পাখায় ভর করে দীর্ঘশ্বাস-
অনুভবে খুঁজে বেড়ায় অণু’র অরণ্য।
62 · Apr 2020
Neonate
Samar Bhowmick Apr 2020
Happy future
Tidy earth
Humanity around the world
Upcoming child is there
The eyes of our delusion
Hopeless frail
But Anu;
On the skeletal idol of cholera
A constant stream of thoughts
How to connect the religion
How to stop the baby in future
The whole empire is in capitalism
Committed to various associations
Fear of that naked newborn
Chase after
This is the edge and edge of the earth
Meeting procession UN
Walk in their way
Born with an irresistible heart
The next **** infant
I am one in the world court
Poor unbearable poet
I want to be independent in the future
And naked neonate.
Samar Bhowmick Apr 2020
অণু’র মোহময় সুগন্ধি শব্দ গুলো
জেগে উঠে হৃদয়ের অন্তিম কোণে
ফুসফুসে দীর্ঘ শ্বাসের ঝড়
আছড়ে পড়ে আত্মার কার্নিশে
স্মৃতির নোনা ধরা দেয়ালে।

দীর্ঘশ্বাস নার্গিসের কুন্ডলি পাকায়
দৃষ্টি সমুদ্রে নোনা জলের ঝড়
চারিদিকে ঝড়ের আগুনে পোড়া
হৃদয়ের কটু গন্ধ।

ঝড়ের থাবায়
একটা একটা করে স্মৃতি
কক্ষচ্যুত তারার মতো খসে পড়ে
প্রেমের পথ পেরিয়ে বিরহ বাগানে
পাথরের মতো জমে থাকা স্বপ্নের স্তুপ
ভালোবাসা নিরব দর্শক যেন।

দশ মিলিয়ন নিউরনের ঘরে ঘরে
অণু’র শব্দ বাঁধা পড়ে আছে
মস্তিস্কের সরস ভুমিতে
সময় সংখ্যায় রঙ বদলেছে স্মৃতি
আবির রাঙা অনু’র স্মৃতি এখন
গাঢ় রক্তাক্ত লাল।

আর ভাবনার সহস্র শব্দ
নিউরণের বেতার বার্তায়
চব্বিশটি হাঁড়ের খাঁচার ভিতর
পাঁজরের ভাঁজে ভাঁজে আঁকা বাঁকা পথে
তীর খুঁজে রক্তের কলরবে
অসহ্য অপেক্ষা যেন
অনন্ত নিদ্রার।।
59 · May 2020
অনুকরণ
Samar Bhowmick May 2020
হৃদয়ে রক্তাক্ত ভালোবাসার সরু গলি
নিরাপদ ফুটপাথ নেই
সহস্র জঞ্জালের মাঝে ক্লান্তিহীন হেঁটে চলা
অপরিচিত পথে অণু'র খোঁজে
অণু কোথাও নিশ্চুপ দাড়িয়ে
বুকের ভাঁজে বকুলের ঘ্রাণ নিয়ে।
আঁধার পথে বহুদূরে তারকার আলো দেখি
আর ক্লান্ত শরীরে ক্লান্তি পুষে পুষে
গুটি গুটি পায়ে ছুঁটে চলি
অণু নামে একটি জীবন্ত পুতুলের খোঁজে।
শ্রাবণের ভর বর্ষার জল
বিড়াল চক্ষুর মতো জলে উঠে আগুন; বুকের ভিতর
ফণী'র ফণা তোলা রক্তের স্রোতে
সে আমার দূরন্ত দূর্দান্ত অণু
যার জীবন্ত নির্মম ভালোবাসায়
বুকের কড়িকাঠে ঘুণ পোকার ঘর।
শিরোনাম হীন জীবনের শিরোনাম হলে
অগ্রাহ্য করি সকলের পরিহাস
স্ব-হাস্য হৃদয়ে শুধু বলে রাখি
অণু এসেছে হেসেছে বুকের তারায়
আমার মতোই ভালোবাসে আমায়।
ভালোবাসার দাবীতে ক্লান্ত আমি
শত সহস্র বর্ষ আগে বুকের মাটি খুঁড়েছি
অবুঝ শিশুর আঁকা ছবি দেখিয়ে দেখিয়ে
অজস্র বার বলেছি; ভালোবাসো
মনুষ্যত্ব চাপা দিয়ে খুলো না পাপের দরজা
শহীদমিনারের মতো ভালোবাসো; মা পৃথিবী
হৃদয়ে রোপে দাও মানবতা অণু'র মতো।

০২•০৫•২০১৯;১৫:৪৫, ঢাক, বাংলাদেশ।
Samar Bhowmick Jun 2020
অণু; আসবো এখন?
লিখে দিতে-
অকস্মাৎ ধুকধুকে প্রাণের
নতুন ইতিহাসের বর্ণিল বর্ণ
সামান্য শব্দে-
রক্তিম লাল খাতার পাতায়
প্রেমের ছোট্ট কবিতা।

নোনতা শব্দের-
অসামান্য উত্তাল ঢেউ
সহস্র মৌপাখির জমানো রসে,
সবুজ উদ্যানের মতো
লিখে দিতে-
দু’কলম ভালোবাসার কবিতা,
আসবো এখন?
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
04 আগষ্ট 2020; 23:11
.
নি:শব্দে কথা বলি জীবনের সাথে
অপ্রকাশ্য ভাষায় লুক্কায়িত মনে,
ভুল থেকে তুলে নেয়া শিক্ষার মতো
মুহুর্তগুলো বুকে নিয়ে এগিয়ে চলা।
.
নিজস্ব উপায়ে জীবনের মুহুর্তগুলি চাই
এমনকি ভালো বা মন্দ মুহুর্তগুলোও,
আনন্দ অশ্রু কিংবা দু:খের সাথে
অবয়বে চাই অনুভুতির ছাপ।
.
স্মৃতিময় আনন্দ বেদনার মুহুর্তগুলি
অনুভুতিতে থেকে যায় গভীর আত্মায়,
স্বপ্নের মধ্যে বহুবার দেখা অণু-
মনের চোখে অন্তরভুক্ত এখনও।
.
বিস্মৃত হয়ে অণু’কে ছেড়ে যাইনি
পরিস্কার আত্মায় মিথ্যাকে প্রশ্রয় দিয়ে,
ভয়ের ভাবনায় পালিয়ে গিয়ে-
মন খারাপের কারন হইনি অবেলায়।
.
তাঁর ভালোবাসার প্রতিদানে
চলেছি জীবনের অসমাপ্ত পথ,
নিজের মতো করে হাসি কান্নায়
মনে রেখেছি সভ্যতার ক্রিয়াকর্ম।
.
ধৈর্য ও আশার স্বপ্ন জড়িয়ে রাখতে
আগামীতে বিশ্বাস রেখেছি অনুশোচনাহীন,
জীবন জঞ্জালমুক্ত নয় জেনেও
প্রত্যাশায় অসময়ের একটু বিরতি।
.
পরমাত্মার কষ্টময় কর্মগুলো পার হতে
বিশ্বাস এবং মানবীয় সৌন্দর্য্যে,
অণু’কে বিজয়ী করতে-
নিরলস সময়ের একটি পূণ্য চাই।
Samar Bhowmick Apr 2020
কবি; তুমি ছন্দের প্রতিযোগীতায় যাও
এক বার পুরস্কার নিয়ে আমাকে হাসিমুখ দেখাও
তোমার হাস্যেজ্জল ঠোঁটে আমি আলপনা আঁকতে চাই।

অণু; আমি কবি
আমার ছন্দের কোন প্রতিযোগীতা নেই
আমি প্রতিযোগীতায় যাবো;
যেদিন পৃথিবীর অণু’রা মুক্ত স্বাধীণ।

কবি; তোমার কথা আমি বুঝতে পারিনা
কোথায় আমার স্বাধীণতা নেই ?
আমি তো স্বাধীণ
স্বাধীণ দেশের স্বাধীণ নাগরিক
অথচ; তুমি বলছো আমি স্বাধীণ নই।

অণু; স্বাধীণ দেশের নাগরীক হলেই স্বাধীণ হওয়া যায় না
আমি চাই তোমার পূর্ণ মানুষের অধিকার
নারী নয় মানুষ শব্দটি চাই
দালিলিক বন্ধনে নারীকে বন্দি নয়;
তোমার ইচ্ছের অধিকার
কথা বলার অধিকার
জানার পূর্ণ অধিকার চাই।

কবি; এই অধিকার গুলো আমার আছে
তুমি আমাকে এতো ভালোবাসো
এত ভালোবাসা কোথায় আছে বলো?
তুমি আমাকে বলতে দাও
প্রশ্ন করতে দাও
আমার ইচ্ছের মুল্য দাও
তারপরও আমার অধিকার কিসে?
কবি একটু সহজ করে বলো

অণু; আজ শত সহস্র অণু’রা গৃহবন্দি
শিক্ষা থেকে বঞ্চিত
অধিকার বঞ্চিত
এমনকি কর্ম বঞ্চিত
অজস্র মানুষ আজও শুধুই নারী
সাম্য নেই মানবতা নেই
শুধু স্বর্গের অপেক্ষায় অতিক্রান্ত দিন রাত্রি।

কবি; অন্যের কথা ছাড়ো
সুন্দর ছন্দের প্রতিযোগীতায় যাও
বিশ্ব তোমাকে চিনুক; জানোক
অভিনন্দন বার্তা আসুক
আমি সুখি হবো
খুশি হবো
হাসবো
আনন্দে মাতবো তোমার সাথে।

অণু; আমার প্রজন্মের জন্য শান্ত পৃথিবী চাই
প্রজন্মের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত না হলে;
আমি ছন্দ কোথায় পাবো দেবী?
ধর্মান্ধতা গ্রাস করেছে সমাজের চারিধার
আগামীরা ঝুকে পড়ছে অন্ধকারের অতল গহ্বরে
তাদের আলোকিত পথ না দেখানো পর্য্ন্ত;
আমার তো কোন প্রতিযোগীতা নেই!

কবি; তুমি ছন্দের জাদুকর হও
এত কিছু ভাবনা তোমার জন্য নয়
তুমি রাজনীতিবিদ নও
রাজনীতি তুমি বুঝো না তোমার কর্মও নয়
তোমার বুঝবার দরকারও নেই
তুমি শুধু সুন্দর ছন্দ লিখবে
মানুষ পড়ে আনন্দ পাবে এইতো যথেষ্ট
এর বাহিরে কেন ভাবছো কবি ?

কেন ভাবছি?
অণু; আমি কবি
পার্থিবতার হিসেব আমার জানা নেই; প্রয়োজন নেই
আমার প্রয়োজন একটি মানবিক সমাজ
যেখানে আমাদের প্রজন্মের সমান অধিকার
অনন্ত ভালোবাসময় আধুনিক সমাজ
যেখানে প্রবাহমান সাম্য ন্যায়; মানবতায়
সবার অন্তরের অন্তস্থলে নিজস্ব ধর্ম
ধর্মান্ধতা মুক্ত কুসংস্কারহীন উন্নত জতিস্বত্বা
মুক্ত স্বাধীণ নির্মল নিরাপদ ভূখন্ড; আর
বাক স্বাধীনতার পূর্ণ অধিকারে
বিভেদহীন পৃথিবী আমি উপহার দিতে চাই।

কবি; তবু আমি চাই তোমার একটা পুরস্কার আসুক
তুমি একবার শব্দ প্রতিযোগীতায় যাও
আমাকে অন্তত একটা পুরস্কার এনে দাও
তোমার ছন্দের পুরস্কারে আমার হৃদয়
নতুন করে একবার তরঙ্গায়িত করো।

অণু; আমাদের শিশুরা বাগানের ফুলের মতো প্রস্ফুটিত হবে
দ্বিধাহীন বাধাহীন আর দিঘীর কলমিলতার মতো স্বাধীন বেড়ে উঠবে
ভবিষ্যতের জন্য উপহার দিবে স্বর্গসম পৃথিবী
এর চেয়ে বড় প্রতিযোগীতা নেই
এর চেয়ে বড় পুরস্কার আমার জানা নেই দেবী।

কবি; তোমাকে প্রণাম
এসো আমাকে আর একবার তোমার বুকে জড়িয়ে ধরো
আমি তোমার হৃদয়ে হৃদয় মিলিয়ে তোমার স্বরে বলতে চাই
কবি; তোমার কোন প্রতিযোগীতা নেই।

একত্রেঃ আমাদের প্রজন্মকে স্বর্গসম পৃথিবী উপহার দিতে চাই
সবার অধিকার সমুন্নত রেখে
শ্রদ্ধা স্নেহ ভালোবাসায় মানুষ হওয়ার পরিবেশ দিতে চাই
নতুন প্রজন্মের জন্য আমাদের উপহার হোক মানবিক পৃথিবী।
57 · Apr 2020
আর এক আমি
Samar Bhowmick Apr 2020
একদিন তোমার সাথে কথা বলবো অণু
একেবারে হাটুগেরে বসবো সামনাসামনি
তোমাকে অনুভবের নদী বানিয়ে
ঊড়বো আকাশের নীলে।

একদিন তোমার চোখে তারা গুনবো অণু
গুনবো পাপড়ির করতালি
দেখবো কতটা মায়া বিলিয়ে
অন্তরাত্মায় জ্বালে মায়ার আলো।

একদিন সবচেয়ে প্রিয় বাক্যটি বলবো অণু
তুমি বিহ্বল আনমনা হলে
যদি দোলা দেয় শিহরিত সবুজ
খোপায় গুজে দিবো কুমারী ফুল।

একদিন তোমাকে প্রশ্ন করবো অণু
যদি বুকের পাঁজর ছিড়ে বিশ্বাস উৎরে উঠে
যদি বুঝতে পারো স্বপ্নরা অবুঝ
যদি বলে উঠো হৃদয়ে অবুঝ থাকুক প্রেম।

আমি বুঝে নিবো শেষ উত্তরে
তুমি অনুভূতির ভিতর অনুভব
তুমি আত্মার ভিতর অন্তরাত্মা
তুমি আমার ভিতর আর এক আমি।।
57 · Jun 2020
আবহসংগীত
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
14 জুন 2020; 23:51,ঢাকা।

স্নায়ুকোষের সুন্দর অনুভূতি থেকে
তুমিই কেবল আনন্দ নিয়ে আসো অণু-
এবং আমি যতবার স্মৃতিতে ফিরে যাই,
ততবার তুমি আবহসংগীতের সুর তোল।

আসলে জীবনের মানে যদি বুঝতাম
এখনও যদি জানতাম-
সকালে ঘুম ভেঙ্গে চেতনে তোমাকে রেখে,
কেন এত আনন্দিত হই?

মনে হয় আমার আর কিছুই ছিলো না
যেখানে কেবল মন আনন্দিত হয়,
শৈশবের স্বর্গ সময় হারিয়েছি-
অথচ কোন আক্ষেপ ভ্রুক্ষেপ নেই।

আমার আর কোন আফসোস নেই
আজকের দিনটিও আমাকে জড়িয়ে আছে-
তুমি কত বুদ্ধিমান ভাবে আমাকে স্বাগত জানাও,
আমার চিন্তা ঘড়িতে সন্ধ্যা নামে না।

তুমি কি কখনও ছোট ছিলে না,
আমার প্রিয় অণু ?
এত দীর্ঘ দিন দেখছি, কত গ্রীষ্ম বসন্ত-
দিন দিন তুমি আরো দীপ্ত হয়ে উঠছো।

মনেহয় আমরা লেবু ফুলের সুবাসের ভিতর হাঁটছিলাম-
এবং আমি ফেলে আসা বয়সের অভাববোধ করছি,
রক্তিম সূর্য্ পশ্চিম আকাশে প্রায় অস্তমিত হলেও,
কল্পনায় শুধু তোমার আবহসংগীত চাই।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
02 জুলাই 2020; 16:30

ঈশ্বরে আমার উপাসনা-
অণু’কে শান্তিতে ফিরিয়ে আনুন,
চালতা ফুলের শুভ্রতা সতেজতায়-
প্রেমের শীতল বাতাসে হৃদয়ের ডগায়,
আমার প্রার্থনা শক্তি ছড়ায়।

এবং অন্তরে অণু-
বহ্মান্ডের একমাত্র উজ্জ্বল আলো,
ঈশ্বরের ঈশারায় অণু’ই নাচায় জীবন,
তাঁর হাতেই গুচ্ছ গুচ্ছ ভালোবাসা-
যাঁর জন্য সিংহাসন ত্যাগী হৃদয়,
গুণে যায় অপেক্ষার প্রহর।

আতঙ্কিত আত্মার শাখা প্রশাখা-
আনন্দের অপেক্ষায় মন্ত্র পড়ে,
শান্তির পায়রার খুঁজে; যেন-
আত্মার চিৎকারে আশির্বাদ রাখে,
অণু’র অনুভবেই আমার শ্রেষ্ঠ প্রেম।
54 · Aug 2020
অণুবেলি
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
11 আগষ্ট 2020; 01:24
.
সকল ফুলের সুগন্ধির চেয়ে
অণু’র গন্ধ আরও বেশি কাঙ্ক্ষিত,
আমি খুঁজে বেড়াই বেলির পরতে পরতে-
অপেক্ষারত অণু’র সুগন্ধি সাগর।
.
বেলির পাপড়িগুলো সুগন্ধির ঢেউ তোলে
তার চেয়েও ঢের বেশি পরিপক্ষ; নতুন-
আমার প্রেমময় ভালোবাসার খুশিতে,
সর্বাধিক আবেগী মধুচক্রি অণু।
.
গহিন মনে জয়নুল দুর্ভিক্ষের ছবি আঁকে
সফেদ সাদা রঙে আত্মার অথৈ গভীরে-
স্নিগ্ধ মায়াবী চাঁদ হয়ে ফোটে অণুবেলি,
মন মননে সুগন্ধি পাপড়ি ছড়ায়।
Samar Bhowmick Apr 2020
তোমার মনে আছে অণু ?
আমি কিভাবে সপেছিলাম প্রাণ
কখন কিভাবে আমার হাত
কখন কিভাবে আমার চোখ
তোমার চোখের হিরক খন্ডে
জ্বল জ্বল আলোয় ভালোবাসা জ্বলছিলো।
ভেবে দেখো অণু
ভাবনায় চিন্তায় মগ্ন থেকে দেখো
ওখানেই আমাদের কষ্টগুলো জমা হয়ে আছে।
কেননা কাছাকাছি সময়ের অপেক্ষায়
আমাদের প্রেম; আমি ও তুমি
অথচ সময়ের সুযোগ হয়নি
তবু ভুলিনা ভুলতে পারিনা
যদিও চৈত্র খরায় চৌচির মন
পিছনে তারা করছে অন্য সময়
আলোর প্রতিফলনে উজ্জলতা নেই
তবু একটা প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্ক
যতটা আন্তরিক ততটাই শক্তিশালী।
অণু আমরা জমজ
আমাদের দুটি হৃদয়
একটি সংবেদনশীল বাক্সে
জীবন্ত আমি ও তুমি।
যদিও এটা আমাদের ভালোবাসার উদাহরণ
কিন্তু তুমি কি বলবে না অণু ?
ভাগ্য তোমাকে চুরি করেছে
অথচ আমি তোমার ছবি দেখে আজও কেঁদেছি
হলদে সময়ের ভাঁজে
আমার বলিচিহিৃত হাত দেখে বুঝতে পারি
জীবন সীমান্তের কাছাকাছি
তবুও শক্তিশালী স্মৃতি
মনে করে দেয় একটি চুমুর শোক
অণুর ভালোবাসার স্মৃতি।।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
07 জুলাই 2020; 00:10

অণু’কে কিছু বলবো বলে দীর্ঘশ্বাস ঘোরপাক খায়
রাতের নিঃসঙ্গ নিরবতা পরমায়ুর ঘন্টা বাজায়-
অনুভবের পদাতিক বাহিনী উপস্থিত হয় বুকের জমিনে,
কিন্ত শূণ্য কন্ঠনালী ভালোবাসি শব্দের পিপাসায়।

ভালোবাসি শব্দেই অণু দিগন্তকে আবৃত করে রাখে্
যতবার দিগন্তের তাকাই সভ্যতা তাঁকে আড়াল করে রাখে,
অণুভব নামে আমার প্রেমের অস্ত্রগুলোতে আগুন ধরে,
আর অন্তরের বৃষ্টিতে তাঁর ভালোবাসা অনুভব করি।

মৃত্যুর দূর্গ ছেড়ে কোন স্বর্গভূমে যেতে চাই
যেখানে অণু’র সাদা আত্মায় রঙ্গিন ফুলের বাগানে-
মহৎ প্রেমের মহতি কোন মুহুর্তে শুধুই অণু’র ঘ্রাণ,
সন্দেহাতীত ভাবে পরম পবিত্র মাতাল করবে আমায়।

অণু’র আশ্চর্য্ ইশারা মেঘ হয়ে ঝরে লম্বা অপেক্ষায়
শান্তির পদক্ষেপের অধীনে পদক্ষেপ নেওয়ার আশায়-
কন্ঠে জড়িয়েছি প্রেম পদদলিত করে সভ্যতার শাষন,
আর; অণু’কে অনুভব করে হাঁটছি মৃত্যু দুর্গের পথে।
Samar Bhowmick Jun 2020
সমর ভৌমিক
21 জুন 2020; 00:12

একজন অণু একটি সিন্ধু
একটি সাদা ফুল-
একজন অণু স্বপ্ন ঘেরা,
শত জন্মের মূল।

একজন অণু একটি আকাশ
একটি মাত্র তারা-
একজন অণু প্রাণের বাতাস,
হৃদয় ছন্ন ছাড়া।

একজন অনু ভোরের আলো
রাতের শুভ্র চাঁদ-
একজন অণু প্রেমের পরশ,
ভরসার একটি হাত।

একজন অণু প্রথম ফাগুন
শিমুল পলাশ শাঁখে-
একজন অণু ছয়টি ঋতু,
এক করে রাখে।

একজন অণু একটি আশা
একটি স্বপ্নের ঘর-
একজন অণু অন্তর জুড়ে,
তুলছে প্রবল ঝড়।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
13 আগষ্ট 2020; 00:42
.
অণু তুমি সৌন্দর্যে পরিণত হয়েছো,
তুমি আজ রামধনুর ছেয়েও সুন্দরী-
ফুলের বাগান যেমন দুঃখ ভেঙ্গে দেয়,
তুমিও অবিকল ক্লান্তি শুষে নিতে পারো।
.
তুমি জীবনের মিছিলে আলো ঢেলেছো,
তোমার যে কোন ভুল ক্ষমা করা উচিত-
তুমি ক্লান্তির পাহাড়ে শান্তির নিঃশ্বাস ছড়িয়ে,
দেবতাদের দ্বারা এঁকে যাও সুখের অরণ্য।
.
জীবনের উত্তপ্ত মূল্যতেও তোমার মানবতা-
গোলাপী ভালোবাসায় অথৈ সমুদ্রের মতো,
তোমার শব্দ মৃত্যুর চেয়েও শান্ত করে হৃদয়-
তোমার ছোঁয়ায় ঝরে শিশুদের সুশীল ছড়া।
.
পৃথিবীতে আসা এক বিরল মানবী তুমি
বারবার মা’কে মনে করিয়ে দেয়, মনের মনে-
ক্ষণে ক্ষণে আমি এতিম হই; তোমার স্নেহে-
অবিকল স্নেহে এসো আমার দ্বিতীয় জিজ্ঞাসায়।
.
তোমার পবিত্র পদচারণা আত্মার পাশে,
আমার সকল পদক্ষেপের গহীন অভ্যন্তরে-
শরীরের মাংসে রক্তের স্রোতে আর কিছুনেই,
বছরের পর বছর ধরে তামাকের অভ্যাসের মতো।
.
সকল ক্ষমা বুকে নিয়ে তোমার অপেক্ষায়-
আমার পরবর্তী জন্ম জন্মান্তরের বিশ্বাস,
হৃদয়ের দুটি অলিন্দে আবদ্ধ করে রাখা-
পরম শান্তির বেদ মন্ত্রের মতো তুমি।
Samar Bhowmick Apr 2020
আমি আস্তে আস্তে নির্ধারিত গন্তব্যে চলে যাচ্ছি অণু
বকের মতো শাদা মেঘ পেরিয়ে সীমান্তের ওপার
স্নেহ মায়া মমতা আর প্রেমময় শ্রদ্ধাবোধের
সহস্র চিহ্ন রেখে যাচ্ছি হৃদয়ে তোমার।

ফেলে যাচ্ছি মায়ায় আঁকা নশ্বর মায়াপুরী
অগনিত প্রেমের সবুজ জমিন
আকাশের মতো উদার তোমার স্নেহের ভান্ডারে
যদিও জানিনা আদৌও তোমায় দিয়েছি কি কিছু!!

চোখে অজস্র জলরাশি অথচ অনন্ত পিপাসায়
মাকরসার জালের মতো জড়িয়ে থাকা সম্পর্কগুলো
যজ্ঞের অগ্নিতে ভষ্মীভুত হবে ধীরে ধীরে
ছন্দে ভরা ষড় ঋতুর অফুরন্ত সুশীল বাতাস।

তোমার চোখ থেকে চেয়ে নিই একবিন্দু জল
ফুসফুস হতে চেয়ে নিই তোমার একটি দীর্ঘশ্বাস
আর কন্ঠনালীর কাছে খেকে এক টুকরো শব্দ
উন্মাদ আত্মার অনন্ত ক্ষুধায় তোমার একটু শব্দে
পথিমধ্যে বাসর সাজাই ধুলোমাখা স্বপনের।

আমাদের প্রেম আর মোহান্ধ জগতের মায়াবী টানে
আমি যতোবার প্রার্থনায় গিয়েছি ইচ্ছা অনিচ্ছায়
রুগ্ন আত্মার রুগ্ন বিশ্বাস-ভয়ে অভিনয়ের ঢল
নিজেকে ভেবেছি সর্বজান্তা মৌলিক আদর্শ ক্ষয়ে; ভাবিনি
পুনরোত্থান দিবসে অনিশ্চিত হবে স্বর্গীয় ঘন্টাধ্বনি।

আজ আত্মায় অবিরাম বৃষ্টি ঝরে অণু
গন্তব্য নিশ্চিত জেনে মন কষ্টের হাসি হাসে
ছিঁড়ে যায় নরোম বাধঁনে অন্তরের রশি্
আপন সত্বায় আমরা এতো কাছাকাছি
ওপারে স্বর্গ না হোক; তবু যেন একসাথে বাঁচি।।
51 · Apr 2020
ত্রুটি
Samar Bhowmick Apr 2020
সরল বিবেক বোধের প্রানবন্ত শব্দে
তুমি একজন প্রানবন্ত মানুষ
হৃদয়ে খচিত আমার একমাত্র ভালোবাসা
কিছুতেই কখনও তুমি বোঝা নও
ভালোবাসা আমার দুর্বলতাও নয়
এ এক অন্তস্থ স্নেহের অসীম ব্যথা
যা তুমিও বহন করে চলেছো অনন্তের পথে
যদি আমি নরকে যাই সেখানেও তুমি
সময়কে যেখানেই নামিয়ে দেয়া হোক
সেখানেই অণু আমার সাথী।

তুমি একান্ত ভালোবাসাময় নারী
অনন্ত দুরত্বে থেকেও
তোমাকে দেখি অন্তরের খাঁচায়
অবিরাম ভালোবেসে যাই
মোহে হৃদয় ভাঙে না কখনও
তার মধ্যেই যদিও অসহায়ের মতো
সৌন্দর্য্ দেখার আশা করি
আশা করি প্রাণের সৌন্দর্য্ দেখাবার।

কিন্তু উলঙ্গ সমাজ সভ্যতার দৃষ্টিহীন চোখ
কাছে টানে আমাদের সামান্য ত্রুটি গুলো
তুমিও জানো অণু
কিছু সুক্ষাতিসুক্ষ ত্রুটি থাকে
সকল যুগের সকল মানুষের
বিভৎস সমাজ সভ্যতা ভাবলেও
আমার মন এতটাই শক্ত
স্বচ্ছ মানবিক বিবেক বোধে
দ্যাখো সেদিন দূরে নয় আমাদের
আত্মার সরল সৌন্দর্য্ শক্তির কাছে
হার মানবেই বর্বর সভ্যতা
আর সুক্ষাতিসুক্ষ তুচ্ছ ত্রুটি গুলো।
51 · Apr 2020
শিরোনাম
Samar Bhowmick Apr 2020
আষাঢ়ের বৃষ্টি ভেজা রাত
খাটের উপর ক্লান্ত মুখে শুয়ে
বলি দিতে হাজারো স্বপ্ন
ঘুরে বেড়াই বন পাহাড় জল
আলোচনা পরিকল্পনা নিরব সংলাপ
একাকী…
অণু; কি অদ্ভুত দ্যাখো
আমি তোমার কথা শুনতে চাই
তোমার অবয়ব নাক ঠোঁট গাল কন্ঠস্বর
অবাস্তব…
সার্বভৌম সময় প্রবাহিত হয় মনখারাপের দিকে
সভ্যতার দরজা বন্ধ
অথচ এর মধ্যে আমাদের প্রেম
জ্বলে উঠে ঝলমল ঝকঝকান
নিরব আধাঁরে ঢাকা উপচে পড়া শুভেচ্ছা
এবং তোমার চোখ মুখ হাস্যউজ্জ্বল চেহারা
তারপর তুমি আর তোমার মধ্যে
আমি দ্রুত ঘুরে বেড়াই
কখনও দূরে
কখনও জীবনের শিরোনামে
যা মায়ের মতো সীমাহীন।।
50 · Apr 2020
হে ঈশ্বর
Samar Bhowmick Apr 2020
হে ঈশ্বর তোমার করুণায় আমরা বিমোহিত
আমরা সংশয়বাদী হলেও তোমাতে বিশ্বাস
আমাদের জন্য শক্তিশালী করো তোমার করুণা
আমাদের বিশ্বাসে বিড়ম্বনা তৈরী করো না
যদিও অপারগ হলেই তোমার প্রার্থনা করি
আমাদের পক্ষে ধর্ম গুরু উপাসনা করেন
আমাদের মাতাপিতা উপাসনা করেন
হে ঈশ্বর আদি পিতা মানবতার জন্মদাতা
তোমার পবিত্র সৃষ্টি রক্ষা করো
করোনার ভয়াবহ মহামারী থেকে পরিত্রান দাও
আমাদের বিশ্বাসে ঈশ্বর তুমি জীবিত আছো
তুমিই আমাদের দুঃখ-কষ্ট থেকে মুক্ত করবে
তুমিই চোখের অস্রু শুকাতে কৃপা করবে
আমাদের মুক্ত করবে অপ্রত্যাশিত বিপদ থেকে
হে ঈশ্বর দেখো মানবতার জন্য আত্মত্যাগ করেছে
কত ডাক্তার কত স্বেচ্ছা কর্মী
তুমি তাদের আত্মত্যাগ মহিমান্বিত করো
আমাদের কষ্টের কথা শোনো
তুমি আমাদের কাছে অদৃশ্য হলেও
বিশ্বাসে তুমি সর্বদা জাগ্রত
আমরা বেদনাময় ছোট্ট শিশুর মতো
তোমার করুণা প্রার্থনা করছি।
Samar Bhowmick Aug 2020
সমর ভৌমিক
20 আগষ্ট 2020; 01:00
.
সময় কিভাবে মরে যায় জানতে চাইনা
ছায়াময় ভোরবেলা গলে যাবে, যাক
আমার সূর্য্ সব এনে দেবে অণু,
তোমার মায়াবী অবয়ব থেকে।
.
আমার সপ্নময় সকল ভালোবাসায় তুমি
কেবল তোমার হাসিতে তার বর্ণনা চাই,
কত শব্দ পিছনে রয়ে গেছে, থাক-
আগামী কাল কেমন কেউ জানিনা।
.
আত্মা চায় তোমাকে নিয়ে গল্প তৈরী করি
তোমার হাতের স্পর্শ শব্দ আর অনুভবে,
রোদের আলোকসজ্জায় নেচে উঠুক অন্তর
ফুল গুলো গান করুক ভুলের বুকে।
.
অণু এসো স্বপ্নের ঘরে বাস করি
সভ্যতার অদেখা গহীন সবুজ অরণ্যে,
বাতাসের ভুলে যাওয়া পথ পুনরুদ্ধার করে
ভালোবাসি অসীম দিগন্ত প্রেমের আকাশ।
Samar Bhowmick Apr 2020
করোনার করুণ পরিনতি আজ
বিহ্বল মানব জাতি
হঠাৎ ভাষাহীন জ্ঞাণী গুণী সব
মেনে নিলেন ক্ষতি।

থেমে গেলো মানুষের কলরব
আদিম গুহায় বাস
মানুষের মানবিকতা চরম বিপর্যয়
এনেছে এমন সর্বনাশ।

লোভী মন যখন তখন
ঈশ্বরকে দেখিয়ে বৃদ্ধাঙ্গুলী
নীতি নৈতিকতা সকল ভুলে
সাহেব হয়েছে কুলি।

ক্ষমতা বাড়িয়েছে পাপের বোঝা
নেশা সম্পদ নারী
ভেবেছিলো এভাবে কাটিয়ে জীবন
দুনিয়া দিবে পাড়ি।

অন্তরালে ঈশ্বর হাসেন অট্টহাসি
কত বাহাদুর তোরা
শায়েস্তা তোদের করবে করোনা
হিংস্র বেয়াদব চোরা।

আগেও পাঠিয়েছেন এমন শক্তি
খালিচোখে দেখনাই কভু
সাস ইবোলাসহ পাঠিয়েছেন কত
তবু চিনো নাই প্রভু।

সময় যদি থাকে তোমাদের
মানুষ হয়ে যাও
অভিনয় ছেড়ে সত্য ধরে
হালাল রোজগার খাও।

তোমাদের জন্য আমরাও সাথে
পঁচা কাঁঠালের কোষ
পঁচা সারাতে আমরাও মরতেছি
যদিও নাই দোষ।


27 March 2020, 03:20 AM, Dhaka, Bangladesh.
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
24 জুলাই 2020; 23:11
.
হাসি কখনও কেনা যায়না
পাওয়া যায় না মানবতার মালিকানা,
দ্বিত্তের গোপন রহস্যের মতো-
অণু আত্মার ভিতর বৃদ্ধি পায়,
তাঁর প্রেম হৃদয়ের সর্বশেষ মূল্যে
একাকীত্ব উপহার দেয়-
অদৃশ্য অস্পৃশ্য বাধা বিরতিতে-
ঠান্ডা ঠান্ডা হিমশীতল ভয়,
এবং অন্তর্গত তিক্ত ব্যথা
পুরনো শুকনো বাতাসে-
তরঙ্গায়ীত করে অন্তর।
.
নিরন্তর ভালোবাসা দেয়
আগুন জ্বালায়, শীতল আগুন-
আমার অন্ধকার হুদয়ের ভিতর,
অণু অনুভবের সবুজ বন
অনুভুতির চারণভূমি-
আবেগের পাহাড় ও বিরহ সমুদ্রে
সীমাহীণ অনন্ত বিস্তার-
স্বপ্নময় মায়ায় গ্রীষ্মের সূর্যোদয়ে-
সাত আসমান থেকে খুঁজে আনা,
উষ্ণতার স্নেহময়ী ভান্ডারের-
দ্বিধাহীন কৈলাশী আবেগ।
Samar Bhowmick Jul 2020
সমর ভৌমিক
01 আগষ্ট 2020; 01:10
.
বারো মাসে বছর ঘুরে
ঈদ যখন আসে
ঈদের দিনে খোকা বুড়ো
মন জুড়িয়ে হাসে।
.
দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে
ঈদের নামাজ পড়ে
ছোট বড় মিলে মিশে
বুকে জড়িয়ে ধরে।
.
সবার মুখে হাসি সেদিন
হিংসা ঘৃণা নাই
এমন দিনটি রোজই হবে
সেই সভ্যতা চাই।
.
মানব কুলে জন্ম নিয়ে
মুখোশ নাহি পড়ো
ধর্মে যদি বিশ্বাস তোমার
সত্য পথটি ধরো।
.
নবীজি গেলেন দেখিয়ে পথ
মানব কুলের মুক্তি
শত্রু মিত্র ভাবনা ভুলে
ভুলো হিংসার যুক্তি।
.
ঈদের মতো সকল দিনে
স্নেহ জড়িয়ে থাকো
নবীজির এই মহান শিক্ষা
বুকে ধরো রাখো।
.
তিঁনি দিলেন ত্যাগের শিক্ষা
বলছি গর্ব ভরে
বিভেদ জ্ঞান ভুলে গিয়ে
রবে সকলের তরে।
.
সেদিন কেবল মানুষ হবে
ত্যগিয়ে সকল জিদ
বলবে যেদিন তোমরা সবে
রোজ সকালে ঈদ।
Samar Bhowmick Apr 2020
অণু এ অজানায় তোমায় খোঁজে কোথাও না পাই
অশান্তির ঠিকানায় নিতান্তই আমি ছাড়া কেউ নাই।

থুঁজেতেছি দিনরাত অসংখ্য সময়ের অজস্র প্রহর
ঘুরিয়াছি শত জনপদ পথ-প্রান্থর, পড়িয়াছে কহর

অচিন বেশে তুমি হেসে হেসে হৃদয় করেছো বশ
পাগল হইয়াছে ঘুমন্ত হৃদয় জীবন যাপনে ধস।

ভালোবাসা প্রেম হলে হৃদয়ে আগুন জ্বলে, কেমন করে বলি
ভালোবাসা সুখ এক অনন্ত অসুখ, অন্তরে চাপিয়ে চলি।

অপেক্ষা আর প্রতিক্ষায় গোনি সময়ের ক্ষণ
অণু তোমার বিরহে সদা জাগ্রত এ নিঃস্ব মন।

বুঝেও কি বুঝো না অবুঝের মতো
অপেক্ষার অন্তরালে হৃদয়ে বাড়িতেছে ক্ষত।

কোন ভুলে কতকাল আর বিরহে যাপন, এ জীবন
সীমান্ত নিঃশ্বাসে নিতে চাই একটু স্নেহময় সুশীল পবন।

ফিরে এসো অণু অজানারে ফেলে, নিয়তিরে নিয়ে সাথে
যা হবার হবে একসাথে রবে, হাত রাখো হাতে।

তোমার এ হাত এ স্পর্শ পুঁজিবো, আমি যতদিন বাঁচি
নিয়তির সাথে বিদ্রুপ নেই কভৃ, রবো কাছাকাছি।

ভালোবাসা প্রতিজ্ঞায় প্রেম, শেষ কথা শোন
উৎসর্গ এ হৃদয় স্নেহের ভান্ডারে তব, প্রশ্ন নেই কোন।।
Samar Bhowmick Apr 2020
অণু; তোমার শব্দ শোনলেই
প্রাণে সুগন্ধি ফুল ফোটে
হৃদয় বহমান রাখে সেই সুগন্ধি
শক্তিশালী করে আমার অপেক্ষার প্রহর
অজানা হতাশা থেকে মুক্তি দেয় অনবরত
আমার ইচ্ছার বার্ধক্য ছেটে তরুণ করে তোলে
আমাকে রুপান্তরিত করে বারবার।
সত্যি বলছি; অণু
এটা অলৌকিক ঘটনা নয়
তোমার শব্দ আমাকে দেয়
বারোটি মাসের একটি বসন্ত
বসন্তেই শরৎ বসন্তেই শীত বসন্তেই বর্ষা বসন্তেই ষড়
আর আমি অনুভব করি তোমায়।
আমার ক্লান্ত শরীর যখন ছুঁয়ে যায়
তোমার লতানো পঞ্চ পল্লব
আমি দুরন্ত হয়ে উঠি সকাল সন্ধ্যায়।
তোমার কাছে অলৌকিক মনে হলেও
তোমাকে বলি ;অণু
তোমার শব্দ স্পর্শে
আমার অন্তর জুড়ে সার্বভৌম শান্তির রাজত্ব
তোমার সেকেন্ডের একটি ছোঁয়ার জন্য
তোমার একটি শব্দের জন্য
আমি পৃথিবীর পাদদেশে অবিচল দাঁড়িয়ে।
Next page